রায়সেন ( মধ্যপ্রদেশ), 3 অক্টোবর : মধ্যপ্রদেশে নদীতে বাস পড়ে মৃত্যু হল পাঁচজনের । আহতের সংখ্যা 36-এর বেশি । স্থানীয় হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন ।
আজ ভোর রাতে ইন্দোর থেকে বাসটি ছতরপুরের দিকে যাচ্ছিল । সেইসময় পথে রায়সেনের কাছে পুলে নিয়ন্ত্রণ হারায় বাসটি । পুল থেকে পড়ে যায় রিছন নদিতে । স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করে । পরে খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায় ।
![Accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4632004_2.jpg)
দুর্ঘটনার সময় নদীতে জোয়ার থাকায় উদ্ধারকাজে খানিকটা বাধা পেতে হয় প্রশাসনকে । তবে, এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাঁচজনের মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা ।