ETV Bharat / bharat

কোভিড -19 ভ্যাকসিনের জন্য জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন চাইবে সিরাম - আদর পূনাওয়াল্লা

SII-র প্রতিষ্ঠাতা ও CEO আদর পূনাওয়াল্লা আজ জানান, দুই সপ্তাহের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা কোভিড -19 ভ্যাকসিনের জন্য জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন চাইবেন তাঁরা ৷

Serum Institute of India
জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন চাইবে সিরাম
author img

By

Published : Nov 28, 2020, 11:06 PM IST

দিল্লি, 28 নভেম্বর : সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) দুই সপ্তাহের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা কোভিড -19 ভ্যাকসিনের জন্য জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন চাইবে ৷
শনিবার SII-র প্রতিষ্ঠাতা ও CEO আদর পূনাওয়াল্লা বলেন, ক্লিনিকাল ট্রায়ালগুলির জন্য DCGI -র কাছে ক্লিনিকাল ট্রায়ালের জন্য তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া চলছে ৷ ভ্যাকসিনের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন চাইবেন তাঁরা।


তিনি বলেন যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন ট্রায়ালের জন্য কোনও বিলম্ব করা হবে না ৷ কারণ এই ভ্য়াকসিনের কার্যকারিতা প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত ট্রায়াল করা হয়েছে ৷ এটি ইউরোপে জরুরি ব্যবহারের অনুমোদনের উপর প্রভাব ফেলবে না এবং অবশ্যই তা ভারতেও নয় ৷ সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, পরীক্ষার সময় ডোজ়টিতে একটি সাম্প্রতিক ত্রুটি ধরা পড়েছিল যা অ্যাস্ট্রাজেনেকা সংশোধন করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, আমাদের যা করতে হতে পারে তা হ'ল 18 বছরের কম বয়সিদের জন্য ট্রায়াল। আপনাকে প্রথমে প্রাপ্তবয়স্কদের জন্য সুরক্ষা স্থাপন করতে হবে এবং তারপরে শিশুদের উপর প্রভাব নিয়ে গবেষণা করতে হবে ৷

পুনেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির SII সুবিধা পরিদর্শন করেন ৷ এর পরে পুনাওয়ালা বলেন, প্রধানমন্ত্রী মোদি টিকা দেওয়ার পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং ভ্যাকসিন উৎপাদনের অবস্থা পর্যালোচনা করেছেন। সিরাম ইনস্টিটিউটের সদস্য়দের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট হয়ে প্রধানমন্ত্রী টুইট করেন ৷ তিনি বলেন, যে বিশ্বের 50 শতাংশ ভ্যাকসিন ভারতে তৈরি হয় এবং আত্মনির্ভর ভারতকে মাথায় রেখে SII আজ পুনেতে তা করে দেখিয়েছে ৷

দিল্লি, 28 নভেম্বর : সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) দুই সপ্তাহের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা কোভিড -19 ভ্যাকসিনের জন্য জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন চাইবে ৷
শনিবার SII-র প্রতিষ্ঠাতা ও CEO আদর পূনাওয়াল্লা বলেন, ক্লিনিকাল ট্রায়ালগুলির জন্য DCGI -র কাছে ক্লিনিকাল ট্রায়ালের জন্য তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া চলছে ৷ ভ্যাকসিনের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন চাইবেন তাঁরা।


তিনি বলেন যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন ট্রায়ালের জন্য কোনও বিলম্ব করা হবে না ৷ কারণ এই ভ্য়াকসিনের কার্যকারিতা প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত ট্রায়াল করা হয়েছে ৷ এটি ইউরোপে জরুরি ব্যবহারের অনুমোদনের উপর প্রভাব ফেলবে না এবং অবশ্যই তা ভারতেও নয় ৷ সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, পরীক্ষার সময় ডোজ়টিতে একটি সাম্প্রতিক ত্রুটি ধরা পড়েছিল যা অ্যাস্ট্রাজেনেকা সংশোধন করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, আমাদের যা করতে হতে পারে তা হ'ল 18 বছরের কম বয়সিদের জন্য ট্রায়াল। আপনাকে প্রথমে প্রাপ্তবয়স্কদের জন্য সুরক্ষা স্থাপন করতে হবে এবং তারপরে শিশুদের উপর প্রভাব নিয়ে গবেষণা করতে হবে ৷

পুনেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির SII সুবিধা পরিদর্শন করেন ৷ এর পরে পুনাওয়ালা বলেন, প্রধানমন্ত্রী মোদি টিকা দেওয়ার পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং ভ্যাকসিন উৎপাদনের অবস্থা পর্যালোচনা করেছেন। সিরাম ইনস্টিটিউটের সদস্য়দের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট হয়ে প্রধানমন্ত্রী টুইট করেন ৷ তিনি বলেন, যে বিশ্বের 50 শতাংশ ভ্যাকসিন ভারতে তৈরি হয় এবং আত্মনির্ভর ভারতকে মাথায় রেখে SII আজ পুনেতে তা করে দেখিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.