মুম্বই, 23 মার্চ : কোরোনা প্রতিরোধে সম্পূর্ণ কারফিউয়ের পথে হাঁটল মহারাষ্ট্র ৷ রাজ্যের মানুষজনকে ঘরেরে মধ্যে রাখার জন্য এই পদক্ষেপ বলে জানান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷
তিনি আরও বলেন ‘‘ কারফিউ থাকা সত্ত্বেও অনেককেই বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখা যায় ৷ সোমবার রাস্তায় প্রচুর গাড়িও দেখা যায় ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই 144 ধারা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
তিনি আরও বলেন,‘‘ মানুষকে কোরোনার বিরুদ্ধে এই লড়াইটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত ৷ 144 ধারা এই কারণে জারি করা হল যাতে সবাই ঘরেরে মধ্যে থাকতে বাধ্য হয় তাই এই সিদ্ধান্ত ৷’’