কৃষ্ণা , 19 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশে বাস ও লরির সংঘর্ষ ৷ ঘটনায় আহত হয়েছেন অনেকে ৷ কৃষ্ণা জেলার মুনাগাচরলা গ্রামের নিকটবর্তী জাতীয় সড়কে ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনায় আহতদের নন্দীগামা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
আজ ভোর তিনটে নাগাদ একটি যাত্রী বোঝাই বাস হায়দরাবাদ থেকে পশ্চিম গোদাবরী জেলার ইলুরুতে যাচ্ছিল ৷ সেইসময় পিছন দিক থেকে লরিটি ধাক্কা মারে ৷ দু’টি যানই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় ৷ ওই বাসে প্রায় 25 জন যাত্রী ছিল ৷ তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নন্দীগামা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
ঘটনাস্থানে উদ্ধারকারী দল রয়েছে ৷ এখনও উদ্ধার কাজ চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ৷