মুম্বই ও দিল্লি, 11 নভেম্বর : বড় কোনও অঘটন না ঘটলে মহারাষ্ট্রে সরকারে চালকের আসনে বসতে চলেছে শিবসেনা ৷ শিবসেনা-NCP জোট নিয়ে জল্পনা চলছে ৷ রাজনৈতিক মহলের অনুমান কংগ্রেস বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস-NCP জোট সরকারকে ৷ আজ বিকেলে দিল্লিতে দলের মহারাষ্ট্র নেতাদের সঙ্গে বৈঠকে বসবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ অন্যদিকে সূত্র মারফত জানা গেছে, আজ বিকেল 5 টায় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে যাবে শিবসেনার প্রতিনিধি দল ৷
আজ NCP নেতা নবাব মালিক বলেন, "সেনা যদি কংগ্রেস ও NCP-র সমর্থন চায়, তাহলে BJP-র সঙ্গ ছাড়তে হবে এবং NDA থেকে বেরিয়ে আসতে হবে ৷ শিবসেনার মন্ত্রীদের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে ৷" পাশাপাশি তিনি জানান, সেনার তরফে এখনও পর্যন্ত NCP-র সঙ্গে যোগাযোগ করা হয়নি । কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে আজই দিল্লি যাচ্ছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ৷
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মহারাষ্ট্রে সরকার গঠনে এগিয়ে আছে শিবসেনাই ৷ আজ রাজধানীতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে ৷ বৈঠকে মহারাষ্ট্র সরকার গঠনে কংগ্রেসের ভূমিকা নিয়ে আলোচনা হবে ৷ শরদ পাওয়ারের সঙ্গে এর আগে সোনিয়া গান্ধির বৈঠক হয় । সেই বৈঠকে শিবসেনাকে সমর্থন করবেন না বলে জানিয়েছিলেন সোনিয়া গান্ধি ৷ তবে শেষপর্যন্ত আদর্শগতভাবে বিরোধী দল শিবসেনা সম্পর্কে কী সিদ্ধান্ত নেবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সেই দিকেই নজর এখন রাজনৈতিক মহলের ৷ পাশাপাশি আজ দিল্লিতে NCP-র বিধায়কদের সঙ্গেও বৈঠকে বসতে পারে কংগ্রেস ৷