ETV Bharat / bharat

কোরোনায় মৃত্যু AIIMS-এর সিনিয়র চিকিৎসকের - Corona related news

মঙ্গলবার চিকিৎসক জিতেন্দ্রনাথ পাণ্ডের শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । একইসঙ্গে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী'ও । কিন্তু শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁরা দু'জনেই হোম আইসোলেশনে ছিলেন ।

ছবি
ছবি
author img

By

Published : May 24, 2020, 9:37 AM IST

দিল্লি, 24 মে : ফের কোরোনায় মৃত্যু চিকিৎসকের । গতকাল মৃত্যু হয় AIIMS-এর বর্ষীয়ান চিকিৎসক জিতেন্দ্রনাথ পাণ্ডের । তিনি AIIMS-এর পালমোনোলজি বিভাগের ডিরেক্টর ছিলেন । গত সপ্তাহ পর্যন্ত কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করেছেন । মঙ্গলবার সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় হোম আইসোলেশনে ছিলেন । জানা গেছে, তাঁর স্ত্রী-ও কোরোনায় আক্রান্ত ।

গতকাল AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মঙ্গলবার চিকিৎসক পাণ্ডের শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । একইসঙ্গে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী-ও । কিন্তু শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁরা দু'জনেই হোম আইসোলেশনে ছিলেন । আমাদের তরফে রোজই ওঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হত । গতকালও তিনি সকাল থেকে সুস্থই ছিলেন । রাতে খাবার পর শুয়ে পড়েন । ঘুমের মধ্যেই অ্যাকিউট কার্ডিয়াক ইভেন্টে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে ।

এবিষয়ে এই বর্ষীয়ান চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চিকিৎসক সংগীতা রেড্ডি বলেন, "এমন একজন কঠোর পরিশ্রমী, চিকিৎসা জগতের অত্যন্ত পরিচিত ব্যক্তিকে কেড়ে নিল কোরোনা । আশা করি, পালমোনোলজি বিভাগে তাঁর এতদিনের কাজ, বহু রোগীকে সুস্থ করতে সাহায্য করবে ।"

অন্যদিকে, শুক্রবারই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের একজন মেস কর্মীর কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ।

রাজধানীতে দিন দিন কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাদ পড়ছেন না চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা । ইতিমধ্যেই এখানকার হিন্দু রাও, ,বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতাল, দিল্লি ক্যানসার ইনস্টিটিউটের মতো হাসপাতাল কোরোনা সংক্রমণের জেরে সিল করা হয়েছে ।

দিল্লি, 24 মে : ফের কোরোনায় মৃত্যু চিকিৎসকের । গতকাল মৃত্যু হয় AIIMS-এর বর্ষীয়ান চিকিৎসক জিতেন্দ্রনাথ পাণ্ডের । তিনি AIIMS-এর পালমোনোলজি বিভাগের ডিরেক্টর ছিলেন । গত সপ্তাহ পর্যন্ত কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করেছেন । মঙ্গলবার সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় হোম আইসোলেশনে ছিলেন । জানা গেছে, তাঁর স্ত্রী-ও কোরোনায় আক্রান্ত ।

গতকাল AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মঙ্গলবার চিকিৎসক পাণ্ডের শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । একইসঙ্গে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী-ও । কিন্তু শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁরা দু'জনেই হোম আইসোলেশনে ছিলেন । আমাদের তরফে রোজই ওঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হত । গতকালও তিনি সকাল থেকে সুস্থই ছিলেন । রাতে খাবার পর শুয়ে পড়েন । ঘুমের মধ্যেই অ্যাকিউট কার্ডিয়াক ইভেন্টে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে ।

এবিষয়ে এই বর্ষীয়ান চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চিকিৎসক সংগীতা রেড্ডি বলেন, "এমন একজন কঠোর পরিশ্রমী, চিকিৎসা জগতের অত্যন্ত পরিচিত ব্যক্তিকে কেড়ে নিল কোরোনা । আশা করি, পালমোনোলজি বিভাগে তাঁর এতদিনের কাজ, বহু রোগীকে সুস্থ করতে সাহায্য করবে ।"

অন্যদিকে, শুক্রবারই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের একজন মেস কর্মীর কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ।

রাজধানীতে দিন দিন কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাদ পড়ছেন না চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা । ইতিমধ্যেই এখানকার হিন্দু রাও, ,বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতাল, দিল্লি ক্যানসার ইনস্টিটিউটের মতো হাসপাতাল কোরোনা সংক্রমণের জেরে সিল করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.