ETV Bharat / bharat

দক্ষিণ রেলের রেকর্ড, এপ্রিল থেকে অক্টোবরে আয় 1,167.57 কোটি টাকা - Rs 1,167.57 cr freight earnings in April-October period

কেবলমাত্র অক্টোবরে দক্ষিণ রেলওয়ে থেকে 162.42 কোটি রাজস্ব আয় হয়েছে রেলের।

Southern railway records in freight income this year
এপ্রিল থেকে অক্টোবর মাসে রেকর্ড আয় দক্ষিণ রেলওয়ের
author img

By

Published : Nov 1, 2020, 10:43 PM IST

চেন্নাই, 1 নভেম্বর : এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে মালগাড়ি চালিয়ে 1,167.57 কোটি আয়ের ক্ষেত্রে রেকর্ড করেছে দক্ষিণ রেলওয়ে। কেবলমাত্র অক্টোবরেই দক্ষিণের রেলপথে 2.09 মিলিয়ন টন মাল বহন করেছে মালগাড়ি । যার ফলে 162.42 কোটি রাজস্ব আয় হয়েছে রেলের।

রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই সংখ্যা ছিল 14.78 মিলিয়ন টন । যার রাজস্ব 1167.57 কোটি টাকা । তামিলনাড়ুর সিভিল সাপ্লাই কর্পোরেশন অক্টোবরে চাল ও ধানের লোডিংয়ে মোট 2.61 লাখ টন রেকর্ড করে । মোট 56টি ট্রেন অটোমোবাইল ট্রেন চালিয়ে রেকর্ড করে দক্ষিণ রেলওয়ে । সার, খাদ্যশস্য, সিমেন্ট, লোহা ও ইস্পাত এবং কয়লা জাতীয় কয়েকটি প্রয়োজনীয় পণ্য বহনের জন্য দক্ষিণের রেলপথের সুনাম রয়েছে ।

চেন্নাই, 1 নভেম্বর : এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে মালগাড়ি চালিয়ে 1,167.57 কোটি আয়ের ক্ষেত্রে রেকর্ড করেছে দক্ষিণ রেলওয়ে। কেবলমাত্র অক্টোবরেই দক্ষিণের রেলপথে 2.09 মিলিয়ন টন মাল বহন করেছে মালগাড়ি । যার ফলে 162.42 কোটি রাজস্ব আয় হয়েছে রেলের।

রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই সংখ্যা ছিল 14.78 মিলিয়ন টন । যার রাজস্ব 1167.57 কোটি টাকা । তামিলনাড়ুর সিভিল সাপ্লাই কর্পোরেশন অক্টোবরে চাল ও ধানের লোডিংয়ে মোট 2.61 লাখ টন রেকর্ড করে । মোট 56টি ট্রেন অটোমোবাইল ট্রেন চালিয়ে রেকর্ড করে দক্ষিণ রেলওয়ে । সার, খাদ্যশস্য, সিমেন্ট, লোহা ও ইস্পাত এবং কয়লা জাতীয় কয়েকটি প্রয়োজনীয় পণ্য বহনের জন্য দক্ষিণের রেলপথের সুনাম রয়েছে ।

For All Latest Updates

TAGGED:

Indian rail
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.