ETV Bharat / bharat

জঙ্গিদের গুলিতে মৃত 3 BJP কর্মীর শেষকৃত্য সম্পন্ন - কুলগাম

কুলগামের ওয়াইকে পোরা এলাকায় বৃহস্পতিবার সন্ধেয় BJP কর্মী ফিদা হুসেন ইতো, উমের হামজা এবং উমের রাশিদ বেইঘকে গুলি করে হত্য়া করে জঙ্গিরা ৷ তিন জনের বাড়িই কুলগামে ৷ হুসেন ইতো কুলগামে যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন ৷

scores-attend-last-rites-of-slain-bjp-workers-in-kulgam
জঙ্গিদের গুলিতে নিহত 3 বিজেপি নেতার শেষযাত্রায় হাতেগোনা লোক
author img

By

Published : Oct 30, 2020, 8:51 PM IST

কুলগাম, 30 অক্টোবর : শেষকৃত্য় সম্পন্ন হল জম্মু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত 3 BJP নেতার ৷ বৃহস্পতিবার সন্ধেয় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় তাঁদের গুলি করে খুন করে জঙ্গিরা ৷

কুলগামের ওয়াইকে পোরা এলাকায় বৃহস্পতিবার সন্ধেয় BJP কর্মী ফিদা হুসেন ইতো, উমের হামজা এবং উমের রাশিদ বেইঘকে গুলি করে হত্য়া করে জঙ্গিরা ৷ তিন জনের বাড়িই কুলগামে ৷ হুসেন ইতো কুলগামে যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন ৷

আজ সকালে তাঁদের দেহের ময়নাতদন্ত করার পর কবরস্থানে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের শেষকৃত্য়ে হাতে গোনা কয়েকজন অংশ নিয়েছিলেন ৷ এদিকে এই ঘটনার পর ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মধ্য়ে ৷ তবে তাঁদের শেষকৃত্য়ে কোনও BJP নেতা অংশ নেননি বলে জানা গিয়েছে ৷

গতকালের ঘটনার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের উপ রাজ্য়পাল মনোজ সিনহা । এই ধরনের নৃশংসতা ও হিংসা কোনওভাবেই বরদাস্ত করা যায় না বলে সমালোচনা করেছেন তিনি ৷ মৃতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন ৷

কুলগাম, 30 অক্টোবর : শেষকৃত্য় সম্পন্ন হল জম্মু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত 3 BJP নেতার ৷ বৃহস্পতিবার সন্ধেয় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় তাঁদের গুলি করে খুন করে জঙ্গিরা ৷

কুলগামের ওয়াইকে পোরা এলাকায় বৃহস্পতিবার সন্ধেয় BJP কর্মী ফিদা হুসেন ইতো, উমের হামজা এবং উমের রাশিদ বেইঘকে গুলি করে হত্য়া করে জঙ্গিরা ৷ তিন জনের বাড়িই কুলগামে ৷ হুসেন ইতো কুলগামে যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন ৷

আজ সকালে তাঁদের দেহের ময়নাতদন্ত করার পর কবরস্থানে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের শেষকৃত্য়ে হাতে গোনা কয়েকজন অংশ নিয়েছিলেন ৷ এদিকে এই ঘটনার পর ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মধ্য়ে ৷ তবে তাঁদের শেষকৃত্য়ে কোনও BJP নেতা অংশ নেননি বলে জানা গিয়েছে ৷

গতকালের ঘটনার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের উপ রাজ্য়পাল মনোজ সিনহা । এই ধরনের নৃশংসতা ও হিংসা কোনওভাবেই বরদাস্ত করা যায় না বলে সমালোচনা করেছেন তিনি ৷ মৃতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.