হান্দওয়ারা, 12 অক্টোবর : সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী SSB (সশস্ত্র সীমা বল) জওয়ান । কাশ্মীরের কুপওয়ারা জেলার ভিলগাম এলাকার ঘটনা ।
মৃত জওয়ানের নাম অমিত কুমার । বাড়ি উত্তরপ্রদেশে । পোস্টিং ছিলেন ভিলগামে 37 BN SSB ক্যাম্পে । গতরাতে সেখানেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন । গুরুতর জখম অবস্থায় তাঁকে হান্দওয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।
কী কারণে আত্মঘাতী হন ওই সেনা জওয়ান, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ ।