ETV Bharat / bharat

''অপরাধীদের ক্ষমা করুন,'' আইনজীবীর এই আবেদনের তীব্র নিন্দা নির্ভয়ার মায়ের

রাজীব গান্ধি হত্যায় জড়িত মহিলাকে মাফ করেছিলেন সোনিয়া এবং তার মৃত্যুদণ্ড চান না বলে জানিয়েছিলেন । সেভাবে আশা দেবীকেও নির্ভয়ার অপরাধীদের মাফ করে দেওয়ার আর্জি জানালেন এক বর্ষীয়ান আইনজীবী । যদিও সে আবেদনে নজর দিতে নারাজ তিনি । কড়া ভাষায় জানালেন, এমন আবেদনের সাহস কোথা থেকে পান তিনি ।

Asha devi
আশা দেবী
author img

By

Published : Jan 18, 2020, 8:50 AM IST

Updated : Jan 18, 2020, 3:03 PM IST

দিল্লি, 18 জানুয়ারি : দিল্লি গণধর্ষণের অপরাধীদের মাফ করে দেওয়া হোক । নির্ভয়ার মায়ের কাছে আবেদন জানালেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং । উদাহরণ টানলেন সোনিয়া গান্ধিরও । যদিও সে আবেদনে নজর দিতে নারাজ আশা দেবী । তাঁর কথায়, এই ধরনের মানুষের জন্যই ধর্ষণের মতো অপরাধ বন্ধ হয় না । এমন আবেদন করার সাহস কোথা থেকে পেলেন তিনি ?

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর গতকাল নির্ধারিত হয় নির্ভয়া মামলায় অপরাধীদের ফাঁসির তারিখ ৷ ফাঁসি দেওয়া হবে 1 ফেব্রুয়ারি । তারপরই দোষীদের মাফ করে দেওয়ার আবেদন জানান ইন্দিরা জয়সিং । একটি টুইটে তিনি লেখেন, আশা দেবীর অবস্থা আমি জানি, ওঁর কষ্টটাও আমি বুঝতে পারছি । কিন্তু তাও আমি আবেদন জানাচ্ছি, সোনিয়া গান্ধি যেভাবে রাজীব গান্ধি হত্যায় জড়িত মহিলাকে ক্ষমা করেছিলেন এবং তার মৃত্যুদণ্ড চান না বলে জানিয়েছিলেন, সেভাবে আশা দেবীও যদি এই অপরাধীদের ছেড়ে দেন ।

এবিষয়ে আশা দেবীকে প্রশ্ন করা হলে তিনি কড়া ভাষায় জানিয়ে দেন, আমি ভাবতে পারছি না এই রকম পরামর্শ তিনি দিলেন কী করে । এই ক'বছরে সুপ্রিম কোর্টে ওঁর সঙ্গে অনেকবার দেখা হয়েছে । আমি কেমন আছি তা তো একবারও জিজ্ঞেস করেননি । উলটে এমন ঘৃণ্য অপরাধে যারা জড়িত তাদের হয়ে উনি কথা বলছেন । এই ধরণের মানুষের জন্যই দেশে ধর্ষণ কমে না ।

নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড বার বার পিছিয়ে যাওয়ার গতকালই ক্ষোভপ্রকাশ করেছেন তিনি । 1 ফেব্রুয়ারি ফাঁসির কথা শুনেও নির্ভয়ার মা সরব হন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে । আঙুল তোলেন সরকার ও সংশোধনাগার কর্তৃপক্ষের উদাসীনতার প্রতি । তাঁর কথায়, ''তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ । দোষীরা যা চেয়েছিল তাই হচ্ছে । আমাদের পুরো ব্যবস্থাই এইরকম যেখানে দোষীদের কথা শোনা হয় ।''

এর পাশাপাশি কংগ্রেসে যোগ দিচ্ছেন এবং আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে লড়ছেন, এমন দাবিও খারিজ করেন আশা দেবী । তিনি গতকাল স্পষ্ট জানিয়ে দেন, ''রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর । বলেন, আমার রাজনীতিতে কোনও আগ্রহ নেই । আমি শুধু আমার মেয়ের ন্যায়বিচারের জন্য লড়ছি । এই দেশের মেয়েদের জন্য লড়ছি । আমি এখন চাই চার দোষীর ফাঁসি ।''

এই সংক্রান্ত আরও খবর : "তারিখ পে তারিখ", ক্ষোভপ্রকাশ নির্ভয়ার মায়ের

16 ডিসেম্বর, 2012 ৷ দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 17 ডিসেম্বর, 2012 । ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । পরদিনই গ্রেপ্তার হয় চারজন । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । 29 ডিসেম্বর, 2012 সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া । চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শরীরের ক্ষত গভীর হওয়ায় মৃত্যুর কাছে হেরে যান । দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয় দেশ । শুরু হয় বিচার প্রক্রিয়া ।

এই সংক্রান্ত আরও খবর : 1 ফেব্রুয়ারি নির্ভয়া দোষীদের ফাঁসি

দোষীদের শাস্তির দাবিতে যারা 2012-তে মিছিলে হেঁটেছিলেন, লড়েছিলেন, আন্দোলন-প্রতিবাদে মুখর হয়েছিলেন, তাঁরাই আজ নির্ভয়া গণধর্ষণ মামলা নিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন বলেও গতকাল অভিযোগ তোলেন আশা দেবী ।

এই সংক্রান্ত আরও খবর : নাবালকত্ব প্রমাণ করতে সুপ্রিম কোর্টে নির্ভয়াকাণ্ডে দোষী পবন

দিল্লি, 18 জানুয়ারি : দিল্লি গণধর্ষণের অপরাধীদের মাফ করে দেওয়া হোক । নির্ভয়ার মায়ের কাছে আবেদন জানালেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং । উদাহরণ টানলেন সোনিয়া গান্ধিরও । যদিও সে আবেদনে নজর দিতে নারাজ আশা দেবী । তাঁর কথায়, এই ধরনের মানুষের জন্যই ধর্ষণের মতো অপরাধ বন্ধ হয় না । এমন আবেদন করার সাহস কোথা থেকে পেলেন তিনি ?

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর গতকাল নির্ধারিত হয় নির্ভয়া মামলায় অপরাধীদের ফাঁসির তারিখ ৷ ফাঁসি দেওয়া হবে 1 ফেব্রুয়ারি । তারপরই দোষীদের মাফ করে দেওয়ার আবেদন জানান ইন্দিরা জয়সিং । একটি টুইটে তিনি লেখেন, আশা দেবীর অবস্থা আমি জানি, ওঁর কষ্টটাও আমি বুঝতে পারছি । কিন্তু তাও আমি আবেদন জানাচ্ছি, সোনিয়া গান্ধি যেভাবে রাজীব গান্ধি হত্যায় জড়িত মহিলাকে ক্ষমা করেছিলেন এবং তার মৃত্যুদণ্ড চান না বলে জানিয়েছিলেন, সেভাবে আশা দেবীও যদি এই অপরাধীদের ছেড়ে দেন ।

এবিষয়ে আশা দেবীকে প্রশ্ন করা হলে তিনি কড়া ভাষায় জানিয়ে দেন, আমি ভাবতে পারছি না এই রকম পরামর্শ তিনি দিলেন কী করে । এই ক'বছরে সুপ্রিম কোর্টে ওঁর সঙ্গে অনেকবার দেখা হয়েছে । আমি কেমন আছি তা তো একবারও জিজ্ঞেস করেননি । উলটে এমন ঘৃণ্য অপরাধে যারা জড়িত তাদের হয়ে উনি কথা বলছেন । এই ধরণের মানুষের জন্যই দেশে ধর্ষণ কমে না ।

নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড বার বার পিছিয়ে যাওয়ার গতকালই ক্ষোভপ্রকাশ করেছেন তিনি । 1 ফেব্রুয়ারি ফাঁসির কথা শুনেও নির্ভয়ার মা সরব হন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে । আঙুল তোলেন সরকার ও সংশোধনাগার কর্তৃপক্ষের উদাসীনতার প্রতি । তাঁর কথায়, ''তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ । দোষীরা যা চেয়েছিল তাই হচ্ছে । আমাদের পুরো ব্যবস্থাই এইরকম যেখানে দোষীদের কথা শোনা হয় ।''

এর পাশাপাশি কংগ্রেসে যোগ দিচ্ছেন এবং আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে লড়ছেন, এমন দাবিও খারিজ করেন আশা দেবী । তিনি গতকাল স্পষ্ট জানিয়ে দেন, ''রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর । বলেন, আমার রাজনীতিতে কোনও আগ্রহ নেই । আমি শুধু আমার মেয়ের ন্যায়বিচারের জন্য লড়ছি । এই দেশের মেয়েদের জন্য লড়ছি । আমি এখন চাই চার দোষীর ফাঁসি ।''

এই সংক্রান্ত আরও খবর : "তারিখ পে তারিখ", ক্ষোভপ্রকাশ নির্ভয়ার মায়ের

16 ডিসেম্বর, 2012 ৷ দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 17 ডিসেম্বর, 2012 । ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । পরদিনই গ্রেপ্তার হয় চারজন । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । 29 ডিসেম্বর, 2012 সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া । চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শরীরের ক্ষত গভীর হওয়ায় মৃত্যুর কাছে হেরে যান । দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয় দেশ । শুরু হয় বিচার প্রক্রিয়া ।

এই সংক্রান্ত আরও খবর : 1 ফেব্রুয়ারি নির্ভয়া দোষীদের ফাঁসি

দোষীদের শাস্তির দাবিতে যারা 2012-তে মিছিলে হেঁটেছিলেন, লড়েছিলেন, আন্দোলন-প্রতিবাদে মুখর হয়েছিলেন, তাঁরাই আজ নির্ভয়া গণধর্ষণ মামলা নিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন বলেও গতকাল অভিযোগ তোলেন আশা দেবী ।

এই সংক্রান্ত আরও খবর : নাবালকত্ব প্রমাণ করতে সুপ্রিম কোর্টে নির্ভয়াকাণ্ডে দোষী পবন

Mumbai,Jan 18 (ANI):Bollywood actor Aparshakti Khurana was seen in Mumbai. He is currently shooting for his upcoming flick 'Helmet'. Aparshakti will share screen space with Pranutan Bahl. Producer Ekta Kapoor was clicked at a temple in Juhu.


Last Updated : Jan 18, 2020, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.