ETV Bharat / bharat

শ্রীনগর বিমানবন্দরে আটক সীতারাম ইয়েচুরি - srinagar airport

শ্রীনগর বিমানবন্দরে আটক CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । আটক করা হয়েছে CPI-র সাধারণ সম্পাদক ডি রাজাকেও ।

সীতারাম ইয়েচুরি
author img

By

Published : Aug 9, 2019, 1:30 PM IST

শ্রীনগর, 9 অগাস্ট : শ্রীনগর বিমানবন্দরে আটক CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । আটক করা হয়েছে CPI-র সাধারণ সম্পাদক ডি রাজাকেও ।

CPI(M)-র তরফে একটি টুইট করা হয়েছে । সেখানে বলা হয়েছে, "সীতারাম ইয়েচুরিকে শ্রীনগর বিমানবন্দরে আটক করা হয়েছে এবং তাঁকে কোথাও যেতে দেওয়া হয়নি । যদিও তিনি তাঁর সফর সম্পর্কে প্রশাসনকে অবহিত করেছিলেন । আমরা এই অবৈধ আটকের তীব্র প্রতিবাদ জানাই ।"

শ্রীনগর, 9 অগাস্ট : শ্রীনগর বিমানবন্দরে আটক CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । আটক করা হয়েছে CPI-র সাধারণ সম্পাদক ডি রাজাকেও ।

CPI(M)-র তরফে একটি টুইট করা হয়েছে । সেখানে বলা হয়েছে, "সীতারাম ইয়েচুরিকে শ্রীনগর বিমানবন্দরে আটক করা হয়েছে এবং তাঁকে কোথাও যেতে দেওয়া হয়নি । যদিও তিনি তাঁর সফর সম্পর্কে প্রশাসনকে অবহিত করেছিলেন । আমরা এই অবৈধ আটকের তীব্র প্রতিবাদ জানাই ।"

Jammu, Aug 09 (ANI): Former deputy chief minister of Jammu and Kashmir Nirmal Singh and other Bharatiya Janata Party (BJP) leaders paid tribute to Sushma Swaraj in Jammu on 08 August 2019. Sushma Swaraj passed away at the age of 67 due to cardiac arrest in Delhi on 06 Aug 2019. She was the external affairs minister from 2014-2019 in the first term of PM Narendra Modi-led government. Swaraj was one of the most influential leaders of the country.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.