ETV Bharat / bharat

গুয়াহাটিতে কারফিউ অমান্য করে মিছিল, পুলিশের গুলিতে হত 2 - CAB

assam
ফাইল ফোটো
author img

By

Published : Dec 12, 2019, 8:15 PM IST

Updated : Dec 13, 2019, 10:54 AM IST

20:11 December 12

জ্বলছে অসম । আজ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে একাধিক মিছিল বের হয় রাজ্যজুড়ে । ডিব্রুগড়ে এমনই এক মিছিলে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ । প্রাণ হারান একজন । গুয়াহাটিতে আরেকটি মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক জনের ।

গুয়াহাটি, 12 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল 2019  বিরোধী আন্দোলনে গুয়াহাটিতে পুলিশের গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে । জখম তিন জন । তাঁরা গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । 

সোমবার লোকসভায় CAB পাশ হওয়ার পর থেকেই অসম ও ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় ।  বুধবার রাতে রাজ্যসভাতেও বিলটি পাশ হয় । তারপরেই অসমে প্রতিবাদ বিক্ষোভ তীব্র হয় । কারফিউ জারি করা হয় গুয়াহাটি ও ডিব্রুগড়ে । অসমের 10টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । নামানো হয়েছে আধা-সেনা । বিক্ষোভ আন্দোলনে প্রধান ভূমিকা নিয়েছে গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের ছাত্ররা । বিক্ষোভ আন্দোলনে যোগ দিয়েছে শিক্ষকরাও । রাজ্যে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল । বিমান পরিষেবাও বন্ধ ।  বৃহস্পতিবার গুয়াহাটি বিমানবন্দর থেকে 13টি উড়ান বাতিল হয়েছে । 178 জন যাত্রী ডিব্রুগড় বিমানবন্দরে আটকে ছিলেন । তাঁদের বৃহস্পতিবার বিমানে গুয়াহাটি আনা হয়েছে । 

আরও পড়ুন : কারফিউ উপেক্ষা করে অসমের রাস্তায় বিক্ষোভ, মোতায়েন সেনা

গতকাল থেকেই গুয়াহাটিতে কারফিউ উপেক্ষা করেই চলছিল বিক্ষোভ । বিক্ষোভ নিয়ন্ত্রণে ডিব্রুগড়,গুয়াহাটি, জোরহাট, তিনসুকিয়া সহ একাধিক এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । আজ কারফিউ উপেক্ষা করে রুক্মিণীগাঁও ও হাতিগাঁওতে মিছিল করে বিক্ষোভকারীরা । পুলিশ বিক্ষোভকারীদের চলে যেতে বললেও তারা শোনেনি । উলটে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে । শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ । গুলিতে জখম হয় পাঁচজন । তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় দু'জনের । তিন জনের অবস্থা আশঙ্কাজনক । 

অসম পুলিশের DG ভাষ্করজ্যোতি মহান্ত জানিয়েছে, গতকাল থেকে চলা বিক্ষোভে আজ দু'জনের মৃত্যু হয়েছে । অসমের স্বরাষ্ট্র ও রাজনীতি বিভাগের সহকারী প্রধান সচিব জানিয়েছেন, আগামী 48 ঘণ্টা অসমের 10টি জেলায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে । 


 

20:11 December 12

জ্বলছে অসম । আজ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে একাধিক মিছিল বের হয় রাজ্যজুড়ে । ডিব্রুগড়ে এমনই এক মিছিলে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ । প্রাণ হারান একজন । গুয়াহাটিতে আরেকটি মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক জনের ।

গুয়াহাটি, 12 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল 2019  বিরোধী আন্দোলনে গুয়াহাটিতে পুলিশের গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে । জখম তিন জন । তাঁরা গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । 

সোমবার লোকসভায় CAB পাশ হওয়ার পর থেকেই অসম ও ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় ।  বুধবার রাতে রাজ্যসভাতেও বিলটি পাশ হয় । তারপরেই অসমে প্রতিবাদ বিক্ষোভ তীব্র হয় । কারফিউ জারি করা হয় গুয়াহাটি ও ডিব্রুগড়ে । অসমের 10টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । নামানো হয়েছে আধা-সেনা । বিক্ষোভ আন্দোলনে প্রধান ভূমিকা নিয়েছে গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের ছাত্ররা । বিক্ষোভ আন্দোলনে যোগ দিয়েছে শিক্ষকরাও । রাজ্যে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল । বিমান পরিষেবাও বন্ধ ।  বৃহস্পতিবার গুয়াহাটি বিমানবন্দর থেকে 13টি উড়ান বাতিল হয়েছে । 178 জন যাত্রী ডিব্রুগড় বিমানবন্দরে আটকে ছিলেন । তাঁদের বৃহস্পতিবার বিমানে গুয়াহাটি আনা হয়েছে । 

আরও পড়ুন : কারফিউ উপেক্ষা করে অসমের রাস্তায় বিক্ষোভ, মোতায়েন সেনা

গতকাল থেকেই গুয়াহাটিতে কারফিউ উপেক্ষা করেই চলছিল বিক্ষোভ । বিক্ষোভ নিয়ন্ত্রণে ডিব্রুগড়,গুয়াহাটি, জোরহাট, তিনসুকিয়া সহ একাধিক এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । আজ কারফিউ উপেক্ষা করে রুক্মিণীগাঁও ও হাতিগাঁওতে মিছিল করে বিক্ষোভকারীরা । পুলিশ বিক্ষোভকারীদের চলে যেতে বললেও তারা শোনেনি । উলটে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে । শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ । গুলিতে জখম হয় পাঁচজন । তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় দু'জনের । তিন জনের অবস্থা আশঙ্কাজনক । 

অসম পুলিশের DG ভাষ্করজ্যোতি মহান্ত জানিয়েছে, গতকাল থেকে চলা বিক্ষোভে আজ দু'জনের মৃত্যু হয়েছে । অসমের স্বরাষ্ট্র ও রাজনীতি বিভাগের সহকারী প্রধান সচিব জানিয়েছেন, আগামী 48 ঘণ্টা অসমের 10টি জেলায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে । 


 

Kuala Lumpur (Malaysia), Dec 12 (ANI): Malaysia is famous for its prosperous and fast growing economy, with many successful industry and business. And Japanese products have been contributing actively to this success. This factory in Taiping town of Malaysia produces high quality rubber glove. The sophisticated and delicate manufacturing process is supported by the reliable product of Rinnai industrial water heater. Rinnai is top Japanese brand and here its product support two functions of the factory, first on demand hot water which is very critical, very cost effective and reliable solution to provide hot water which the factory needs for wide variety of cleaning operations for the process. Also, Rinnai water heater supports some long running cleaning operation for ceramic mold and other industrial equipment by providing very hot and very consistent water. Rinnai Corporation will celebrate the 100th anniversary of its founding on September 1, 2020. Founded in Nagoya, Japan, Rinnai has evolved into a corporate group that provides a diversity of products and service to benefit people's life, including kitchen appliance, water heater, and air conditioner. Currently, the Rinnai Group has operations in 17 countries and regions, including Japan, and sells its products in more than 80 nations worldwide. The company's policy is to help enrich the life of people in various local communities by providing optimal solution that fit the lifestyle culture, climate condition, and energy situation of each country around the world.

Last Updated : Dec 13, 2019, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.