ETV Bharat / bharat

গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত 37,148

গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 37 হাজার 148 ৷ মৃত্যু হয়েছে আরও 587 জনের ৷

Corona
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 21, 2020, 9:47 AM IST

Updated : Jul 21, 2020, 1:57 PM IST

দিল্লি, 21 জুলাই : দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 37 হাজার 148 জন ৷ মৃত্যু হয়েছে আরও 587 জনের ৷

এই নিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 11 লাখ 55 হাজার 191 ৷ যার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 2 হাজার 529 ৷

দেশে মোট কোরোনা আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 7 লাখ 24 হাজার 578 জন ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 28 হাজার 84 জনের ৷

সংক্রমণের নিরিখে দেশে এখনও পর্যন্ত শীর্ষে স্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ মোট সংক্রমণ 3 লাখ 18 হাজার 695 ৷ মৃত্যুর নিরিখে এখনও পর্যন্ত দেশে শীর্ষস্থানে রয়েছে এই রাজ্য ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে 12 হাজার 30 জনের ৷

মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ু ৷ ইতিমধ্যে তামিলনাড়ুতে সংক্রমণের সংখ্যা দেড় লাখের গণ্ডি পেরিয়েছে ৷ মোট কোরোনায় আক্রান্ত 1 লাখ 75 হাজার 678 ৷ মোট মৃত্যু হয়েছে 2 হাজার 551 জনের ৷

কোরোনা আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরই রয়েছে দিল্লি ৷ সেখানে সংক্রমণের সংখ্যা 1 লাখের গণ্ডি পেরিয়েছে ৷ কোরোনায় আক্রান্তের সংখ্যা মোট 1 লাখ 23 হাজার 747 ৷ মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 3 হাজার 663 জনের ৷

ICMR সূত্রে খবর, গতকাল পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 43 লাখ 81 হাজার 303 ৷ তার মধ্যে গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 3 লাখ 33 হাজার 395 জনের ৷

দিল্লি, 21 জুলাই : দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 37 হাজার 148 জন ৷ মৃত্যু হয়েছে আরও 587 জনের ৷

এই নিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 11 লাখ 55 হাজার 191 ৷ যার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 2 হাজার 529 ৷

দেশে মোট কোরোনা আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 7 লাখ 24 হাজার 578 জন ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 28 হাজার 84 জনের ৷

সংক্রমণের নিরিখে দেশে এখনও পর্যন্ত শীর্ষে স্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ মোট সংক্রমণ 3 লাখ 18 হাজার 695 ৷ মৃত্যুর নিরিখে এখনও পর্যন্ত দেশে শীর্ষস্থানে রয়েছে এই রাজ্য ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে 12 হাজার 30 জনের ৷

মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ু ৷ ইতিমধ্যে তামিলনাড়ুতে সংক্রমণের সংখ্যা দেড় লাখের গণ্ডি পেরিয়েছে ৷ মোট কোরোনায় আক্রান্ত 1 লাখ 75 হাজার 678 ৷ মোট মৃত্যু হয়েছে 2 হাজার 551 জনের ৷

কোরোনা আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরই রয়েছে দিল্লি ৷ সেখানে সংক্রমণের সংখ্যা 1 লাখের গণ্ডি পেরিয়েছে ৷ কোরোনায় আক্রান্তের সংখ্যা মোট 1 লাখ 23 হাজার 747 ৷ মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 3 হাজার 663 জনের ৷

ICMR সূত্রে খবর, গতকাল পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 43 লাখ 81 হাজার 303 ৷ তার মধ্যে গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 3 লাখ 33 হাজার 395 জনের ৷

Last Updated : Jul 21, 2020, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.