গ্যাংটক, 3 ডিসেম্বর : ডিসেম্বরের প্রথম সপ্তাহ । মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল সিকিম । আজ উত্তর সিকিমের লাচেনে তুষারপাত হয় ।
সিকিমের পাশাপাশি কার্সিয়াং,কালিম্পংয়েও নামছে পারদ । ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন পর্যটকরা । বড়দিনের ছুটিতেও তুষারপাতের আশায় চলছে টিকিট বুকিং । তুষারপাতের সাক্ষী হতে উৎসুক তাঁরা । সিকিমের আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ পূর্বাভাস অনুযায়ী তুষারপাত হয়েছে । পারদ হিমাঙ্কের নিচে নামতেই তুষারপাত শুরু হয় ।
সিকিমের পাশাপাশি জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশেও ভারী তুষারপাত লক্ষ্য করা গেছে । এখানকার বেশ কয়েকটি গ্রাম বিশেষ করে ঢুন্ডি ঢেকে গেছে তুষারে । মানালি-লে জাতীয় সড়কে রাহনি নাল্লার কাছে বরফ কেটে রাস্তা পরিষ্কার করে সেনাবাহিনী বর্ডার রোড অর্গানাইজ়েশন ।