ETV Bharat / bharat

ফের কমল পেট্রোল, ডিজ়েলের দাম - business news

এখন পেট্রোলের দাম দিল্লিতে 71 টাকা 49 পয়সা, মুম্বইয়ে তেলের দাম 77 টাকা.18 পয়সা,কলকাতায় 74 টাকা.16 পয়সা এবং চেন্নাইয়ে 74 টাকা.28 পয়সা ।

petrol prices
পেট্রোল, ডিজেলের দাম কমল
author img

By

Published : Mar 2, 2020, 3:57 PM IST

Updated : Mar 3, 2020, 9:32 AM IST

দিল্লি, ২ মার্চ : আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও, সোমবার ভারতের সমস্ত বড় শহরে জ্বালানির দাম আরও কমেছে । পেট্রোলের দাম প্রতি লিটারে 22-23 পয়সা এবং ডিজ়েলের দাম 20-21 পয়সা কমেছে । প্রসঙ্গত, প্রত্যাশিত উৎপাদন কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে।

দাম কমানোর পর লিটারপিছু পেট্রোলের দাম দিল্লিতে 71.49 টাকা, মুম্বইয়ে প্রতি লিটারে 77.18 টাকা, কলকাতায় 74.16 টাকা এবং চেন্নাইতে 74.28 টাকা ।

একইভাবে, দিল্লিতে ডিজ়েল 64.10 টাকা, মুম্বইতে 67.13 টাকা, কলকাতায় 66.43 টাকা এবং চেন্নাইয়ে প্রতি লিটারে 67.65 টাকা দাম হয়েছে বলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ওয়েবসাইট থেকে জানা গেছে।

কোরোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর চাহিদা কমে যাওয়ায় সৌদি আরব এই সপ্তাহে প্রতিদিন এক মিলিয়ন ব্যারেল উৎপাদন কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

দেশিয় পেট্রোল এবং ডিজ়েলের দাম প্রতিদিন তেলের বিপণন সংস্থাগুলি পর্যালোচনা করে।

দিল্লি, ২ মার্চ : আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও, সোমবার ভারতের সমস্ত বড় শহরে জ্বালানির দাম আরও কমেছে । পেট্রোলের দাম প্রতি লিটারে 22-23 পয়সা এবং ডিজ়েলের দাম 20-21 পয়সা কমেছে । প্রসঙ্গত, প্রত্যাশিত উৎপাদন কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে।

দাম কমানোর পর লিটারপিছু পেট্রোলের দাম দিল্লিতে 71.49 টাকা, মুম্বইয়ে প্রতি লিটারে 77.18 টাকা, কলকাতায় 74.16 টাকা এবং চেন্নাইতে 74.28 টাকা ।

একইভাবে, দিল্লিতে ডিজ়েল 64.10 টাকা, মুম্বইতে 67.13 টাকা, কলকাতায় 66.43 টাকা এবং চেন্নাইয়ে প্রতি লিটারে 67.65 টাকা দাম হয়েছে বলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ওয়েবসাইট থেকে জানা গেছে।

কোরোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর চাহিদা কমে যাওয়ায় সৌদি আরব এই সপ্তাহে প্রতিদিন এক মিলিয়ন ব্যারেল উৎপাদন কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

দেশিয় পেট্রোল এবং ডিজ়েলের দাম প্রতিদিন তেলের বিপণন সংস্থাগুলি পর্যালোচনা করে।

Last Updated : Mar 3, 2020, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.