তিরুবনন্তপুরম, 13 অগাস্ট : বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে কেরালা ও কর্নাটকে । বন্যা বিপর্যস্ত দক্ষিণ ও পশ্চিম ভারতে মৃতের সংখ্যা গতকালই 200 ছাড়িয়েছে । বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য কেরালা । সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 102 । নিখোঁজ আরও 40 । দেড় লাখ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে । ওয়ানাড, কান্নুর ও কাসারগদ জেলাগুলিতে এখনও রেড অ্যালার্ট জারি রয়েছে । কেরালার কৃষিমন্ত্রী ভিএস সুনীল কুমার জানিয়েছেন, 18 হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে ।
কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক । কর্নাটক, মহারাষ্ট্রে আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । বন্যা, ভূমিধসের পাশাপাশি বজ্রপাতও গতকাল একাধিক ব্যক্তির প্রাণ কেড়েছে । ঘরছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ । ইতিমধ্যেই বন্যা বিপর্যস্ত এলাকাগুলিতে আকাশপথে খাবার পৌঁছে দিচ্ছে বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল । জলমগ্ন গ্রামগুলি থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের । এই তিন রাজ্যে মৃতের সংখ্যা 122 ।
তবে, নতুন করে বৃষ্টি না-হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কর্নাটকে । যদিও সেখানে মৃতের সংখ্যা 50 ছুঁয়েছে । কর্নাটকে এরই মধ্যে 1,410 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে । মুম্বই-বেঙ্গালুরু জাতীয় সড়ক বন্যার জন্য বন্ধ ছিল । আজ তা খুলে দেওয়া হয় । সেখানে ভেঙে পড়েছে চার হাজারের বেশি বাড়ি । মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, বন্যায় ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই 10 হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে । সরকারের তরফে বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । বন্যায় বাড়ি ভেঙে গেছে এমন দুর্গতদের সরকার 5 লাখ টাকা করে দেবে বলে জানিয়েছে ।
মহারাষ্ট্রেও বন্যার প্রকোপে চার লাখেরও বেশি মানুষ ঘরছাড়া । প্রাণ হারিয়েছে কমপক্ষে 48 জন । তবে পশ্চিম মহারাষ্ট্রের পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে । তা সত্ত্বেও সেই রাজ্যে বন্যায় বিপর্যস্ত গ্রামের সংখ্যা 761টি । কর্নাটকের কৃষ্ণা নদীর উপরে আলমাটি বাঁধ থেকে পাঁচ লাখ কিউসেক জল ছাড়া হবে বলে ঘোষণা করা হয়েছে ।
এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে গুজরাতের বিভিন্ন জায়গা ৷ সৌরাষ্ট্র অঞ্চল থেকে 31 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ জলমগ্ন গ্রামগুলি থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের । গুজরাতের কচ্ছ থেকে কমপক্ষে 125 জনকে উদ্ধার করেছে ভারতীয় বায়ুসেনার উদ্ধারকারী দল । অন্য এলাকাতেও উদ্ধারকাজ চালাচ্ছে বায়ুসেনা ।