শিবমোগ্গা(কর্নাটক), 21 জানুয়ারি : কর্নাটকের শিবমোগ্গায় পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ । মৃত পাঁচ । গতরাতের ঘটনা । ডিনামাইট ও জিলেটিন স্টিক থেকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে টুইট করা হয়েছে পিএমও-র তরফে। পাশাপাশি জখমদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
শিবমোগ্গা জেলা প্রশাসন সূত্রে খবর, শিবমোগ্গা শহরের বাইরে হুনাসোদু গ্রামে রয়েছে ওই পাথার খাদান। গতরাতে একটি ট্রাকে করে ওই খাদানে ডিনামাইট ও জিলেটিন স্টিক আনা হচ্ছিল । ট্রাকে 50টির বেশি ডিনামাইট ও জিলেটিন স্টিক ছিল বলে স্থানীয় সূত্রে খবর। আচমকা তাতে বিস্ফোরণ হয়। রাত তখন সাড়ে 10টা। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে শিবমোগ্গাসহ আশপাশের চিক্কামাগালুরু, উত্তর কন্নড় ও দেবনগরী এলাকা । বিস্ফোরণে ওইসব এলাকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পুরো ট্রাকটি টুকরো টুকরো হয়ে যায়। ঘটনাস্থানেই কয়েকজনের মৃত্যু হয়েছে। জখম অনেকে। অব্বলাগিরির রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিবমোগ্গার বিধায়ক কে বি অশোক নায়েক জানান, ধোঁয়ার কারণে কোনও আধিকারিক ঘটনাস্থানে যেতে পারেনি। যদিও স্থানীয়রা ঘটনাস্থান থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। ওই শ্রমিকরা বিহারের বাসিন্দা ছিলেন বলে শুনতে পাচ্ছি। একটি খাদানে কাজ করতেন। স্থানীয়রা বিস্ফোরণের আওয়াজে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।