ETV Bharat / bharat

বাজে অজুহাত দিচ্ছেন ইমরান, প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের - terrorist attack

পুলওয়ামায় জঙ্গি হামলার কথা যেভাবে পাকিস্তানির প্রধানমন্ত্রী অস্বীকার করছেন তাতে আমরা একটুও অবাক হয়নি। জঙ্গি হামলার নিন্দা বা শহিদ জওয়ানদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন কোনওটাই তিনি করেননি। ইমরান খানের বিবৃতির পালটা প্রতিক্রিয়া দিল ভারত

ফাইল ফোটো
author img

By

Published : Feb 19, 2019, 8:46 PM IST

দিল্লি, ১৯ ফেব্রুয়ারি : "কাশ্মীর ইশুতে ভারত হামলা চালালে জবাবি হামলায় পিছু-পা হবে না পাকিস্তান।" পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল ভারত। বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, পুলওয়ামায় জঙ্গি হামলার কথা যেভাবে পাকিস্তানির প্রধানমন্ত্রী অস্বীকার করছেন তাতে আমরা একটুও অবাক হয়নি। পাশাপাশি, এই ঘটনার নিন্দা বা শহিদ জওয়ানদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন কোনওটাই তিনি করেননি।

পুলওয়ামায় জঙ্গি হামলার পর আজ মুখ খোলেন ইমরান খান। বলেন, "কাশ্মীর ইশুতে ভারত হামলা চালালে চুপ করে বসে থাকবেন না তাঁরাও। কাশ্মীরে কোনও ঘটনা ঘটলেই প্রমাণ ছাড়া ভারত পাকিস্তানকে দোষারোপ করে থাকে। এভাবে দোষারোপের পালা চললে কোনওদিন আলোচনার মাধ্যমে সমস্যা মিটবে না।"

এরপরই পাকিস্তানকে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জইশ-ই-মহম্মদ যে জঘন্য অপরাধটি করেছে, তা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এটা সকলেই জানেন যে জইশ-ই-মহম্মদ ও তাদের নেতা মাসুদ আজ়হার পাকিস্তানে রয়েছে। পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এটাই যথেষ্ট প্রমাণ।

বিদেশমন্ত্রকের তরফে আরও বলা হয়, "পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন ভারত যদি কোনও প্রমাণ দিতে পারে, তাহলে তারা তদন্ত করে দেখবে। আসলে এটা একটা বাজে অজুহাত। ২৬/১১-র জঘন্য ঘটনার পরও পাকিস্তান একই কথা বলেছিল। কিন্তু, তার ১০ বছর পেরিয়ে গেলেও তদন্ত কিছুই হয়নি।"

undefined

ভারতের তরফে বিবৃতিতে আরও বলা হয়, পাঠানকোট হামলার তদন্ত করবে বলেছিল পাকিস্তান। কিন্তু, তা একচুলও এগোয়নি। পাকিস্তান প্রত্যেকবারই একই কথা বলে। এটাই "নয়া পাকিস্তান", যেখানে হাফিজ় সইদের মতো জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীরা মঞ্চ শেয়ার করেন।

দিল্লি, ১৯ ফেব্রুয়ারি : "কাশ্মীর ইশুতে ভারত হামলা চালালে জবাবি হামলায় পিছু-পা হবে না পাকিস্তান।" পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল ভারত। বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, পুলওয়ামায় জঙ্গি হামলার কথা যেভাবে পাকিস্তানির প্রধানমন্ত্রী অস্বীকার করছেন তাতে আমরা একটুও অবাক হয়নি। পাশাপাশি, এই ঘটনার নিন্দা বা শহিদ জওয়ানদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন কোনওটাই তিনি করেননি।

পুলওয়ামায় জঙ্গি হামলার পর আজ মুখ খোলেন ইমরান খান। বলেন, "কাশ্মীর ইশুতে ভারত হামলা চালালে চুপ করে বসে থাকবেন না তাঁরাও। কাশ্মীরে কোনও ঘটনা ঘটলেই প্রমাণ ছাড়া ভারত পাকিস্তানকে দোষারোপ করে থাকে। এভাবে দোষারোপের পালা চললে কোনওদিন আলোচনার মাধ্যমে সমস্যা মিটবে না।"

এরপরই পাকিস্তানকে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জইশ-ই-মহম্মদ যে জঘন্য অপরাধটি করেছে, তা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এটা সকলেই জানেন যে জইশ-ই-মহম্মদ ও তাদের নেতা মাসুদ আজ়হার পাকিস্তানে রয়েছে। পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এটাই যথেষ্ট প্রমাণ।

বিদেশমন্ত্রকের তরফে আরও বলা হয়, "পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন ভারত যদি কোনও প্রমাণ দিতে পারে, তাহলে তারা তদন্ত করে দেখবে। আসলে এটা একটা বাজে অজুহাত। ২৬/১১-র জঘন্য ঘটনার পরও পাকিস্তান একই কথা বলেছিল। কিন্তু, তার ১০ বছর পেরিয়ে গেলেও তদন্ত কিছুই হয়নি।"

undefined

ভারতের তরফে বিবৃতিতে আরও বলা হয়, পাঠানকোট হামলার তদন্ত করবে বলেছিল পাকিস্তান। কিন্তু, তা একচুলও এগোয়নি। পাকিস্তান প্রত্যেকবারই একই কথা বলে। এটাই "নয়া পাকিস্তান", যেখানে হাফিজ় সইদের মতো জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীরা মঞ্চ শেয়ার করেন।


New Delhi, Feb 19 (ANI): Central Reserve Police Force (CRPF) Director General (DG) RR Bhatnagar, Border Security Force (BSF) Director General Rajnikant Mishra and National Security Advisor (NSA) Ajit Doval arrived at the Ministry of Home Affairs (MHA) in Delhi today. They reached at North Block in the national capital.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.