ETV Bharat / bharat

পুলওয়ামায় এনকাউন্টারে খতম 1 জঙ্গি, শহিদ জওয়ান - পুলওয়ামায় শহিদ জওয়ান

পুলওয়ামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি । শহিদ হয়েছেন একজন জওয়ানও । খবর মতোই পুলিশ গ্রামে অভিযান চালায় । আজ সকাল থেকেই তল্লাশি শুরু করে সেখানে ।

JK
ফাইল ছবি
author img

By

Published : Aug 12, 2020, 10:38 AM IST

পুলওয়ামা (জম্মু ও কাশ্মীর), 12 অগাস্ট : পুলওয়ামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি । শহিদ হয়েছেন একজন জওয়ানও । জঙ্গিদের ঘাঁটি থেকে ইতিমধ্যেই রাইফেল, গ্রেনেড, পাউচ এবং একে-47 বাজেয়াপ্ত করা হয়েছে । এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

খবর ছিল পুলওয়ামার কামরাজ়িপোরা গ্রামে ঘাঁটি গেড়ে রয়েছে জঙ্গিরা । সেই খবর মতোই পুলিশ গ্রামে অভিযান চালায় । আজ সকাল থেকেই তল্লাশি শুরু করে সেখানে ।

জঙ্গিদের হদিস মিলতেই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় তারা । আহত পুলিশকর্মীদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মৃত্যু হয় এক পুলিশকর্মীর । এরপরেও তল্লাশি অভিযান চলছিল । গুলির সংঘর্ষে মৃত্যু হয় এক জঙ্গিরও ।

এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা মিলিতভাবে অভিযান চালায় বুডগামে ।

পুলওয়ামা (জম্মু ও কাশ্মীর), 12 অগাস্ট : পুলওয়ামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি । শহিদ হয়েছেন একজন জওয়ানও । জঙ্গিদের ঘাঁটি থেকে ইতিমধ্যেই রাইফেল, গ্রেনেড, পাউচ এবং একে-47 বাজেয়াপ্ত করা হয়েছে । এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

খবর ছিল পুলওয়ামার কামরাজ়িপোরা গ্রামে ঘাঁটি গেড়ে রয়েছে জঙ্গিরা । সেই খবর মতোই পুলিশ গ্রামে অভিযান চালায় । আজ সকাল থেকেই তল্লাশি শুরু করে সেখানে ।

জঙ্গিদের হদিস মিলতেই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় তারা । আহত পুলিশকর্মীদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মৃত্যু হয় এক পুলিশকর্মীর । এরপরেও তল্লাশি অভিযান চলছিল । গুলির সংঘর্ষে মৃত্যু হয় এক জঙ্গিরও ।

এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা মিলিতভাবে অভিযান চালায় বুডগামে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.