ETV Bharat / bharat

সামনে আসুন নরেন্দ্র মোদি, চিনের মুখোমুখি হওয়ার সময় এসেছে : প্রিয়াঙ্কা গান্ধি - ladakh issue

মাস খানেক ধরে লাদাখ সীমান্তে ভারত-চিন সেনার মধ্য়ে বারবার উত্তেজনা তৈরি হচ্ছে । দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষে গতকাল 20 জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার খবর সামনে আসে। এনিয়ে প্রধানমন্ত্রীকে টুইটে কটাক্ষ করলেন প্রিয়াঙ্কা গান্ধি ।

প্রিয়াঙ্কা গান্ধি
প্রিয়াঙ্কা গান্ধি
author img

By

Published : Jun 18, 2020, 1:07 AM IST

দিল্লি, 17 জুন : লাদাখের গালওয়ান ভ্যালিতে দুই দেশের সেনার সংঘর্ষে ভারতের 20 জন জওয়ান শহিদ হয়েছেন । পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী । ইতিমধ্যেই সেনাপ্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । তবে বিরোধীদের একাংশের অভিযোগ, বর্তমান পরিস্থিতি নিয়ে কার্যত নীরব রয়েছেন প্রধানমন্ত্রী । সেই ইশুতেই এবার সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি । টুইটে তিনি বলেন, "আমাদের ভূমি, আমাদের সার্বভৌমত্ব বিপদে রয়েছে । নরেন্দ্র মোদি সামনে আসুন । চিনের মুখোমুখি হওয়ার সময় এসেছে । "

মে মাস থেকেই লাদাখ সীমান্তে ভারত ও চিন সেনার মধ্যে সমস্যা শুরু হয়েছে । এনিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে । ভারত ও চিনের বিদেশ মন্ত্রকের তরফে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলা হয়েছে । কিন্তু এর মাঝেই গতকাল দুই দেশের সেনার সংঘর্ষে ভারতের 20 জন জওয়ান শহিদ হন । এরপর থেকেই পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে কটাক্ষ করে কংগ্রেস । আজ এনিয়ে টুইট করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি । তিনি বলেন, "আমাদের ভূমি, আমাদের সার্বভৌমত্ব বিপদে রয়েছে । আমাদের জওয়ান শহিদ হচ্ছেন । আমরা কি করে চুপ থাকব ? ভারত সত্য জানতে চায় । এই দেশ এমন নেতৃত্ব চায়, দেশের মাটি অন্য কেউ অধিকারের পূর্বে, যে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে । নরেন্দ্র মোদি সামনে আসুন । চিনের মুখোমুখি হওয়ার সময় এসেছে ।"

  • Our land, our sovereignty is being threatened, our soldiers and officers have been martyred, are we just going to remain silent?

    India deserves the truth. It deserves a leadership that is willing to do anything before allowing its land to be taken. ..1/2

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিছুক্ষণ আগেই একই ইশুতে টুইট করেন রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, "প্রধানমন্ত্রী কেন নীরব ? তিনি কী লুকোচ্ছেন ? কী হয়েছে তা আমরা জানতে চাই ৷ কী করে আমাদের জওয়ানদের হত্যা করার সাহস পায় চিন ? আমাদের এলাকা দখল করার সাহসই বা পায় কোথা থেকে ?"

উল্লেখ্য, লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ৷ এপর্যন্ত 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন ৷ আরও 10 জন জওয়ান এখনও পর্যন্ত নিখোঁজ বলে সূত্রের খবর ৷ একাধিক সূত্র থেকে জানা গেছে, শহিদের সংখ্যা আরও বাড়তে পারে ৷

দিল্লি, 17 জুন : লাদাখের গালওয়ান ভ্যালিতে দুই দেশের সেনার সংঘর্ষে ভারতের 20 জন জওয়ান শহিদ হয়েছেন । পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী । ইতিমধ্যেই সেনাপ্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । তবে বিরোধীদের একাংশের অভিযোগ, বর্তমান পরিস্থিতি নিয়ে কার্যত নীরব রয়েছেন প্রধানমন্ত্রী । সেই ইশুতেই এবার সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি । টুইটে তিনি বলেন, "আমাদের ভূমি, আমাদের সার্বভৌমত্ব বিপদে রয়েছে । নরেন্দ্র মোদি সামনে আসুন । চিনের মুখোমুখি হওয়ার সময় এসেছে । "

মে মাস থেকেই লাদাখ সীমান্তে ভারত ও চিন সেনার মধ্যে সমস্যা শুরু হয়েছে । এনিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে । ভারত ও চিনের বিদেশ মন্ত্রকের তরফে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলা হয়েছে । কিন্তু এর মাঝেই গতকাল দুই দেশের সেনার সংঘর্ষে ভারতের 20 জন জওয়ান শহিদ হন । এরপর থেকেই পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে কটাক্ষ করে কংগ্রেস । আজ এনিয়ে টুইট করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি । তিনি বলেন, "আমাদের ভূমি, আমাদের সার্বভৌমত্ব বিপদে রয়েছে । আমাদের জওয়ান শহিদ হচ্ছেন । আমরা কি করে চুপ থাকব ? ভারত সত্য জানতে চায় । এই দেশ এমন নেতৃত্ব চায়, দেশের মাটি অন্য কেউ অধিকারের পূর্বে, যে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে । নরেন্দ্র মোদি সামনে আসুন । চিনের মুখোমুখি হওয়ার সময় এসেছে ।"

  • Our land, our sovereignty is being threatened, our soldiers and officers have been martyred, are we just going to remain silent?

    India deserves the truth. It deserves a leadership that is willing to do anything before allowing its land to be taken. ..1/2

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিছুক্ষণ আগেই একই ইশুতে টুইট করেন রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, "প্রধানমন্ত্রী কেন নীরব ? তিনি কী লুকোচ্ছেন ? কী হয়েছে তা আমরা জানতে চাই ৷ কী করে আমাদের জওয়ানদের হত্যা করার সাহস পায় চিন ? আমাদের এলাকা দখল করার সাহসই বা পায় কোথা থেকে ?"

উল্লেখ্য, লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ৷ এপর্যন্ত 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন ৷ আরও 10 জন জওয়ান এখনও পর্যন্ত নিখোঁজ বলে সূত্রের খবর ৷ একাধিক সূত্র থেকে জানা গেছে, শহিদের সংখ্যা আরও বাড়তে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.