চেন্নাই, 1 নভেম্বর : এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে মালগাড়ি চালিয়ে 1,167.57 কোটি আয়ের ক্ষেত্রে রেকর্ড করেছে দক্ষিণ রেলওয়ে। কেবলমাত্র অক্টোবরেই দক্ষিণের রেলপথে 2.09 মিলিয়ন টন মাল বহন করেছে মালগাড়ি । যার ফলে 162.42 কোটি রাজস্ব আয় হয়েছে রেলের।
রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই সংখ্যা ছিল 14.78 মিলিয়ন টন । যার রাজস্ব 1167.57 কোটি টাকা । তামিলনাড়ুর সিভিল সাপ্লাই কর্পোরেশন অক্টোবরে চাল ও ধানের লোডিংয়ে মোট 2.61 লাখ টন রেকর্ড করে । মোট 56টি ট্রেন অটোমোবাইল ট্রেন চালিয়ে রেকর্ড করে দক্ষিণ রেলওয়ে । সার, খাদ্যশস্য, সিমেন্ট, লোহা ও ইস্পাত এবং কয়লা জাতীয় কয়েকটি প্রয়োজনীয় পণ্য বহনের জন্য দক্ষিণের রেলপথের সুনাম রয়েছে ।