ETV Bharat / bharat

রাস্তা নির্মাণে প্লাস্টিক বর্জ্যের ব্যবহার, দিশা দেখাচ্ছে অসমের গোয়ালপাড়া

author img

By

Published : Feb 1, 2020, 8:21 AM IST

প্রজেক্টের ঠিকাদার ধর্মেশ্বরী কাচারি জানান,আশ্চর্যজনক বিষয় বিটুমিনের তৈরি রাস্তা থেকে পলিমারের তৈরি এই রাস্তা বেশি টেকসই ৷

plastic waste
প্লাস্টিক বর্জ্য

গোয়ালপাড়া, 1 ফেব্রুয়ারি : প্লাস্টিক বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য করে রাস্তা নির্মাণের কাজে লাগানো ৷ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জনপ্রিয় এই পরিকল্পনাকে সম্প্রতি কাজে লাগিয়েছে অসমের গোয়ালপাড়া জেলা ৷

পরিবেশবান্ধব, সচেতন এই পদক্ষেপ জেলায় ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করেছে ৷

সুপ্রিম কোর্টের তরফে গোয়ালপাড়ায় একসময় রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রীর আমদানি বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ এদিকে ক্রমবর্ধমান প্লাস্টিক সামগ্রী ব্যবহারের জেরে জেলায় প্লাস্টিক বর্জ্যের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছিল ৷ তখন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানে রাস্তা নির্মাণের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ জেলার পূর্ত দপ্তরের পক্ষ থেকে একটি প্রজেক্টের অধীনে প্লাস্টিক বর্জ্যের ব্যবহার করে 75 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করা হয় ৷ যার 45 কিলোমিটার গুজরাতের সুরাট থেকে আমদানি করা প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয় ৷ এবং বাকি 30 কিলোমিটার স্থানীয় প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে তৈরি করা হয় ৷

প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মাণ

এ বিষয়ে মহকুমা শাসক বনজিৎ অধিকারী বলেন, "প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জ্যকে রাস্তা নির্মাণের কাজে লাগানো ইতিবাচক পদক্ষেপ ৷ " তিনি আরও বলেন, "NITI আয়োগ দেশের 115 টি জেলাকে পিছিয়ে পড়া জেলা ঘোষণা করেছিল ৷ যার মধ্যে গোয়ালপাড়ার নাম ছিল ৷ NITI আয়োগের বেসিক মডিউল হল গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা ৷ আর তাই কেন্দ্রীয় সরকার জেলার উন্নয়নের জন্য পদক্ষেপ করে ৷ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে কেন্দ্রীয় সরকারের তরফে জেলায় 565 কিলোমিটার রাস্তা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল ৷ কিন্তু কিছু কারণবশত সুপ্রিম কোর্ট জেলায় রাস্তা নির্মাণ সামগ্রীর আমদানি বন্ধ করে দিয়েছিল । ফলে বন্ধ হয়ে পড়েছিল উন্নয়নের কাজ ৷ সেই কাজ পুনরায় শুরু করতে আমরা পরিবেশবান্ধব প্রযুক্তির খোঁজ শুরু করি ৷ প্লাস্টিক বর্জ্যকে রাস্তা নির্মাণের সামগ্রী হিসেবে ব্যবহার করি ৷ "

এই বিষয়ে সংশ্লিষ্ট প্রজেক্টের ঠিকাদার ধর্মেশ্বরী কাচারি জানান,আশ্চর্যজনক বিষয় বিটুমিনের তৈরি রাস্তা থেকে পলিমারের তৈরি এই রাস্তা বেশি টেকসই ৷

গোয়ালপাড়া, 1 ফেব্রুয়ারি : প্লাস্টিক বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য করে রাস্তা নির্মাণের কাজে লাগানো ৷ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জনপ্রিয় এই পরিকল্পনাকে সম্প্রতি কাজে লাগিয়েছে অসমের গোয়ালপাড়া জেলা ৷

পরিবেশবান্ধব, সচেতন এই পদক্ষেপ জেলায় ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করেছে ৷

সুপ্রিম কোর্টের তরফে গোয়ালপাড়ায় একসময় রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রীর আমদানি বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ এদিকে ক্রমবর্ধমান প্লাস্টিক সামগ্রী ব্যবহারের জেরে জেলায় প্লাস্টিক বর্জ্যের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছিল ৷ তখন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানে রাস্তা নির্মাণের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ জেলার পূর্ত দপ্তরের পক্ষ থেকে একটি প্রজেক্টের অধীনে প্লাস্টিক বর্জ্যের ব্যবহার করে 75 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করা হয় ৷ যার 45 কিলোমিটার গুজরাতের সুরাট থেকে আমদানি করা প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয় ৷ এবং বাকি 30 কিলোমিটার স্থানীয় প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে তৈরি করা হয় ৷

প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মাণ

এ বিষয়ে মহকুমা শাসক বনজিৎ অধিকারী বলেন, "প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জ্যকে রাস্তা নির্মাণের কাজে লাগানো ইতিবাচক পদক্ষেপ ৷ " তিনি আরও বলেন, "NITI আয়োগ দেশের 115 টি জেলাকে পিছিয়ে পড়া জেলা ঘোষণা করেছিল ৷ যার মধ্যে গোয়ালপাড়ার নাম ছিল ৷ NITI আয়োগের বেসিক মডিউল হল গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা ৷ আর তাই কেন্দ্রীয় সরকার জেলার উন্নয়নের জন্য পদক্ষেপ করে ৷ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে কেন্দ্রীয় সরকারের তরফে জেলায় 565 কিলোমিটার রাস্তা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল ৷ কিন্তু কিছু কারণবশত সুপ্রিম কোর্ট জেলায় রাস্তা নির্মাণ সামগ্রীর আমদানি বন্ধ করে দিয়েছিল । ফলে বন্ধ হয়ে পড়েছিল উন্নয়নের কাজ ৷ সেই কাজ পুনরায় শুরু করতে আমরা পরিবেশবান্ধব প্রযুক্তির খোঁজ শুরু করি ৷ প্লাস্টিক বর্জ্যকে রাস্তা নির্মাণের সামগ্রী হিসেবে ব্যবহার করি ৷ "

এই বিষয়ে সংশ্লিষ্ট প্রজেক্টের ঠিকাদার ধর্মেশ্বরী কাচারি জানান,আশ্চর্যজনক বিষয় বিটুমিনের তৈরি রাস্তা থেকে পলিমারের তৈরি এই রাস্তা বেশি টেকসই ৷

Intro:Body:

O:\GFX\31-Jan-2020


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.