ভোপাল, 27 এপ্রিল : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার এক জনসভায় মহম্মদ আলি জিন্নাকে কংগ্রেস পরিবারের সদস্য হিসেবে চিহ্নিত করেন শত্রুঘ্ন সিনহা । আজ অবশ্য ভুল স্বীকার করলেন তিনি । বলেন, "গতকাল আমি মুখ ফসকে মহম্মদ আলি জিন্নার নাম বলে ফেলেছিলাম। আসলে মৌলানা আজাদ বলতে চেয়েছিলাম।"
গতকাল ছিন্দওয়াড়ায় কংগ্রেসের জনসভায় যোগ দেন শত্রুঘ্ন । সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "মহাত্মা গান্ধি থেকে সর্দার বল্লভভাই প্যাটেল, মহম্মদ আলি জিন্না থেকে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি থেকে রাহুল গান্ধি, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশের স্বাধীনতা থেকে উন্নয়ন- কংগ্রেস পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটাই আমার কংগ্রেসে আসার কারণ।"
প্রসঙ্গত, কয়েকদিন আগে BJP ছেড়ে কংগ্রেসে যোগ দেন শত্রুঘ্ন সিনহা। গতকালের জনসভায় শত্রুঘ্ন সিনহার বক্তব্যের বিষয়ে কংগ্রসে নেতা পি চিদাম্বরম বলেন, "শত্রুঘ্ন সিনহার কী মতামত সেটা তিনি ব্যাখ্যা করবেন। কয়েকদিন আগে পর্যন্ত তিনি BJP-তে ছিলেন। তাহলে BJP ব্যাখ্যা করুক এতদিন তিনি BJP-তে কেন ছিলেন ? আমি কংগ্রেসের প্রত্যেক সদস্যের বিবৃতি ব্যাখ্যা করতে বাধ্য নই। আমি শুধুমাত্র দলীয় কোনও মতামতের বিষয়ে মন্তব্য করতে পারি।"
এদিকে, জিন্নাকে নিয়ে তাঁর মন্তব্য যে ভুল তা স্বীকার করে নেন শত্রুঘ্ন । আজ তিনি বলেন, "গতকাল আমি মুখ ফসকে মহম্মদ আলি জিন্নার নাম বলে ফেলেছিলাম। আসলে মৌলানা আজাদ বলতে চেয়েছিলাম।"