ETV Bharat / bharat

মহারাষ্ট্রে সরকার গঠনে শিবসেনাকে সমর্থন দেবে কংগ্রেস ? আজ বৈঠকে সিদ্ধান্ত

মহারাষ্ট্রে সরকার গঠনে কংগ্রেসের কী ভূমিকা হবে তা নিয়ে আজ দিল্লিতে বৈঠকে বসবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । বিকাল ৫টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবে শিবসেনার প্রতিনিধি দল ।

আজ বিকেল 5টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবে শিবসেনা
author img

By

Published : Nov 11, 2019, 4:42 PM IST

Updated : Nov 11, 2019, 4:49 PM IST

মুম্বই ও দিল্লি, 11 নভেম্বর : বড় কোনও অঘটন না ঘটলে মহারাষ্ট্রে সরকারে চালকের আসনে বসতে চলেছে শিবসেনা ৷ শিবসেনা-NCP জোট নিয়ে জল্পনা চলছে ৷ রাজনৈতিক মহলের অনুমান কংগ্রেস বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস-NCP জোট সরকারকে ৷ আজ বিকেলে দিল্লিতে দলের মহারাষ্ট্র নেতাদের সঙ্গে বৈঠকে বসবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ অন্যদিকে সূত্র মারফত জানা গেছে, আজ বিকেল 5 টায় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে যাবে শিবসেনার প্রতিনিধি দল ৷

আজ NCP নেতা নবাব মালিক বলেন, "সেনা যদি কংগ্রেস ও NCP-র সমর্থন চায়, তাহলে BJP-র সঙ্গ ছাড়তে হবে এবং NDA থেকে বেরিয়ে আসতে হবে ৷ শিবসেনার মন্ত্রীদের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে ৷" পাশাপাশি তিনি জানান, সেনার তরফে এখনও পর্যন্ত NCP-র সঙ্গে যোগাযোগ করা হয়নি । কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে আজই দিল্লি যাচ্ছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ৷

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মহারাষ্ট্রে সরকার গঠনে এগিয়ে আছে শিবসেনাই ৷ আজ রাজধানীতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে ৷ বৈঠকে মহারাষ্ট্র সরকার গঠনে কংগ্রেসের ভূমিকা নিয়ে আলোচনা হবে ৷ শরদ পাওয়ারের সঙ্গে এর আগে সোনিয়া গান্ধির বৈঠক হয় । সেই বৈঠকে শিবসেনাকে সমর্থন করবেন না বলে জানিয়েছিলেন সোনিয়া গান্ধি ৷ তবে শেষপর্যন্ত আদর্শগতভাবে বিরোধী দল শিবসেনা সম্পর্কে কী সিদ্ধান্ত নেবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সেই দিকেই নজর এখন রাজনৈতিক মহলের ৷ পাশাপাশি আজ দিল্লিতে NCP-র বিধায়কদের সঙ্গেও বৈঠকে বসতে পারে কংগ্রেস ৷

মুম্বই ও দিল্লি, 11 নভেম্বর : বড় কোনও অঘটন না ঘটলে মহারাষ্ট্রে সরকারে চালকের আসনে বসতে চলেছে শিবসেনা ৷ শিবসেনা-NCP জোট নিয়ে জল্পনা চলছে ৷ রাজনৈতিক মহলের অনুমান কংগ্রেস বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস-NCP জোট সরকারকে ৷ আজ বিকেলে দিল্লিতে দলের মহারাষ্ট্র নেতাদের সঙ্গে বৈঠকে বসবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ অন্যদিকে সূত্র মারফত জানা গেছে, আজ বিকেল 5 টায় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে যাবে শিবসেনার প্রতিনিধি দল ৷

আজ NCP নেতা নবাব মালিক বলেন, "সেনা যদি কংগ্রেস ও NCP-র সমর্থন চায়, তাহলে BJP-র সঙ্গ ছাড়তে হবে এবং NDA থেকে বেরিয়ে আসতে হবে ৷ শিবসেনার মন্ত্রীদের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে ৷" পাশাপাশি তিনি জানান, সেনার তরফে এখনও পর্যন্ত NCP-র সঙ্গে যোগাযোগ করা হয়নি । কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে আজই দিল্লি যাচ্ছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ৷

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মহারাষ্ট্রে সরকার গঠনে এগিয়ে আছে শিবসেনাই ৷ আজ রাজধানীতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে ৷ বৈঠকে মহারাষ্ট্র সরকার গঠনে কংগ্রেসের ভূমিকা নিয়ে আলোচনা হবে ৷ শরদ পাওয়ারের সঙ্গে এর আগে সোনিয়া গান্ধির বৈঠক হয় । সেই বৈঠকে শিবসেনাকে সমর্থন করবেন না বলে জানিয়েছিলেন সোনিয়া গান্ধি ৷ তবে শেষপর্যন্ত আদর্শগতভাবে বিরোধী দল শিবসেনা সম্পর্কে কী সিদ্ধান্ত নেবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সেই দিকেই নজর এখন রাজনৈতিক মহলের ৷ পাশাপাশি আজ দিল্লিতে NCP-র বিধায়কদের সঙ্গেও বৈঠকে বসতে পারে কংগ্রেস ৷

Mumbai, Nov 11 (ANI): Amid the Maharashtra power tussle, NCP leader Praful Patel said they have to figure it out if party is ready or not to form Government in Maharashtra and forge alliance with Shiv Sena. "No decision has been taken yet on the matter of forming government in Maharashtra," Praful Patel further added.

Last Updated : Nov 11, 2019, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.