ETV Bharat / bharat

কোরোনার থাবা শেয়ারবাজারে, সেনসেক্স পড়ল 2919 পয়েন্টে - অ্যাক্সিস ব্যাঙ্ক

কোরোনাকে মহামারি ঘোষণা করার পরই বিশ্ব শেয়ার বাজারে বিপুল পতন ৷ আজ সকালে সেনসেক্স সূচকের পতন হয় 2919 পয়েন্ট ৷ নিফটি পড়েছে 810 পয়েন্ট ৷

sensex fall
শেয়ার বাজারে কোরোনার থাবা
author img

By

Published : Mar 12, 2020, 1:35 PM IST

Updated : Mar 12, 2020, 3:50 PM IST

মুম্বই, 12 মার্চ: ফের বিপুল পতন বিশ্ব শেয়ার বাজারে ৷ রেকর্ড পতন টাকার দামেও । পতনের কারণ কোরোনা ভাইরাস ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে কোরোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করার পরই ধস নামে শেয়ার বাজারে ৷ এক লাফে সেনসেক্স সূচক পড়ে 2919 পয়েন্ট ৷ বাজার খুলতেই নিফটি পয়েন্টেও পতন হয় 810 পয়েন্ট ৷ গত দুই বছরে এইরকম ব্যাপক আকারে পতন এর আগে হয়নি ৷

কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বেই, তার প্রভাব পড়েছে ব্যবসাতেও ৷ বিশ্ব বাজারে তেলের দাম পড়তেই লগ্নিকারীদের মধ্যে বেড়েছে আরও আতঙ্ক ৷ মাথায় হাত ছোটো থেকে বড়- সকল ব্যবসায়ীদেরই ৷

ইউরোপীয়দের অ্যামেরিকা ভ্রমণের উপর এক মাসের নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেছে অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারতও ঘোষণা করেছে, আপাতত বাতিল করা হচ্ছে ট্রাভেল ভিসা ৷ সব কিছুর মূলেই রয়েছে কোরোনা ভাইরাস ৷ সাতটি মহাদেশের মধ্যে ছয়টি মহাদেশেই ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস ৷ তার ফলে শুধু ভারতের শেয়ার বাজার নয়, নিম্নমুখী সমগ্র বিশ্বেরই বাজার ৷ গত দু’বছরে ১০ হাজারের নিচে নামেনি নিফটি ।

আজ বাজার খুলতেই সেনসেক্স 2516 পয়েন্ট পড়ে দাঁড়ায় 33,175 পয়েন্টে ৷ নিফটি নেমে আসে 9695 পয়েন্টে ৷

আজ ফিফটির শেয়ার পতনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েস ব্যাঙ্ক ৷ তাদের স্টকের পতন হয়েছে 16 শতাংশ ৷ ভারত পেট্রোলিয়াম, টাটা মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্ক, SBI ও ONGC-র স্টকের পতনও হয়েছে 10 থেকে 15 শতাংশ ৷

তবে শুধু ভারত নয়, ধস নেমেছে বিশ্ব বাজারেও ৷ ট্রাম্পের ঘোষণার পরই ওয়াল স্ট্রিটের স্টকে পতন হয়েছে বিপুল ৷ জাপানের নিক্কেই-সহ অধিকাংশ শেয়ারেরই সূচক নিম্নমুখী । নিক্কেইয়ের পতন হয়েছে 5.3 শতাংশ ৷ ইউরো স্টকের পতন হয়েছে 5.8 শতাংশ, যা 2016 সালের পর সবচেয়ে বড় পতন ৷

বিশেষজ্ঞদের মতে, বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ার প্রভাব পড়বে সমগ্র বিশ্বের বাজারেই ৷ মন্দা দেখা দিতে পারে সমগ্র বিশ্বেই ৷ কোরোনা আতঙ্কে লগ্নিকারীরা বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়ায় ও নতুন করে কোনও লগ্নি না হওয়াতেই এই মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ বাজারের হাল এমনিতেই খারাপ ছিল, তার উপরে আজ শেয়ারে এত পতন ভবিষ্যতে বড় বিপর্যয় আনতে পারে বলে মনে করছেন তাঁরা ৷

মুম্বই, 12 মার্চ: ফের বিপুল পতন বিশ্ব শেয়ার বাজারে ৷ রেকর্ড পতন টাকার দামেও । পতনের কারণ কোরোনা ভাইরাস ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে কোরোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করার পরই ধস নামে শেয়ার বাজারে ৷ এক লাফে সেনসেক্স সূচক পড়ে 2919 পয়েন্ট ৷ বাজার খুলতেই নিফটি পয়েন্টেও পতন হয় 810 পয়েন্ট ৷ গত দুই বছরে এইরকম ব্যাপক আকারে পতন এর আগে হয়নি ৷

কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বেই, তার প্রভাব পড়েছে ব্যবসাতেও ৷ বিশ্ব বাজারে তেলের দাম পড়তেই লগ্নিকারীদের মধ্যে বেড়েছে আরও আতঙ্ক ৷ মাথায় হাত ছোটো থেকে বড়- সকল ব্যবসায়ীদেরই ৷

ইউরোপীয়দের অ্যামেরিকা ভ্রমণের উপর এক মাসের নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেছে অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারতও ঘোষণা করেছে, আপাতত বাতিল করা হচ্ছে ট্রাভেল ভিসা ৷ সব কিছুর মূলেই রয়েছে কোরোনা ভাইরাস ৷ সাতটি মহাদেশের মধ্যে ছয়টি মহাদেশেই ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস ৷ তার ফলে শুধু ভারতের শেয়ার বাজার নয়, নিম্নমুখী সমগ্র বিশ্বেরই বাজার ৷ গত দু’বছরে ১০ হাজারের নিচে নামেনি নিফটি ।

আজ বাজার খুলতেই সেনসেক্স 2516 পয়েন্ট পড়ে দাঁড়ায় 33,175 পয়েন্টে ৷ নিফটি নেমে আসে 9695 পয়েন্টে ৷

আজ ফিফটির শেয়ার পতনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েস ব্যাঙ্ক ৷ তাদের স্টকের পতন হয়েছে 16 শতাংশ ৷ ভারত পেট্রোলিয়াম, টাটা মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্ক, SBI ও ONGC-র স্টকের পতনও হয়েছে 10 থেকে 15 শতাংশ ৷

তবে শুধু ভারত নয়, ধস নেমেছে বিশ্ব বাজারেও ৷ ট্রাম্পের ঘোষণার পরই ওয়াল স্ট্রিটের স্টকে পতন হয়েছে বিপুল ৷ জাপানের নিক্কেই-সহ অধিকাংশ শেয়ারেরই সূচক নিম্নমুখী । নিক্কেইয়ের পতন হয়েছে 5.3 শতাংশ ৷ ইউরো স্টকের পতন হয়েছে 5.8 শতাংশ, যা 2016 সালের পর সবচেয়ে বড় পতন ৷

বিশেষজ্ঞদের মতে, বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ার প্রভাব পড়বে সমগ্র বিশ্বের বাজারেই ৷ মন্দা দেখা দিতে পারে সমগ্র বিশ্বেই ৷ কোরোনা আতঙ্কে লগ্নিকারীরা বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়ায় ও নতুন করে কোনও লগ্নি না হওয়াতেই এই মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ বাজারের হাল এমনিতেই খারাপ ছিল, তার উপরে আজ শেয়ারে এত পতন ভবিষ্যতে বড় বিপর্যয় আনতে পারে বলে মনে করছেন তাঁরা ৷

Last Updated : Mar 12, 2020, 3:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.