ETV Bharat / bharat

বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক - gujarat

বন্যা বিপর্যস্ত দক্ষিণ ও পশ্চিম ভারতে মৃতের সংখ্যা গতকালই 200 ছাড়িয়েছে । বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য কেরালা । সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 102 ।

বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক
author img

By

Published : Aug 14, 2019, 3:22 PM IST

তিরুবনন্তপুরম, 13 অগাস্ট : বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে কেরালা ও কর্নাটকে । বন্যা বিপর্যস্ত দক্ষিণ ও পশ্চিম ভারতে মৃতের সংখ্যা গতকালই 200 ছাড়িয়েছে । বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য কেরালা । সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 102 । নিখোঁজ আরও 40 । দেড় লাখ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে । ওয়ানাড, কান্নুর ও কাসারগদ জেলাগুলিতে এখনও রেড অ্যালার্ট জারি রয়েছে । কেরালার কৃষিমন্ত্রী ভিএস সুনীল কুমার জানিয়েছেন, 18 হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে ।

কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক । কর্নাটক, মহারাষ্ট্রে আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । বন্যা, ভূমিধসের পাশাপাশি বজ্রপাতও গতকাল একাধিক ব্যক্তির প্রাণ কেড়েছে । ঘরছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ । ইতিমধ্যেই বন্যা বিপর্যস্ত এলাকাগুলিতে আকাশপথে খাবার পৌঁছে দিচ্ছে বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল । জলমগ্ন গ্রামগুলি থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের । এই তিন রাজ্যে মৃতের সংখ্যা 122 ।

তবে, নতুন করে বৃষ্টি না-হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কর্নাটকে । যদিও সেখানে মৃতের সংখ্যা 50 ছুঁয়েছে । কর্নাটকে এরই মধ্যে 1,410 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে । মুম্বই-বেঙ্গালুরু জাতীয় সড়ক বন্যার জন্য বন্ধ ছিল । আজ তা খুলে দেওয়া হয় । সেখানে ভেঙে পড়েছে চার হাজারের বেশি বাড়ি । মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, বন্যায় ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই 10 হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে । সরকারের তরফে বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । বন্যায় বাড়ি ভেঙে গেছে এমন দুর্গতদের সরকার 5 লাখ টাকা করে দেবে বলে জানিয়েছে ।

মহারাষ্ট্রেও বন্যার প্রকোপে চার লাখেরও বেশি মানুষ ঘরছাড়া । প্রাণ হারিয়েছে কমপক্ষে 48 জন । তবে পশ্চিম মহারাষ্ট্রের পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে । তা সত্ত্বেও সেই রাজ্যে বন্যায় বিপর্যস্ত গ্রামের সংখ্যা 761টি । কর্নাটকের কৃষ্ণা নদীর উপরে আলমাটি বাঁধ থেকে পাঁচ লাখ কিউসেক জল ছাড়া হবে বলে ঘোষণা করা হয়েছে ।

এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে গুজরাতের বিভিন্ন জায়গা ৷ সৌরাষ্ট্র অঞ্চল থেকে 31 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ জলমগ্ন গ্রামগুলি থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের । গুজরাতের কচ্ছ থেকে কমপক্ষে 125 জনকে উদ্ধার করেছে ভারতীয় বায়ুসেনার উদ্ধারকারী দল । অন্য এলাকাতেও উদ্ধারকাজ চালাচ্ছে বায়ুসেনা ।

তিরুবনন্তপুরম, 13 অগাস্ট : বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে কেরালা ও কর্নাটকে । বন্যা বিপর্যস্ত দক্ষিণ ও পশ্চিম ভারতে মৃতের সংখ্যা গতকালই 200 ছাড়িয়েছে । বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য কেরালা । সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 102 । নিখোঁজ আরও 40 । দেড় লাখ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে । ওয়ানাড, কান্নুর ও কাসারগদ জেলাগুলিতে এখনও রেড অ্যালার্ট জারি রয়েছে । কেরালার কৃষিমন্ত্রী ভিএস সুনীল কুমার জানিয়েছেন, 18 হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে ।

কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক । কর্নাটক, মহারাষ্ট্রে আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । বন্যা, ভূমিধসের পাশাপাশি বজ্রপাতও গতকাল একাধিক ব্যক্তির প্রাণ কেড়েছে । ঘরছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ । ইতিমধ্যেই বন্যা বিপর্যস্ত এলাকাগুলিতে আকাশপথে খাবার পৌঁছে দিচ্ছে বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল । জলমগ্ন গ্রামগুলি থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের । এই তিন রাজ্যে মৃতের সংখ্যা 122 ।

তবে, নতুন করে বৃষ্টি না-হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কর্নাটকে । যদিও সেখানে মৃতের সংখ্যা 50 ছুঁয়েছে । কর্নাটকে এরই মধ্যে 1,410 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে । মুম্বই-বেঙ্গালুরু জাতীয় সড়ক বন্যার জন্য বন্ধ ছিল । আজ তা খুলে দেওয়া হয় । সেখানে ভেঙে পড়েছে চার হাজারের বেশি বাড়ি । মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, বন্যায় ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই 10 হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে । সরকারের তরফে বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । বন্যায় বাড়ি ভেঙে গেছে এমন দুর্গতদের সরকার 5 লাখ টাকা করে দেবে বলে জানিয়েছে ।

মহারাষ্ট্রেও বন্যার প্রকোপে চার লাখেরও বেশি মানুষ ঘরছাড়া । প্রাণ হারিয়েছে কমপক্ষে 48 জন । তবে পশ্চিম মহারাষ্ট্রের পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে । তা সত্ত্বেও সেই রাজ্যে বন্যায় বিপর্যস্ত গ্রামের সংখ্যা 761টি । কর্নাটকের কৃষ্ণা নদীর উপরে আলমাটি বাঁধ থেকে পাঁচ লাখ কিউসেক জল ছাড়া হবে বলে ঘোষণা করা হয়েছে ।

এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে গুজরাতের বিভিন্ন জায়গা ৷ সৌরাষ্ট্র অঞ্চল থেকে 31 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ জলমগ্ন গ্রামগুলি থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের । গুজরাতের কচ্ছ থেকে কমপক্ষে 125 জনকে উদ্ধার করেছে ভারতীয় বায়ুসেনার উদ্ধারকারী দল । অন্য এলাকাতেও উদ্ধারকাজ চালাচ্ছে বায়ুসেনা ।

New Delhi, Aug 12 (ANI): Wrestler Babita Phogat and her father Mahavir Singh Phogat joined Bharatiya Janata Party (BJP) on August 12. They joined BJP in the presence of Minister of State Youth Affairs and Sports Kiren Rijiju. Later, they met with BJP national working president JP Nadda. While speaking to ANI, wrestler Babita Phogat said, "I am a huge fan of Prime Minister Narendra Modi, and I am impressed by his work"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.