ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে বুদ্ধ ও আম্বেদকরের মূর্তি নষ্ট করল দুষ্কৃতীরা - Goutam buddha

মঙ্গলবার লক্ষ্মীপুর খেরি জেলার হায়দরাবাদ পুলিশ সার্কেল এলাকায় অবস্থিত একটি পার্কে ঘটনাটি ঘটে ।

Murti
Murti
author img

By

Published : Sep 16, 2020, 12:43 PM IST

লক্ষ্মীপুর খেরি, 16 সেপ্টেম্বর : পার্কে থাকা বুদ্ধ ও ড. বি আর আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লক্ষ্মীপুর খেরি জেলায় । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । মঙ্গলবার লক্ষ্মীপুর খেরি জেলার হায়দরাবাদ পুলিশ সার্কেল এলাকায় অবস্থিত একটি পার্কে ঘটনাটি ঘটে । ইন্দ্রাণী দেবী নামে ওই পার্কের কেয়ারটেকার জানিয়েছেন, "কয়েকজন দুষ্কৃতী এসে মূর্তিগুলি নষ্ট করে দেয় । আমি বাধা দিতে গেলে আমার উপর চড়াও হয় তারা ।"

পরে স্থানীয়রা পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায় । তারা দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে । পুলিশের অনুমান, উত্তরপ্রদেশে আসন্ন পঞ্চায়েত ভোটের সঙ্গে এই ঘটনার যোগ আছে । অভিযোগ দায়ের করা হয়েছে ।

এই বিষয়ে হায়দরাবাদ পুলিশ স্টেশনের SHO সুনীত কুমার বলেন, "দুজন দুষ্কৃতী কেয়ারটেকারকে মারধর করেছে ও মূর্তিগুলি অল্প নষ্ট করেছে । 295, 323, 506 ও 504 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে । কেয়ারটেকারের হালকা চোট রয়েছে । তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনায় জড়িতদের খুব শিগগির গ্রেপ্তার করা হবে ।" এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

লক্ষ্মীপুর খেরি, 16 সেপ্টেম্বর : পার্কে থাকা বুদ্ধ ও ড. বি আর আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লক্ষ্মীপুর খেরি জেলায় । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । মঙ্গলবার লক্ষ্মীপুর খেরি জেলার হায়দরাবাদ পুলিশ সার্কেল এলাকায় অবস্থিত একটি পার্কে ঘটনাটি ঘটে । ইন্দ্রাণী দেবী নামে ওই পার্কের কেয়ারটেকার জানিয়েছেন, "কয়েকজন দুষ্কৃতী এসে মূর্তিগুলি নষ্ট করে দেয় । আমি বাধা দিতে গেলে আমার উপর চড়াও হয় তারা ।"

পরে স্থানীয়রা পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায় । তারা দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে । পুলিশের অনুমান, উত্তরপ্রদেশে আসন্ন পঞ্চায়েত ভোটের সঙ্গে এই ঘটনার যোগ আছে । অভিযোগ দায়ের করা হয়েছে ।

এই বিষয়ে হায়দরাবাদ পুলিশ স্টেশনের SHO সুনীত কুমার বলেন, "দুজন দুষ্কৃতী কেয়ারটেকারকে মারধর করেছে ও মূর্তিগুলি অল্প নষ্ট করেছে । 295, 323, 506 ও 504 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে । কেয়ারটেকারের হালকা চোট রয়েছে । তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনায় জড়িতদের খুব শিগগির গ্রেপ্তার করা হবে ।" এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.