ETV Bharat / bharat

আজ দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য শীলা দীক্ষিতের - delhi

আজ দুপুর আড়াইটা নাগাদ নিগম বোধ ঘাটে প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে । সাদা ফুল দিয়ে সাজানো গাড়িতে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দপ্তরে । সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা ।

শেয যাত্রার প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত
author img

By

Published : Jul 21, 2019, 2:22 PM IST

Updated : Jul 21, 2019, 2:28 PM IST

দিল্লি, 21 জুলাই : প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে পৌঁছেছেন কংগ্রেস ও BJP শিবিরের নেতা-নেত্রীরা । গতকাল দিল্লির একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন 81 বছরের এই কংগ্রেস নেত্রী । আজ দুপুর আড়াইটা নাগাদ নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে । তার আগে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয়েছে কংগ্রেসের সদর দপ্তরে ।

আরও পড়ুন : তিনবারের মুখ্যমন্ত্রীত্বে উঠে এসেছিল একাধিক বিতর্ক, এক ঝলকে শীলা দীক্ষিতের পথচলা

সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা । সোনিয়া গান্ধি বলেন, "উনি ছিলেন (শীলা দীক্ষিত) আমার বড় বোন ও বন্ধুর মতো । কংগ্রেসের জন্য এটা একটা বড় ক্ষতি । আমি সবসময় তাঁকে মনে রাখব । "এছাড়া তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন BJP নেত্রী সুষমা স্বরাজ, এল কে আদবানি, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা সহ আরও অনেকে । দিল্লি সরকার তাঁর প্রয়াণে দু'দিনের শোক ঘোষণা করেছে । উল্লেখ্য , 1998 থেকে 2013 পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত । মুখ্যমন্ত্রিত্ব হারানোর পর কেরালার রাজ্যপাল হিসেবে কাজ চালিয়েছিলেন কিছুদিন । 2014 সালের মার্চ থেকে অগাস্ট পর্যন্ত সে দায়িত্ব সামলান । 2017 সালে কংগ্রেস উত্তরপ্রদেশে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াইয়ে নামতে চেয়েছিল । যদিও সেই চেষ্টা সফল হয়নি । এবছরই দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি ।

আরও পড়ুন : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত প্রয়াত

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । গতকাল সকাল সাড়ে 10 টার সময় তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভরতি করা হয় । বিকেল 3টে 55মিনিট নাগাদ সেখানেই প্রয়াত হন তিনি । তাঁর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । শোক জানিয়েছেন কংগ্রেস, BJP, তৃণমূলসহ অন্য রাজনৈতিক দলের নেতারাও ।

দিল্লি, 21 জুলাই : প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে পৌঁছেছেন কংগ্রেস ও BJP শিবিরের নেতা-নেত্রীরা । গতকাল দিল্লির একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন 81 বছরের এই কংগ্রেস নেত্রী । আজ দুপুর আড়াইটা নাগাদ নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে । তার আগে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয়েছে কংগ্রেসের সদর দপ্তরে ।

আরও পড়ুন : তিনবারের মুখ্যমন্ত্রীত্বে উঠে এসেছিল একাধিক বিতর্ক, এক ঝলকে শীলা দীক্ষিতের পথচলা

সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা । সোনিয়া গান্ধি বলেন, "উনি ছিলেন (শীলা দীক্ষিত) আমার বড় বোন ও বন্ধুর মতো । কংগ্রেসের জন্য এটা একটা বড় ক্ষতি । আমি সবসময় তাঁকে মনে রাখব । "এছাড়া তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন BJP নেত্রী সুষমা স্বরাজ, এল কে আদবানি, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা সহ আরও অনেকে । দিল্লি সরকার তাঁর প্রয়াণে দু'দিনের শোক ঘোষণা করেছে । উল্লেখ্য , 1998 থেকে 2013 পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত । মুখ্যমন্ত্রিত্ব হারানোর পর কেরালার রাজ্যপাল হিসেবে কাজ চালিয়েছিলেন কিছুদিন । 2014 সালের মার্চ থেকে অগাস্ট পর্যন্ত সে দায়িত্ব সামলান । 2017 সালে কংগ্রেস উত্তরপ্রদেশে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াইয়ে নামতে চেয়েছিল । যদিও সেই চেষ্টা সফল হয়নি । এবছরই দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি ।

আরও পড়ুন : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত প্রয়াত

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । গতকাল সকাল সাড়ে 10 টার সময় তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভরতি করা হয় । বিকেল 3টে 55মিনিট নাগাদ সেখানেই প্রয়াত হন তিনি । তাঁর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । শোক জানিয়েছেন কংগ্রেস, BJP, তৃণমূলসহ অন্য রাজনৈতিক দলের নেতারাও ।

Mumbai, July 21 (ANI): Bharatiya Janata Party (BJP) working president JP Nadda along with Chief Minister of Maharashtra, Devendra Fadnavis paid tribute to Vinayak Damodar Savarkar on Sunday. They also paid tribute to Bal Thackeray at his memorial in Mumbai. Other BJP leaders were also present.

Last Updated : Jul 21, 2019, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.