ETV Bharat / bharat

CAA-র প্রতিবাদ, কর্নাটক ও উত্তরপ্রদেশে জারি 144 ধারা

author img

By

Published : Dec 19, 2019, 9:35 AM IST

Updated : Dec 19, 2019, 11:19 AM IST

উত্তরপ্রদেশ পুলিশ প্রধানের বার্তা, "144 ধারা জারি হয়েছে ৷ কোনওরকম জমায়েত, মিটিং-মিছিল করা যাবে না ৷ অনুগ্রহ করে এসব করবেন না ৷ অভিভাবকদের কাছে আবেদন, নিজের সন্তানকে এসব থেকে বিরত রাখুন ৷"

নাগরিকত্ব
CAA-র প্রতিবাদ

এলাহাবাদ, 19 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আজ উত্তরপ্রদেশজুড়ে মিছিল করবে একাধিক সংগঠন ৷ তার আগে 144 ধারা জারি করল উত্তরপ্রদেশ পুলিশ ৷ উত্তরপ্রদেশ পুলিশ প্রধান ও পি সিং টুইট করে একথা জানিয়েছেন ৷ কোনও জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছে না ৷ পরিষ্কার করে দিয়েছেন তিনি ৷

ও পি সিংয়ের বার্তা, "144 ধারা জারি হয়েছে ৷ কোনওরকম জমায়েত, মিটিং-মিছিল করা যাবে না ৷ অনুগ্রহ করে এসব করবেন না ৷ অভিভাবকদের কাছে আবেদন, নিজের সন্তানকে এসব থেকে বিরত রাখুন ৷" যদিও 144 ধারা জারি গোটা রাজ্যে না কি কয়েকটি জেলায় হয়েছে তা পরিষ্কার করেননি পুলিশ প্রধান ৷

BJP শাসিত কর্নাটকেও জারি করা হয়েছে 144 ধারা ৷ যা রাজধানী বেঙ্গালুরু সহ একাধিক জেলায় জারি থাকবে ৷ সকাল থেকে বেঙ্গালুরুর একাধিক জায়গায় জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেকারণে সতর্ক পুলিশ প্রশাসন ৷ প্রচুর জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় সবরকম ব্যবস্থা করা হয়েছে ৷

CAA পাশ হওয়ার পর থেকে এর বিরোধিতায় দেশের নানা জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে ৷ অসম, দিল্লি ও পশ্চিমবঙ্গে CAA বিরোধী আন্দোলন হয়েছে ৷ পশ্চিমবঙ্গ ও দিল্লিতে আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে বিক্ষুব্ধদের বিরুদ্ধে ৷ তবে প্রতিবাদ হলেও নিজেদের অবস্থানে অনড় কেন্দ্রীয় সরকার ৷

এলাহাবাদ, 19 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আজ উত্তরপ্রদেশজুড়ে মিছিল করবে একাধিক সংগঠন ৷ তার আগে 144 ধারা জারি করল উত্তরপ্রদেশ পুলিশ ৷ উত্তরপ্রদেশ পুলিশ প্রধান ও পি সিং টুইট করে একথা জানিয়েছেন ৷ কোনও জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছে না ৷ পরিষ্কার করে দিয়েছেন তিনি ৷

ও পি সিংয়ের বার্তা, "144 ধারা জারি হয়েছে ৷ কোনওরকম জমায়েত, মিটিং-মিছিল করা যাবে না ৷ অনুগ্রহ করে এসব করবেন না ৷ অভিভাবকদের কাছে আবেদন, নিজের সন্তানকে এসব থেকে বিরত রাখুন ৷" যদিও 144 ধারা জারি গোটা রাজ্যে না কি কয়েকটি জেলায় হয়েছে তা পরিষ্কার করেননি পুলিশ প্রধান ৷

BJP শাসিত কর্নাটকেও জারি করা হয়েছে 144 ধারা ৷ যা রাজধানী বেঙ্গালুরু সহ একাধিক জেলায় জারি থাকবে ৷ সকাল থেকে বেঙ্গালুরুর একাধিক জায়গায় জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেকারণে সতর্ক পুলিশ প্রশাসন ৷ প্রচুর জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় সবরকম ব্যবস্থা করা হয়েছে ৷

CAA পাশ হওয়ার পর থেকে এর বিরোধিতায় দেশের নানা জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে ৷ অসম, দিল্লি ও পশ্চিমবঙ্গে CAA বিরোধী আন্দোলন হয়েছে ৷ পশ্চিমবঙ্গ ও দিল্লিতে আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে বিক্ষুব্ধদের বিরুদ্ধে ৷ তবে প্রতিবাদ হলেও নিজেদের অবস্থানে অনড় কেন্দ্রীয় সরকার ৷

New Delhi, Dec 04 (ANI): Prime Minister Narendra Modi and Union Defence Minister Rajnath Singh attended home reception at Navy Chief Admiral Karambir Singh's residence on the occasion of Navy Day. December 4 is celebrated as Navy Day to commemorate the decisive naval action by the Indian Naval ships on Karachi Port, which heralded the victory of India over Pakistan in the Indo-Pak War of 1971. This year, the theme of the Navy Day is 'Indian Navy Salient, Strong and Swift'. Earlier in the day, PM Modi extended his wishes to Navy personnel.
Last Updated : Dec 19, 2019, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.