ETV Bharat / bharat

"পরিস্থিতি শান্তিপূর্ণ, 6 দিনে একটাও গুলি চলেনি কাশ্মীরে" - peaceful kashmir

জম্মু ও কাশ্মীরে হিংসায় মৃত্যুর অভিযোগ তুলেছে কংগ্রেস ৷ তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিং গতকাল জানান, 6 দিনে একটাও গুলি চলেনি ৷

6 দিনে একটাও গুলি চলেনি ৷
author img

By

Published : Aug 11, 2019, 11:24 AM IST

শ্রীনগর, 11 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ ৷ সামান্য পাথর ছোড়ার ঘটনা ছাড়া অন্য কিছু ঘটেনি ৷ তাও সেখানকার পরিস্থিতি সঙ্গে সঙ্গে আয়ত্তে আনা গেছে ৷ 6 দিনে একটাও গুলি চলেনি ৷ জানিয়ে দিলেন জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিং ৷

জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক ভাবে রাজ্য জুড়ে জারি করা হয় 144 ধারা । বিরোধীরা এই নিয়ে তুলেছে বিভিন্ন অভিযোগ । হিংসায় মৃত্যুর অভিযোগ তুলেছে কংগ্রেস ৷ এই অবস্থায় স্থানীয়দের বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হল জম্মু ও কাশীর পুলিশ । গতকাল সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুলিশের প্রধান দিলবাগ সিং এই বিষয়ে বলেন, "জম্মু ও কাশ্মীরে একটাও হিংসাত্মক ঘটনা ঘটেনি ।" তবে তিনি বলেন, শুক্রবার শ্রীনগরে পাথর ছোড়ার সামান্য ঘটনা ঘটেছে । তবে খুব সামান্য পুলিশ মোতায়েন করেই এই পরিস্থিতি সামাল দেওয়া হয় ।

পাশাপাশি তিনি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে বাধ্যবাধকতাগুলি আনা হয়েছিল সেগুলিও আজ নেই ।" রাজ্যের চলতি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "কাশ্মীর এখন শান্ত । দক্ষিণ কাশ্মীর থেকেও একটা হিংসাত্মক ঘটনার খবর আসেনি ।"

এছাড়াও সিং আশা ব্যক্ত করেন, আজও এই শান্তি বজায় থাকবে জম্মু-কাশ্মীরের মাটিতে । ফলে সেখানকার মানুষ খুশি মনে পালন করতে পারবেন ইদ । আগামীকাল জম্মু ও কাশ্মীর জুড়ে পালিত হবে এই পবিত্র উৎসব । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । যদি কেউ বলে থাকে, জম্মু-কাশ্মীরে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে, তবে তা সম্পূর্ণ মিথ্যা ।"

জম্মু ও কাশ্মীর পুলিশের টু্ইট করা এক বিবৃতিতে জানা গেছে, রাজ্য প্রশাসন রাজ্যবাসীর কাছে অনুরোধ জানাচ্ছে, তাঁরা যেন ভুয়ো খবরে উত্তেজিত না হয়ে পড়েন । কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে জম্মু ও কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে । জম্মু ও কাশ্মীর-লাদাখ পরিণত হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলে । ফলে গত রবিবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় । জারি করা হয় 144 ধারা ।

শ্রীনগর, 11 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ ৷ সামান্য পাথর ছোড়ার ঘটনা ছাড়া অন্য কিছু ঘটেনি ৷ তাও সেখানকার পরিস্থিতি সঙ্গে সঙ্গে আয়ত্তে আনা গেছে ৷ 6 দিনে একটাও গুলি চলেনি ৷ জানিয়ে দিলেন জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিং ৷

জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক ভাবে রাজ্য জুড়ে জারি করা হয় 144 ধারা । বিরোধীরা এই নিয়ে তুলেছে বিভিন্ন অভিযোগ । হিংসায় মৃত্যুর অভিযোগ তুলেছে কংগ্রেস ৷ এই অবস্থায় স্থানীয়দের বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হল জম্মু ও কাশীর পুলিশ । গতকাল সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুলিশের প্রধান দিলবাগ সিং এই বিষয়ে বলেন, "জম্মু ও কাশ্মীরে একটাও হিংসাত্মক ঘটনা ঘটেনি ।" তবে তিনি বলেন, শুক্রবার শ্রীনগরে পাথর ছোড়ার সামান্য ঘটনা ঘটেছে । তবে খুব সামান্য পুলিশ মোতায়েন করেই এই পরিস্থিতি সামাল দেওয়া হয় ।

পাশাপাশি তিনি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে বাধ্যবাধকতাগুলি আনা হয়েছিল সেগুলিও আজ নেই ।" রাজ্যের চলতি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "কাশ্মীর এখন শান্ত । দক্ষিণ কাশ্মীর থেকেও একটা হিংসাত্মক ঘটনার খবর আসেনি ।"

এছাড়াও সিং আশা ব্যক্ত করেন, আজও এই শান্তি বজায় থাকবে জম্মু-কাশ্মীরের মাটিতে । ফলে সেখানকার মানুষ খুশি মনে পালন করতে পারবেন ইদ । আগামীকাল জম্মু ও কাশ্মীর জুড়ে পালিত হবে এই পবিত্র উৎসব । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । যদি কেউ বলে থাকে, জম্মু-কাশ্মীরে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে, তবে তা সম্পূর্ণ মিথ্যা ।"

জম্মু ও কাশ্মীর পুলিশের টু্ইট করা এক বিবৃতিতে জানা গেছে, রাজ্য প্রশাসন রাজ্যবাসীর কাছে অনুরোধ জানাচ্ছে, তাঁরা যেন ভুয়ো খবরে উত্তেজিত না হয়ে পড়েন । কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে জম্মু ও কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে । জম্মু ও কাশ্মীর-লাদাখ পরিণত হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলে । ফলে গত রবিবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় । জারি করা হয় 144 ধারা ।

Jind (Haryana), Aug 11 (ANI): A police inspector has been arrested for allegedly raping a woman and filming the incident in Haryana's Jind on August 10. While speaking to media, Deputy Superintendent of Police (DSP) of Jind Pushpa Khatri said, "On August 09, we got a rape complaint by an inspector and a video was also shot which was used to sexually assault her several times. We have registered the case and arrested the accused. The medical examination of the woman is being done." The victim stated that she had a case registered in Gurugram which is why she got in touch with the inspector. The accused is on three-day police remand. An investigation is underway in the case.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.