ETV Bharat / bharat

মরশুমের প্রথম তুষার পাত উত্তর সিকিমে - উত্তর সিকিমের লাচেনে তুষারপাত

মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল সিকিম । আজ উত্তর সিকিমের লাচেনে তুষারপাত হয় ।

snowfall
ছবি
author img

By

Published : Dec 3, 2019, 11:46 PM IST

গ্যাংটক, 3 ডিসেম্বর : ডিসেম্বরের প্রথম সপ্তাহ । মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল সিকিম । আজ উত্তর সিকিমের লাচেনে তুষারপাত হয় ।

সিকিমের পাশাপাশি কার্সিয়াং,কালিম্পংয়েও নামছে পারদ । ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন পর্যটকরা । বড়দিনের ছুটিতেও তুষারপাতের আশায় চলছে টিকিট বুকিং । তুষারপাতের সাক্ষী হতে উৎসুক তাঁরা । সিকিমের আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ পূর্বাভাস অনুযায়ী তুষারপাত হয়েছে । পারদ হিমাঙ্কের নিচে নামতেই তুষারপাত শুরু হয় ।

image
উত্তর সিকিমের লাচেনে তুষারপাত

সিকিমের পাশাপাশি জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশেও ভারী তুষারপাত লক্ষ্য করা গেছে । এখানকার বেশ কয়েকটি গ্রাম বিশেষ করে ঢুন্ডি ঢেকে গেছে তুষারে । মানালি-লে জাতীয় সড়কে রাহনি নাল্লার কাছে বরফ কেটে রাস্তা পরিষ্কার করে সেনাবাহিনী বর্ডার রোড অর্গানাইজ়েশন ।

গ্যাংটক, 3 ডিসেম্বর : ডিসেম্বরের প্রথম সপ্তাহ । মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল সিকিম । আজ উত্তর সিকিমের লাচেনে তুষারপাত হয় ।

সিকিমের পাশাপাশি কার্সিয়াং,কালিম্পংয়েও নামছে পারদ । ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন পর্যটকরা । বড়দিনের ছুটিতেও তুষারপাতের আশায় চলছে টিকিট বুকিং । তুষারপাতের সাক্ষী হতে উৎসুক তাঁরা । সিকিমের আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ পূর্বাভাস অনুযায়ী তুষারপাত হয়েছে । পারদ হিমাঙ্কের নিচে নামতেই তুষারপাত শুরু হয় ।

image
উত্তর সিকিমের লাচেনে তুষারপাত

সিকিমের পাশাপাশি জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশেও ভারী তুষারপাত লক্ষ্য করা গেছে । এখানকার বেশ কয়েকটি গ্রাম বিশেষ করে ঢুন্ডি ঢেকে গেছে তুষারে । মানালি-লে জাতীয় সড়কে রাহনি নাল্লার কাছে বরফ কেটে রাস্তা পরিষ্কার করে সেনাবাহিনী বর্ডার রোড অর্গানাইজ়েশন ।

Intro:মরসুমের প্রথম তুষার পাত উত্তর সিকিমে , আনন্দে মাতলেন পর্যটকরা

দার্জিলিং : মরশুমের প্রথম তুষারপাত উত্তর সিকিমের লাচেনে । এদিন উত্তর সিকিমের উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাত হয় । ফলে হিমশীতল হাওয়ায় পাহাড়ি এলাকায় শীত বেশ ভালই মালুম হতে শুরু করছে । পারদ নামছে দার্জিলিং সহ কার্সিয়াং, কালিম্পংয়েরও ।
Body:এদিকে বড় দিনের আগেই সিকিমের পাহাড়ি এলাকায় তুষারের খবরে উৎসাহী পর্যটক মহল । তুষারের আনন্দ কাছ থেকে উপভোগ করার জন্য এখন থেকেই পরিকল্পনা করতে শুরু করেছেন অনেকেই । শীতের ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে । Conclusion:সিকিমের হাওয়া অফিস সুত্রে খবর, এদিন পূর্বাভাস অনুযায়ী তুষারপাত হয়েছে । পারদ হিমাংকের নিচে যেতেই তুষারপাত শুরু হয় উত্তর সিকিমের উঁচু পাহাড়ি এলাকায় । ওইসময় উত্তর সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকরা মরসুমের প্রথম তুষারপাতের মজা নিতে পেরেছেন বলেই জানা গেছে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.