ETV Bharat / bharat

লকডাউনে ভারতে বেড়েছে সিগারেট পাচার : সমীক্ষা - লকডাউন

লকডাউনের সময় দেশে সিগারেটের পাচার অধিক হারে বেড়েছে । FICCI CASCADE-এর সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এরকম তথ্য ।

Smuggling of Cigarette
সিগারেট পাচার
author img

By

Published : Jun 16, 2020, 4:37 AM IST

দিল্লি, 15 জুন : লকডাউনের সময় সিগারেটের পাচার বহু মাত্রায় বেড়ে গেছে । ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (FICCI)- এর পক্ষ থেকে আজ একথা জানানো হয়েছে । বলা হয়েছে, গত দু-তিন মাসে সিগারেটের পাচার অত্যধিক হারে বেড়ে গেছে ।

FICCI CASCADE-এর তরফে জানানো হয়েছে, নভি মুম্বইয়ের জওহরলাল নেহরু পোর্টট্রাস্টে 12 জুন একটি কন্টেনার থেকে 11.88 কোটি টাকার বিদেশি ব্র্যান্ডের সিগারেট বাজেয়াপ্ত করেছে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) । লকডাউনের পর থেকে DRI-এর এটা সবথেকে বড় অভিযান । শুধু মুম্বই নয়, দেশের অন্যান্য প্রান্তে সিগারেটের পাচার বেড়েছে । সড়কপথ, যাত্রীদের লাগেজের মাধ্যমে সিগারেট পাচার হচ্ছে বলে জানিয়েছে FICCI CASCADE । এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে FICCI CASCADE- এর চেয়ারম্যান অনিল রাজপুত জানান, “সিগারেট পাচার খুব বড় একটি চক্র । বিশেষত ভারত সিগারেট পাচার চক্রের ঘাঁটি হয়ে উঠেছে । দেশে কোরোনা পরিস্থিতির মধ্যে অনেক বেশি মাত্রায় সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে ।”

FICCI CASCADE- এর সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, দেশে এখন সিগারেট পাচার লাভজনক হয়ে উঠেছে । এর জেরে প্রায় 3.34 লাখ কর্মসংস্থান কমেছে । সমীক্ষায় বলা হয়েছে, সক্রিয় পাচার চক্রগুলির উপর আরও কড়া নজরদারি চালাতে হবে ।

চলতি বছরের শুরুতে FICCI CASCADE-র তরফে কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছিল, এনফর্সমেন্ট সংস্থার আধিকারিকরা তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত করলে তাঁঁদের পুরস্কৃত করা হোক । ঠিক যেভাবে নারকোটিক এবং সাইকোট্রপিক জিনিস বাজেয়াপ্ত করার পর নষ্ট করে ফেলা হয় । সেভাবে তামাকজাত দ্রব্য নষ্ট করা হোক ।

দিল্লি, 15 জুন : লকডাউনের সময় সিগারেটের পাচার বহু মাত্রায় বেড়ে গেছে । ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (FICCI)- এর পক্ষ থেকে আজ একথা জানানো হয়েছে । বলা হয়েছে, গত দু-তিন মাসে সিগারেটের পাচার অত্যধিক হারে বেড়ে গেছে ।

FICCI CASCADE-এর তরফে জানানো হয়েছে, নভি মুম্বইয়ের জওহরলাল নেহরু পোর্টট্রাস্টে 12 জুন একটি কন্টেনার থেকে 11.88 কোটি টাকার বিদেশি ব্র্যান্ডের সিগারেট বাজেয়াপ্ত করেছে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) । লকডাউনের পর থেকে DRI-এর এটা সবথেকে বড় অভিযান । শুধু মুম্বই নয়, দেশের অন্যান্য প্রান্তে সিগারেটের পাচার বেড়েছে । সড়কপথ, যাত্রীদের লাগেজের মাধ্যমে সিগারেট পাচার হচ্ছে বলে জানিয়েছে FICCI CASCADE । এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে FICCI CASCADE- এর চেয়ারম্যান অনিল রাজপুত জানান, “সিগারেট পাচার খুব বড় একটি চক্র । বিশেষত ভারত সিগারেট পাচার চক্রের ঘাঁটি হয়ে উঠেছে । দেশে কোরোনা পরিস্থিতির মধ্যে অনেক বেশি মাত্রায় সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে ।”

FICCI CASCADE- এর সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, দেশে এখন সিগারেট পাচার লাভজনক হয়ে উঠেছে । এর জেরে প্রায় 3.34 লাখ কর্মসংস্থান কমেছে । সমীক্ষায় বলা হয়েছে, সক্রিয় পাচার চক্রগুলির উপর আরও কড়া নজরদারি চালাতে হবে ।

চলতি বছরের শুরুতে FICCI CASCADE-র তরফে কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছিল, এনফর্সমেন্ট সংস্থার আধিকারিকরা তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত করলে তাঁঁদের পুরস্কৃত করা হোক । ঠিক যেভাবে নারকোটিক এবং সাইকোট্রপিক জিনিস বাজেয়াপ্ত করার পর নষ্ট করে ফেলা হয় । সেভাবে তামাকজাত দ্রব্য নষ্ট করা হোক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.