দিল্লি, 19 নভেম্বর : শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তপ্ত সংসদ । আজ প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই ওয়েলে নেমে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তোলে বিরোধীরা । অন্যদিকে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি রয়েছে রাজ্যসভা ।
লোকসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন । প্রথম প্রশ্ন ওঠে 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার ইশুতে । তারপরই সরব হয় বিরোধীরা । স্লোগান ওঠে, "স্বৈরতন্ত্র বন্ধ কর । আমরা বিচার চাই । জবাব দাও, জবাব দাও।" এরপর একের পর এক মুলতুবি প্রস্তাব আনতে থাকে বিরোধীরা । সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির উপর থেকে SPG নিরাপত্তা সরিয়ে নেওয়ায় কংগ্রেসের তরফে মুলতুবি প্রস্তাব আনা হয় । এনিয়ে সরব হয় বিরোধীরা । অন্যদিকে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মুলতুবি প্রস্তাব আনে RSP, IUML, TMC । ওয়েলের ওই উত্তপ্ত পরিস্থিতিতে স্পিকার ওম বিড়লা সাংসদদের কার্যত ধমক দিয়ে সতর্ক করেন ।
দ্বিতীয় দিনেও একাধিক বিষয়ে বিল পেশ হতে চলেছে । আজকের অন্যতম আলোচ্য বিষয় বায়ু দূষণ । লোকসভার 193 নিয়মাবলী অনুযায়ী আজ বিকেলেই বায়ু দূষণ ও জলবায়ু পরিবর্তনের উপর আলোচনা হবে । এছাড়াও জালিয়ানওয়ালাবাগ ন্যাশনাল মেমোরিয়াল অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯, সারোগেসি রেগুলেশন বোর্ড গঠন নিয়েও আলোচনা হচ্ছে । ইতিমধ্যেই চিটফান্ড সংশোধনী বিল নিয়ে আলোচনা হয়েছে লোকসভায় । এনিয়ে BJP ও তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় । পরে তাঁদের কার্যত ধমক দিয়ে সতর্ক করেন স্পিকার ।
সকাল থেকেই উত্তপ্ত রাজ্যসভা । রাজ্যসভার 267 নিয়মাবলী অনুযায়ী আজকের কার্যাবলী মুলতুবি করার আবেদন জানান সদস্যরা । কিন্তু চেয়ারম্যান তা প্রত্যাখান করলে আরও হইহট্টগোল শুরু হয় । শেষমেশ দুপুর 2টো পর্যন্ত মুলতুবি রয়েছে রাজ্যসভা ।
রাজ্যসভার প্রথম দিনে নতুন পোশাকে উপস্থিত হন মার্শাল । এনিয়েও সরব হন সদস্যরা । একাধিক সমালোচনা শুরু হয় । শেষমেশ রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু পোশাক পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনা করার নির্দেশ দেন ।