ETV Bharat / bharat

DGCI-র অনুমোদন পেলে ভারতে ফের কোভিশিল্ডের ট্রায়াল : সিরাম ইনস্টিটিউট - কোভিশিল্ড কোরোনা ভ্যাকসিন

অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল আবার শুরু হয়েছে ব্রিটেনে । ভারতের সিরাম ইনস্টিটিউট জানাল, DGCI-র অনুমোদন পেলেই শুরু হবে ভারতে ট্রায়াল ।

DGCI-র অনুমোদন পেলে ভারতে ফের কোভিশিল্ডের ট্রায়াল
author img

By

Published : Sep 13, 2020, 7:56 AM IST

দিল্লি, 13 সেপ্টেম্বর : DGCI-র অনুমোদন না পেলে ভারতে শুরু হবে না ভ্যাকসিন ট্রায়াল । সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া গতকাল জানায়, কোভিশিল্ডের তৃতীয় পর্যায়ের ট্রায়াল পুনরায় শুরুর জন্য তারা DGCI (ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া)-র অনুমোদনের অপেক্ষায় আছে তারা ।

গতকাল সিরাম ইনস্টিটিউটের CEO আদর পুনাওয়ালা একটি টুইটে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানান । লেখেন, “আমি আগেও উল্লেখ করেছি, পরীক্ষামূলক প্রয়োগ শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা উচিত নয় । সাম্প্রতিক ঘটনায় পরিষ্কার যে, কোনও প্রক্রিয়ায় পক্ষপাতী হওয়া উচিত না । শেষ পর্যন্ত ওই প্রক্রিয়াকে সম্মান করা উচিত ।”

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজ়েনেকার মিলিত প্রয়াসে তৈরি হচ্ছে কোভিশিল্ড কোরোনা ভ্যাকসিন । ব্রিটেনের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশে তার পরীক্ষামূলক প্রয়োগ চলছে । প্রয়োগ চলছে ভারতেও । সেক্ষেত্রে ভ্যাকসিনের উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া । তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে কোভিশিল্ডের । গত সপ্তাহে ব্রিটেনে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলাকালীন এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েন । তাঁর শরীরে কিছু বিরূপ উপসর্গ দেখা দেয় । সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় ট্রায়াল । এইদিকে একসঙ্গে ভারতেও সেই ভ্যাকসিন ট্রায়াল স্থগিত করা হয় । DGCI-র তরফে শোকজ় নোটিশ পাঠানো হয় সিরাম ইনস্টিটিউটকে । DGCI জানতে চায়, কেন সিরাম ইন্সটিউট এখনও ট্রায়ালের কাজ চালিয়ে যাচ্ছে । কেন ব্রিটেনের রোগীদের বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়নি ।

সেই সময়ে সিরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছিল, DGCI-র পরামর্শ মেনে চলা হচ্ছে । পরবর্তী পর্যালোচনা না হওয়া পর্যন্ত ট্রায়াল স্থগিত থাকবে ।শনিবার অ্যাস্ট্রাজ়েনেকা জানায়, অক্সফোর্ডের কোরোনা ভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল তারা আবার শুরু করেছে ৷ ব্রিটিশ রেগুলেটরের থেকে ছাড়পত্র পেয়েছে তারা ৷ ফলে ট্রায়াল শুরুতে আর বাধা নেই । তারা জানায়, “AZD1222-এর ট্রায়াল ফের শুরু হয়েছে ব্রিটেনে ৷ মেডিসিন্স হেল্থ রেগুলেটরি অথরিটির ছাড়পত্র মিলেছে৷”

স্বাভাবিকভাবেই তখন এই বিষয়ে ভাবা প্রয়োজন হয়ে পড়ে যে, কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল ভারতেও শুরু হবে কি না । সিরাম ইনস্টিটিউট বিষয়টি স্পষ্ট করে দেয় । জানায়, DGCI-র সিদ্ধান্তই এইক্ষেত্রে চূড়ান্ত ।

দিল্লি, 13 সেপ্টেম্বর : DGCI-র অনুমোদন না পেলে ভারতে শুরু হবে না ভ্যাকসিন ট্রায়াল । সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া গতকাল জানায়, কোভিশিল্ডের তৃতীয় পর্যায়ের ট্রায়াল পুনরায় শুরুর জন্য তারা DGCI (ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া)-র অনুমোদনের অপেক্ষায় আছে তারা ।

গতকাল সিরাম ইনস্টিটিউটের CEO আদর পুনাওয়ালা একটি টুইটে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানান । লেখেন, “আমি আগেও উল্লেখ করেছি, পরীক্ষামূলক প্রয়োগ শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা উচিত নয় । সাম্প্রতিক ঘটনায় পরিষ্কার যে, কোনও প্রক্রিয়ায় পক্ষপাতী হওয়া উচিত না । শেষ পর্যন্ত ওই প্রক্রিয়াকে সম্মান করা উচিত ।”

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজ়েনেকার মিলিত প্রয়াসে তৈরি হচ্ছে কোভিশিল্ড কোরোনা ভ্যাকসিন । ব্রিটেনের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশে তার পরীক্ষামূলক প্রয়োগ চলছে । প্রয়োগ চলছে ভারতেও । সেক্ষেত্রে ভ্যাকসিনের উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া । তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে কোভিশিল্ডের । গত সপ্তাহে ব্রিটেনে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলাকালীন এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েন । তাঁর শরীরে কিছু বিরূপ উপসর্গ দেখা দেয় । সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় ট্রায়াল । এইদিকে একসঙ্গে ভারতেও সেই ভ্যাকসিন ট্রায়াল স্থগিত করা হয় । DGCI-র তরফে শোকজ় নোটিশ পাঠানো হয় সিরাম ইনস্টিটিউটকে । DGCI জানতে চায়, কেন সিরাম ইন্সটিউট এখনও ট্রায়ালের কাজ চালিয়ে যাচ্ছে । কেন ব্রিটেনের রোগীদের বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়নি ।

সেই সময়ে সিরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছিল, DGCI-র পরামর্শ মেনে চলা হচ্ছে । পরবর্তী পর্যালোচনা না হওয়া পর্যন্ত ট্রায়াল স্থগিত থাকবে ।শনিবার অ্যাস্ট্রাজ়েনেকা জানায়, অক্সফোর্ডের কোরোনা ভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল তারা আবার শুরু করেছে ৷ ব্রিটিশ রেগুলেটরের থেকে ছাড়পত্র পেয়েছে তারা ৷ ফলে ট্রায়াল শুরুতে আর বাধা নেই । তারা জানায়, “AZD1222-এর ট্রায়াল ফের শুরু হয়েছে ব্রিটেনে ৷ মেডিসিন্স হেল্থ রেগুলেটরি অথরিটির ছাড়পত্র মিলেছে৷”

স্বাভাবিকভাবেই তখন এই বিষয়ে ভাবা প্রয়োজন হয়ে পড়ে যে, কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল ভারতেও শুরু হবে কি না । সিরাম ইনস্টিটিউট বিষয়টি স্পষ্ট করে দেয় । জানায়, DGCI-র সিদ্ধান্তই এইক্ষেত্রে চূড়ান্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.