ETV Bharat / bharat

কাটেনি BJP-শিবসেনা জট, কোন পথে মহারাষ্ট্র? - মহারাষ্ট্র নির্বাচনের খবর

শিবসেনাকে নিয়েই BJP সরকার গড়ার কথা জানালেও সেনা যে শর্ত দিচ্ছে তা ফড়নবিশের পক্ষে মানা সম্ভব নয় । মুখ্যমন্ত্রী পদ নিয়ে ভাগাভাগি চাইছে সেনা । শিবসেনা-BJP সম্পর্কে দিগদর্শন করাতে আসরে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি । যদিও এখনও কোনও সমাধান সূত্র বের হয়নি ৷ রাজ্যপালের সঙ্গে দেখা করে ১৫ দিন সময় চেয়েছে BJP । BJP-র এই আবেদন নিয়ে কটাক্ষ করেছেন সেনা নেতা সঞ্জয় রাউত । তিনি বলেন, "BJP বিধায়ক কেনা-বেচায় ব্যস্ত । ঘোড়া কেনাবেচা করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইছে ।"

কাটেনি BJP-শিবসেনা জট
author img

By

Published : Nov 8, 2019, 2:01 PM IST

মুম্বই, ৮ নভেম্বর : হাতে আর মাত্র একটা দিন । মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে । সরকার গড়ার ক্ষেত্রে BJP-সেনা সমঝোতা আদৌ হবে কি না সে দিকে রাজনৈতিক মহল তাকিয়ে আছে । রাজ্যপালের ব্যস্ততা বাড়ছে । রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি আইনজ্ঞদের পরামর্শ নিয়েছেন । এখন প্রশ্ন, রাত বারোটার মধ্যে সরকার গঠন না হলে কি মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে?

শিবসেনাকে নিয়েই BJP সরকার গড়ার কথা জানালেও সেনা যে শর্ত দিচ্ছে তা ফড়নবিশের পক্ষে মানা সম্ভব নয় । মুখ্যমন্ত্রী পদ নিয়ে ভাগাভাগি চাইছে সেনা । শিবসেনা-BJP সম্পর্কে দিগদর্শন করাতে আসরে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি । যদিও এখনও কোনও সমাধান সূত্র বের হয়নি ।

রাজ্যপালের সঙ্গে দেখা করে ১৫ দিন সময় চেয়েছে BJP । BJP-র এই আবেদন নিয়ে কটাক্ষ করেছেন সেনা নেতা সঞ্জয় রাউত । তিনি বলেন, "BJP বিধায়ক কেনা-বেচায় ব্যস্ত । ঘোড়া কেনাবেচা করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইছে ।" এজন্য ঘোড়া কেনাবেচার আশঙ্কায় শিবসেনা তাদের বিধায়কদের রঙ্গসারদা হোটেলে সরিয়ে নিয়ে গেছে । BJP একক সংখ্যাগরিষ্ঠ দল । কিন্তু তাদের হাতে প্রয়োজনীয় বিধায়ক নেই । BJP তাই অন্যদল থেকে বিধায়ক ভাঙাতে পারে । অন্যদিকে কংগ্রেসও জয়পুরের এক রিসর্টে তাদের সব বিধায়ককে নিয়ে গেছে ।

এই পরিস্থিতে সরকার গড়ার জন্য রাজ্যপাল কি BJP-কে ডাকবে ? মহারাষ্ট্রের BJP-র রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল অবশ্য বলেছেন, "BJP-সেনা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে । এই জোট সরকার গঠন করবে । আমরা রাজ্যপালের সঙ্গে এই নিয়ে কথা বলছি ।"

মুম্বই, ৮ নভেম্বর : হাতে আর মাত্র একটা দিন । মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে । সরকার গড়ার ক্ষেত্রে BJP-সেনা সমঝোতা আদৌ হবে কি না সে দিকে রাজনৈতিক মহল তাকিয়ে আছে । রাজ্যপালের ব্যস্ততা বাড়ছে । রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি আইনজ্ঞদের পরামর্শ নিয়েছেন । এখন প্রশ্ন, রাত বারোটার মধ্যে সরকার গঠন না হলে কি মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে?

শিবসেনাকে নিয়েই BJP সরকার গড়ার কথা জানালেও সেনা যে শর্ত দিচ্ছে তা ফড়নবিশের পক্ষে মানা সম্ভব নয় । মুখ্যমন্ত্রী পদ নিয়ে ভাগাভাগি চাইছে সেনা । শিবসেনা-BJP সম্পর্কে দিগদর্শন করাতে আসরে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি । যদিও এখনও কোনও সমাধান সূত্র বের হয়নি ।

রাজ্যপালের সঙ্গে দেখা করে ১৫ দিন সময় চেয়েছে BJP । BJP-র এই আবেদন নিয়ে কটাক্ষ করেছেন সেনা নেতা সঞ্জয় রাউত । তিনি বলেন, "BJP বিধায়ক কেনা-বেচায় ব্যস্ত । ঘোড়া কেনাবেচা করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইছে ।" এজন্য ঘোড়া কেনাবেচার আশঙ্কায় শিবসেনা তাদের বিধায়কদের রঙ্গসারদা হোটেলে সরিয়ে নিয়ে গেছে । BJP একক সংখ্যাগরিষ্ঠ দল । কিন্তু তাদের হাতে প্রয়োজনীয় বিধায়ক নেই । BJP তাই অন্যদল থেকে বিধায়ক ভাঙাতে পারে । অন্যদিকে কংগ্রেসও জয়পুরের এক রিসর্টে তাদের সব বিধায়ককে নিয়ে গেছে ।

এই পরিস্থিতে সরকার গড়ার জন্য রাজ্যপাল কি BJP-কে ডাকবে ? মহারাষ্ট্রের BJP-র রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল অবশ্য বলেছেন, "BJP-সেনা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে । এই জোট সরকার গঠন করবে । আমরা রাজ্যপালের সঙ্গে এই নিয়ে কথা বলছি ।"

Rameswaram (Tamil Nadu), Nov 08 (ANI): 'Pamban Port Storm Perilous Alert No. 2 Cage' mounted at Pamban Bridge in Tamil Nadu's Rameswaram on November 08. It was mounted in the view of severe cyclonic storm 'Bulbul'. According to India Meteorological Department (IMD), the severe Cyclonic Storm 'Bulbul' was intensified into 'very severe Cyclonic Storm' on Nov 08. It will cross West Bengal and Bangladesh coast across Sundarbans Delta during early hours of 10th November. Cyclone 'Bulbul' over the Bay of Bengal is set to intensify into a very severe cyclonic storm, triggering heavy rain in parts of Odisha and West Bengal.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.