ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, মৃত 5 - নদীতে পড়ে গেল বাস

ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল বাস । মৃত্যু হয়েছে পাঁচজনের । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ।

উদ্ধারকাজ চলছে
author img

By

Published : Oct 3, 2019, 9:47 AM IST

রায়সেন ( মধ্যপ্রদেশ), 3 অক্টোবর : মধ্যপ্রদেশে নদীতে বাস পড়ে মৃত্যু হল পাঁচজনের । আহতের সংখ্যা 36-এর বেশি । স্থানীয় হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন ।

আজ ভোর রাতে ইন্দোর থেকে বাসটি ছতরপুরের দিকে যাচ্ছিল । সেইসময় পথে রায়সেনের কাছে পুলে নিয়ন্ত্রণ হারায় বাসটি । পুল থেকে পড়ে যায় রিছন নদিতে । স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করে । পরে খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায় ।

Accident
আহতদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে

দুর্ঘটনার সময় নদীতে জোয়ার থাকায় উদ্ধারকাজে খানিকটা বাধা পেতে হয় প্রশাসনকে । তবে, এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাঁচজনের মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা ।

রায়সেন ( মধ্যপ্রদেশ), 3 অক্টোবর : মধ্যপ্রদেশে নদীতে বাস পড়ে মৃত্যু হল পাঁচজনের । আহতের সংখ্যা 36-এর বেশি । স্থানীয় হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন ।

আজ ভোর রাতে ইন্দোর থেকে বাসটি ছতরপুরের দিকে যাচ্ছিল । সেইসময় পথে রায়সেনের কাছে পুলে নিয়ন্ত্রণ হারায় বাসটি । পুল থেকে পড়ে যায় রিছন নদিতে । স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করে । পরে খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায় ।

Accident
আহতদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে

দুর্ঘটনার সময় নদীতে জোয়ার থাকায় উদ্ধারকাজে খানিকটা বাধা পেতে হয় প্রশাসনকে । তবে, এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাঁচজনের মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা ।

Intro:रायसेन-भोपाल से छतरपुर जा रही यात्री बस पुल से नीचे गिरी।रायसेन जिले की रिछन नदी के पुल में गिरी बस। प्रशानिक अधिकारी मौके पर।
Body:भोपाल से छतरपुर जा रही यात्री बस पुल से नीचे गिरी।रायसेन जिले की रिछन नदी के पुल में गिरी बस।5 यात्रियों की मौत 3 दर्जन से ज्यादा लोग घायल।पुलिस सहित एसडीआरईफ की टीम मौके पर।पुल के नीचे पानी मे आधी डूबी है बस।
घायलों को निकालने में स्थानीय लोग भी मदद को पहुँचे।अभी रात 2 बजे की घटना।घायलों को जिला अस्पताल भेजा जा रहा है।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.