ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত BJP নেতা শাহনওয়াজ় হুসেন - Coronavirus update

নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার খবর জানান BJP নেতা শাহনওয়াজ় হুসেন । টুইটারে লেখেন , "আমি কয়েকজনের সংস্পর্শে এসেছিলাম । তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসার পর আমিও টেস্ট করার সিদ্ধান্ত নিই । আজ আমার রিপোর্ট পজ়িটিভ এসেছে । "

Shahnawaz Hussain
BJP নেতা শাহনওয়াজ় হুসেন
author img

By

Published : Oct 22, 2020, 8:00 AM IST

Updated : Oct 22, 2020, 8:32 AM IST

পটনা , 22 অক্টোবর : কোরোনায় আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ও BJP নেতা শাহনওয়াজ় হুসেন । গতকাল টুইট করে নিজেই একথা জানান তিনি । পাশাপাশি যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের কোরোনা টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন । বর্তমানে তিনি AIIMS-র ট্রমা সেন্টারে ভরতি রয়েছেন ।

বর্ষীয়ান BJP নেতা টুইটারে লিখেছেন, " আমি কয়েকজনের সংস্পর্শে এসেছিলাম । তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসার পর আমিও টেস্ট করার সিদ্ধান্ত নিই । আমার রিপোর্ট পজ়িটিভ এসেছে । আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন , তাঁরা সরকারি নির্দেশিকা মেনে টেস্ট করিয়ে নেবেন । আমি এখন AIIMS-র ট্রমা সেন্টারে ভরতি রয়েছি । ভালো আছি । চিন্তা করার কোনও কারণ নেই । "

বিহারে সামনেই বিধানসভা নির্বাচন । 28 অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দফার নির্বাচন । আর BJP-র জন্য বিহার নির্বাচনের প্রধান মুখ শাহনওয়াজ় হুসেন । নির্বাচনের আগে গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন । নির্বাচনী সভা করছেন । গতকাল তিনি আরারিয়া জেলার একটি নির্বাচনী সভায় গিয়েছিলেন । সেখানে বলেন , "ভারত ছাড়া অন্য কোনও দেশ মুসলিমদের জন্য ভালো নয় । " গতকাল তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

পটনা , 22 অক্টোবর : কোরোনায় আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ও BJP নেতা শাহনওয়াজ় হুসেন । গতকাল টুইট করে নিজেই একথা জানান তিনি । পাশাপাশি যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের কোরোনা টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন । বর্তমানে তিনি AIIMS-র ট্রমা সেন্টারে ভরতি রয়েছেন ।

বর্ষীয়ান BJP নেতা টুইটারে লিখেছেন, " আমি কয়েকজনের সংস্পর্শে এসেছিলাম । তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসার পর আমিও টেস্ট করার সিদ্ধান্ত নিই । আমার রিপোর্ট পজ়িটিভ এসেছে । আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন , তাঁরা সরকারি নির্দেশিকা মেনে টেস্ট করিয়ে নেবেন । আমি এখন AIIMS-র ট্রমা সেন্টারে ভরতি রয়েছি । ভালো আছি । চিন্তা করার কোনও কারণ নেই । "

বিহারে সামনেই বিধানসভা নির্বাচন । 28 অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দফার নির্বাচন । আর BJP-র জন্য বিহার নির্বাচনের প্রধান মুখ শাহনওয়াজ় হুসেন । নির্বাচনের আগে গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন । নির্বাচনী সভা করছেন । গতকাল তিনি আরারিয়া জেলার একটি নির্বাচনী সভায় গিয়েছিলেন । সেখানে বলেন , "ভারত ছাড়া অন্য কোনও দেশ মুসলিমদের জন্য ভালো নয় । " গতকাল তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

Last Updated : Oct 22, 2020, 8:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.