ETV Bharat / bharat

জয়পুরে 23 কেজি গাঁজা সহ গ্রেপ্তার কোচবিহারের বাসিন্দা - rajasthan news

23 কেজি গাঁজাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল জয়পুরের জালুপুরা থানার পুলিশ ৷ ধৃতের নাম বিমল বর্মণ । বাড়ি পশ্চিমবঙ্গে।

Smuggler reaches Jaipur with ganja from West Bengal
রাজস্থানের রাজধানী জয়পুরে 23কিলো গাঁজাসহ গ্রেপ্তার এক
author img

By

Published : Feb 15, 2020, 6:38 AM IST

Updated : Feb 15, 2020, 6:53 AM IST

জয়পুর, 15ফেব্রুয়ারি : দিন দিন জয়পুরে বেড়েই চলেছে মাদক পাচার । তাই কয়েকদিন ধরে সেখানে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ । আর সেই অভিযান চালানোর সময়ই সেখানকার পুলিশের হাতে 23 কেজি গাঁজা সহ ধরা পড়ল পশ্চিমবঙ্গের এক বাসিন্দা ৷

গোপন সূত্রে খবর পেয়ে জয়পুরের জালুপুরা থানার পুলিশ বিমল বর্মণ নামে একজনকে গ্রেপ্তার করে ৷ তার বাড়ি কোচবিহারের পুণ্ডিবাড়ি থানার মধুপুরে । জয়পুরের এক ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । সেখান থেকে উদ্ধার হয় 23 কেজি গাঁজা । সে দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে জড়িত বলে জেরায় জানতে পেরেছে পুলিশ ।

ADCP নর্থ ধর্মেন্দ্র সাগর জানান, গাঁজা পাচারের খবর পেয়েছিলেন ৷ সেই সূত্র ধরে পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷ DCP রাজীব পচার বলেন, ‘‘মাদকদ্রব্য পাচার রুখতে বিশেষ বাহিনী তৈরি করা হয়েছে ৷’’

আর কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

জয়পুর, 15ফেব্রুয়ারি : দিন দিন জয়পুরে বেড়েই চলেছে মাদক পাচার । তাই কয়েকদিন ধরে সেখানে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ । আর সেই অভিযান চালানোর সময়ই সেখানকার পুলিশের হাতে 23 কেজি গাঁজা সহ ধরা পড়ল পশ্চিমবঙ্গের এক বাসিন্দা ৷

গোপন সূত্রে খবর পেয়ে জয়পুরের জালুপুরা থানার পুলিশ বিমল বর্মণ নামে একজনকে গ্রেপ্তার করে ৷ তার বাড়ি কোচবিহারের পুণ্ডিবাড়ি থানার মধুপুরে । জয়পুরের এক ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । সেখান থেকে উদ্ধার হয় 23 কেজি গাঁজা । সে দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে জড়িত বলে জেরায় জানতে পেরেছে পুলিশ ।

ADCP নর্থ ধর্মেন্দ্র সাগর জানান, গাঁজা পাচারের খবর পেয়েছিলেন ৷ সেই সূত্র ধরে পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷ DCP রাজীব পচার বলেন, ‘‘মাদকদ্রব্য পাচার রুখতে বিশেষ বাহিনী তৈরি করা হয়েছে ৷’’

আর কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Last Updated : Feb 15, 2020, 6:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.