দিল্লি, 17 মে : রাষ্ট্রপতি ভবনের এক পুলিশ কমিশনার আক্রান্ত হলেন কোরোনায় ৷ তিনি বর্তমানে দিল্লি হাসপাতালে ভরতি ৷ রাষ্ট্রপতি ভবনের একাধিক পুলিশ কর্মী ও কর্মচারীদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷ জানা গেছে, ওই পুলিশ আধিকারিকের অফিস ছিল রাষ্ট্রপতি ভবনের ভিতরে ৷
গতমাসে, রাষ্ট্রপতি ভবনের এক কর্মচারীর এক আত্মীয় কোরোনায় আক্রান্ত হয় ৷ ওই কর্মচারীর আত্মীয় সেন্ট্রাল দিল্লির বাসিন্দা ৷ তিনি রাষ্ট্রপতি ভবনের কর্মচারী নন ৷ তিনি 13 এপ্রিল মারা যান ৷ তিনি বি এল কাপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ এরপর রাষ্ট্রপতি ভবনের পার্শ্ববর্তী 115 টি বাড়ির প্রত্যেককে কোয়ারানটিনে পাঠানো হয় ৷ এরপর রাষ্ট্রপতি ভবনের কর্মচারীদের পরীক্ষা করা হয় ৷ রিপোর্ট নেগেটিভ আসে ৷
জানা যায়, ওই আক্রান্তের পরিবারের আত্মীয় রাষ্ট্রপতি ভবনের কর্মচারী জানতে পেরে তাঁদের কোয়ারানটিনে পাঠানো হয় ৷ ওই আত্মীয়ের পরিবারের একজনের কোরোনা পজ়িটিভ বেরোয় ৷ পরিবারের অন্যদের কোরোনা নেগেটিভ আসে ৷
গত সপ্তাহে রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর 1 বছরের বেতনের 30 শতাংশ কম নেবেন ৷ পাশাপাশি, তিনি তাঁর অন্যান্য খরচও কমিয়েছেন কোরোনা পরিস্থিতিতে দেশের লড়াইয়ে সাহায্যের জন্য ৷ রাষ্ট্রপতির বিবৃতিতে জানানো হয় , রাষ্ট্রপতির অনুমান অনুসারে ভারতকে আত্মনির্ভর করার জন্য ও কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এটি একটি ছোটো তবে উল্লেখযোগ্য অবদান ৷