ETV Bharat / bharat

2 সেপ্টেম্বর পর্যন্ত CBI হেপাজতে চিদম্বরম - CBI হেপাজতের মেয়াদ বাড়ল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের

CBI হেপাজতের মেয়াদ বাড়ল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের । 2 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে CBI হেপাজতে থাকতে হবে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 30, 2019, 4:35 PM IST

দিল্লি, 30 অগাস্ট : আরও তিনদিন CBI হেপাজতের মেয়াদ বাড়ল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের । 2 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে CBI হেপাজতে থাকতে হবে ।

INX মিডিয়া দুর্নীতি মামলায় খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ এই অভিযোগে 21 অগাস্ট তাঁকে গ্রেপ্তার করে CBI । 22 অগাস্ট তোলা হয় বিশেষ CBI আদালতে । পাঁচদিন হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

26 অগাস্ট তাঁকে তোলা হয় CBI আদালতে । তাঁর হেপাজতের মেয়াদ বাড়ানো হয় আরও চারদিন । আজ তাঁকে ফের আদালতে তোলা হলে বিচারক 2 সেপ্টেম্বর পর্যন্ত CBI হেপাজতে থাকার নির্দেশ দেন ।

দিল্লি, 30 অগাস্ট : আরও তিনদিন CBI হেপাজতের মেয়াদ বাড়ল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের । 2 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে CBI হেপাজতে থাকতে হবে ।

INX মিডিয়া দুর্নীতি মামলায় খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ এই অভিযোগে 21 অগাস্ট তাঁকে গ্রেপ্তার করে CBI । 22 অগাস্ট তোলা হয় বিশেষ CBI আদালতে । পাঁচদিন হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

26 অগাস্ট তাঁকে তোলা হয় CBI আদালতে । তাঁর হেপাজতের মেয়াদ বাড়ানো হয় আরও চারদিন । আজ তাঁকে ফের আদালতে তোলা হলে বিচারক 2 সেপ্টেম্বর পর্যন্ত CBI হেপাজতে থাকার নির্দেশ দেন ।

Gurdaspur (Punjab), Aug 30 (ANI): The road construction of the Kartarpur Corridor continued smoothly in Punjab's Gurdaspur. Kartarpur Corridor is a four-lane highway linking Gurdaspur-Amritsar road to the International borders for Kartarpur Sahib Gurudwara in Pakistan. The corridor will connect the Sikh shrines of Dera Baba Nanak Sahib in Punjab and Gurdwara Darbar Sahib Kartarpur in Pakistan. Central government had approved development of Kartarpur Corridor project on Nov 22, last year.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.