পুলওয়ামা (জম্মু ও কাশ্মীর), 12 অগাস্ট : পুলওয়ামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি । শহিদ হয়েছেন একজন জওয়ানও । জঙ্গিদের ঘাঁটি থেকে ইতিমধ্যেই রাইফেল, গ্রেনেড, পাউচ এবং একে-47 বাজেয়াপ্ত করা হয়েছে । এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
খবর ছিল পুলওয়ামার কামরাজ়িপোরা গ্রামে ঘাঁটি গেড়ে রয়েছে জঙ্গিরা । সেই খবর মতোই পুলিশ গ্রামে অভিযান চালায় । আজ সকাল থেকেই তল্লাশি শুরু করে সেখানে ।
জঙ্গিদের হদিস মিলতেই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় তারা । আহত পুলিশকর্মীদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মৃত্যু হয় এক পুলিশকর্মীর । এরপরেও তল্লাশি অভিযান চলছিল । গুলির সংঘর্ষে মৃত্যু হয় এক জঙ্গিরও ।
এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা মিলিতভাবে অভিযান চালায় বুডগামে ।
-
Op Kamrazipora, #Budgam. Joint operation was launched late evening yesterday on @JmuKmrPolice inputs. Cordon was laid & contact established. Firefight ensued. Joint operation in progress.#TerrorismFreeKashmir#Kashmir @adgpi@NorthernComd_IA pic.twitter.com/nSuZ8UZiHj
— Chinar Corps - Indian Army (@ChinarcorpsIA) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Op Kamrazipora, #Budgam. Joint operation was launched late evening yesterday on @JmuKmrPolice inputs. Cordon was laid & contact established. Firefight ensued. Joint operation in progress.#TerrorismFreeKashmir#Kashmir @adgpi@NorthernComd_IA pic.twitter.com/nSuZ8UZiHj
— Chinar Corps - Indian Army (@ChinarcorpsIA) August 11, 2020Op Kamrazipora, #Budgam. Joint operation was launched late evening yesterday on @JmuKmrPolice inputs. Cordon was laid & contact established. Firefight ensued. Joint operation in progress.#TerrorismFreeKashmir#Kashmir @adgpi@NorthernComd_IA pic.twitter.com/nSuZ8UZiHj
— Chinar Corps - Indian Army (@ChinarcorpsIA) August 11, 2020