ETV Bharat / bharat

এয়ারসেল ম্য়াক্সিস মামলায় CBI ও ED-কে 2 ডিসেম্বর পর্যন্ত সময়

কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনেরাল সঞ্জয় জৈন ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হন ৷ তিনি এদিন আদালতে জানান, তদন্ত ততদিন সম্ভব নয় যতদিন ইংল্য়ান্ড ও সিঙ্গাপুরের মত কয়েকটি দেশে মামলা সংক্রান্ত চিঠি আটকে রয়েছে ৷

special-court-grants-cbi-ed-time-till-dec-2-to-complete-probe-in-aircel-maxis-case
এয়ারসেল ম্য়াক্সিস মামলায় CBI ও ED-কে 2 ডিসেম্বর পর্যন্ত সময়
author img

By

Published : Nov 3, 2020, 9:16 PM IST

দিল্লি, 3 নভেম্বর: এয়ারসেল ম্য়াক্সিস মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBIও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আর্জি মঞ্জুর করল দিল্লির স্পেশাল কোর্ট ৷ কেন্দ্রীয় দুই সংস্থা এই মামলায় তদন্ত প্রক্রিয়া শেষ করতে 2 ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল ৷ তাদের সেই আর্জি মঞ্জুর করেছে আদালত ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরম এই মামলায় প্রধান অভিযুক্ত ৷

মঙ্গলবার বিশেষ আদালতের বিচারক অজয় কুমার কুহার শুনানি মুলতবি করে দেন ৷ যখন দুই কেন্দ্রীয় সংস্থা আদালতে সময় চেয়ে জানায়, কয়েকটি দেশে তদন্ত সংক্রান্ত কিছু চিঠি আটকে রয়েছে ৷ আদালতে চার্জশিটের উপর সওয়াল জবাব আপাতত বন্ধ রয়েছে ৷ কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল সঞ্জয় জইন ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হন ৷ তিনি এদিন আদালতে জানান, তদন্ত ততদিন সম্ভব নয় যতদিন ইংল্য়ান্ড ও সিঙ্গাপুরের মত কয়েকটি দেশে মামলা সংক্রান্ত চিঠি আটকে রয়েছে ৷ এর আগেও সঞ্জয় জইন আদালতে জানিয়েছিলেন, সিবিআই কিছু চিঠি কয়েকটি দেশে পাঠিয়েছে ৷ সেই চিঠিগুলির জবাব আসা বাকি রয়েছে ৷ এর আগে তদন্তকারী সংস্থা জানিয়েছিল, তারা নতুন পাওয়া তথ্য়ের উপর তদন্ত চালাচ্ছে ৷ এ নিয়ে সিবিআই ও ইডি-র তরফে মামলা কী পরিস্থিতিতে রয়েছে তাও আদালতে জানানো হয়েছিল ৷

এর আগে এয়ারসেল ম্য়াক্সিস মামলায় সিবিআইয়ের কাছে মামলার পরিস্থিতি জানতে চেয়েছিল আদালত ৷ সেবার আদালত বলেছিল, পেশ হওয়া চার্জশিটের অভিযোগগুলি খুবই গুরুতরো ৷ এই মুহূর্তে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরম জামিনে মুক্ত রয়েছেন ৷

দিল্লি, 3 নভেম্বর: এয়ারসেল ম্য়াক্সিস মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBIও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আর্জি মঞ্জুর করল দিল্লির স্পেশাল কোর্ট ৷ কেন্দ্রীয় দুই সংস্থা এই মামলায় তদন্ত প্রক্রিয়া শেষ করতে 2 ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল ৷ তাদের সেই আর্জি মঞ্জুর করেছে আদালত ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরম এই মামলায় প্রধান অভিযুক্ত ৷

মঙ্গলবার বিশেষ আদালতের বিচারক অজয় কুমার কুহার শুনানি মুলতবি করে দেন ৷ যখন দুই কেন্দ্রীয় সংস্থা আদালতে সময় চেয়ে জানায়, কয়েকটি দেশে তদন্ত সংক্রান্ত কিছু চিঠি আটকে রয়েছে ৷ আদালতে চার্জশিটের উপর সওয়াল জবাব আপাতত বন্ধ রয়েছে ৷ কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল সঞ্জয় জইন ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হন ৷ তিনি এদিন আদালতে জানান, তদন্ত ততদিন সম্ভব নয় যতদিন ইংল্য়ান্ড ও সিঙ্গাপুরের মত কয়েকটি দেশে মামলা সংক্রান্ত চিঠি আটকে রয়েছে ৷ এর আগেও সঞ্জয় জইন আদালতে জানিয়েছিলেন, সিবিআই কিছু চিঠি কয়েকটি দেশে পাঠিয়েছে ৷ সেই চিঠিগুলির জবাব আসা বাকি রয়েছে ৷ এর আগে তদন্তকারী সংস্থা জানিয়েছিল, তারা নতুন পাওয়া তথ্য়ের উপর তদন্ত চালাচ্ছে ৷ এ নিয়ে সিবিআই ও ইডি-র তরফে মামলা কী পরিস্থিতিতে রয়েছে তাও আদালতে জানানো হয়েছিল ৷

এর আগে এয়ারসেল ম্য়াক্সিস মামলায় সিবিআইয়ের কাছে মামলার পরিস্থিতি জানতে চেয়েছিল আদালত ৷ সেবার আদালত বলেছিল, পেশ হওয়া চার্জশিটের অভিযোগগুলি খুবই গুরুতরো ৷ এই মুহূর্তে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরম জামিনে মুক্ত রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.