পুনে, 29 জুন : নাগেশ কালে ৷ দুর্ঘটনায় হারিয়েছেন দু'টি পা । তা সত্ত্বেও সংসার চালাতে মনের জোরে অটো চালিয়ে যাচ্ছেন তিনি । মহারাষ্ট্রের পুনের পিম্পরির চাঞ্চওয়ারে ধরা পড়েছে এই ছবি ।
2013 সালে ট্রেন দুর্ঘটনায় দুটি পা হারান তিনি ৷ পরিবার তিনিই একমাত্র রোজগার করতেন । তাই চিন্তায় পড়েছিলেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা । কিন্তু, কয়েক মাস যেতে না যেতেই ফের কাজে নেমে পড়েন তিনি ৷ লোন নিয়ে কেনেন একটি অটো ৷
কোরোনা সংক্রমণের জেরে লকডাউন চলায় গত 3 মাসে কোনও আয় হয়নি ৷ তবে, চলতি মাসে কিছুটা হলেও শিথিল হয়েছে লকডাউন ৷ তাই আবারও বেরিয়ে পড়েছেন গাড়ি নিয়ে ৷ এখন তাঁর দিনে আয় হয় 100 থেকে 200 টাকা ৷ নাগেশের কথায়, জীবনের কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মা ও স্ত্রী ৷ তাই সব কৃতিত্বই তাঁদের ৷