ETV Bharat / bharat

কাজ ফিরে পাওয়ার আশায় গাজ়িয়াবাদ থেকে বাড়ি ফিরছেন না বহু শ্রমিক - লকডাউন

881জন শ্রমিক তাঁদের নাম ও গন্তব্য নথিভুক্ত করেছিলেন । তাঁদের যোগাযোগ করার যাবতীয় তথ্যও দুইদিন আগে প্রশাসনের কাছে দিয়েছিলেন ।  কিন্তু 9টি বোর্ডিং পয়েন্টে এসে পৌঁছান মাত্র 348জন পরিযায়ী শ্রমিক ।

Ghaziabad
Ghaziabad
author img

By

Published : May 8, 2020, 8:58 AM IST

গাজ়িয়াবাদ, 8মে : বাড়ি ফেরার জন্য নাম নথিভুক্ত করেছিলেন অনেকেই । কিন্তু বাড়ি ফিরছেন অর্ধেকেরও কম পরিযায়ী শ্রমিক । গতকাল বাড়ি ফেরার জন্য নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টে এসে পৌঁছান তাঁরা বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।

881জন শ্রমিক তাঁদের নাম ও গন্তব্য নথিভুক্ত করেছিলেন । তাঁদের যোগাযোগ করার যাবতীয় তথ্যও দুইদিন আগে প্রশাসনের কাছে দিয়েছিলেন । কিন্তু 9টি বোর্ডিং পয়েন্টে এসে পৌঁছান মাত্র 348জন পরিযায়ী শ্রমিক ।

গাজ়িয়াবাদ জেলাশাসক অজয় শঙ্কর পাণ্ডে এই বিষয়ে বলেন, “অনুপস্থিত শ্রমিকদের মোবাইল নম্বরে যোগাযোগ করা হয় । কেন তাঁরা আসছেন না সেই প্রশ্ন করা হয় । ” দুইজন শ্রমিক উত্তরে জানিয়েছেন গাজ়িয়াবাদে যেই কারখানায় তাঁরা কাজ করতেন, সেই কারখানায় আবার কাজ শুরু হয়েছে । চাকরি সুরক্ষিত আছে বলেই আশা করছেন তাঁরা । রাজস্থানের অধিবাসী এই দুই শ্রমিক ।

শেষ তিনদিনে গাজ়িয়াবাদে 5,253টি শিল্প কারখানায় আবার কাজ শুরু হয়েছে । অনেক শ্রমিক বাড়ি ফেরার সিদ্ধান্ত পালটে ফেলতে পারেন বলে জানাচ্ছে জেলা প্রশাসন । সংশ্লিষ্ট শ্রমিকরা আবার কাজ শুরু করতে পারেন ।

জেলা প্রশাসনের তরফে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য নির্দিষ্ট বাসে স্যানিটাইজ়েশন করা হয়েছে । পাশাপাশি খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান অজয় পাণ্ডে । জেলার SSP কালানিধি নৈথানি এবং তিনি সম্পূর্ণ প্রক্রিয়ায় নজর রেখেছেন ।

গাজ়িয়াবাদ, 8মে : বাড়ি ফেরার জন্য নাম নথিভুক্ত করেছিলেন অনেকেই । কিন্তু বাড়ি ফিরছেন অর্ধেকেরও কম পরিযায়ী শ্রমিক । গতকাল বাড়ি ফেরার জন্য নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টে এসে পৌঁছান তাঁরা বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।

881জন শ্রমিক তাঁদের নাম ও গন্তব্য নথিভুক্ত করেছিলেন । তাঁদের যোগাযোগ করার যাবতীয় তথ্যও দুইদিন আগে প্রশাসনের কাছে দিয়েছিলেন । কিন্তু 9টি বোর্ডিং পয়েন্টে এসে পৌঁছান মাত্র 348জন পরিযায়ী শ্রমিক ।

গাজ়িয়াবাদ জেলাশাসক অজয় শঙ্কর পাণ্ডে এই বিষয়ে বলেন, “অনুপস্থিত শ্রমিকদের মোবাইল নম্বরে যোগাযোগ করা হয় । কেন তাঁরা আসছেন না সেই প্রশ্ন করা হয় । ” দুইজন শ্রমিক উত্তরে জানিয়েছেন গাজ়িয়াবাদে যেই কারখানায় তাঁরা কাজ করতেন, সেই কারখানায় আবার কাজ শুরু হয়েছে । চাকরি সুরক্ষিত আছে বলেই আশা করছেন তাঁরা । রাজস্থানের অধিবাসী এই দুই শ্রমিক ।

শেষ তিনদিনে গাজ়িয়াবাদে 5,253টি শিল্প কারখানায় আবার কাজ শুরু হয়েছে । অনেক শ্রমিক বাড়ি ফেরার সিদ্ধান্ত পালটে ফেলতে পারেন বলে জানাচ্ছে জেলা প্রশাসন । সংশ্লিষ্ট শ্রমিকরা আবার কাজ শুরু করতে পারেন ।

জেলা প্রশাসনের তরফে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য নির্দিষ্ট বাসে স্যানিটাইজ়েশন করা হয়েছে । পাশাপাশি খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান অজয় পাণ্ডে । জেলার SSP কালানিধি নৈথানি এবং তিনি সম্পূর্ণ প্রক্রিয়ায় নজর রেখেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.