ETV Bharat / bharat

জারি রেড অ্যলার্ট, ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ে বন্ধ স্কুল-কলেজ - flood

ইতিমধ্যেই এবছরের বৃষ্টি গত 65 বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে । মুম্বই ও মুম্বইয়ে পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

মুম্বইয়ের রাস্তাতেও ট্র্যাফিক জ্যামের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ
author img

By

Published : Sep 19, 2019, 12:48 PM IST

মুম্বই, 19 সেপ্টেম্বর : মুম্বইয়ে ফের শুরু হল ভারী বৃষ্টি । শহরজুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট । সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার । মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী আশিস শেলার টুইট করে স্কুল ও কলেজ বন্ধের কথা জানান । টুইটে তিনি লেখেন, "ভারী বৃষ্টির পূর্বাভাসকে নজরে রেখে সতর্কতামূলক কারণে মুম্বই-থানে এলাকার সমস্ত স্কুল ও জুনিয়র কলেজ আজকের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।"

গতরাত থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই । এদিকে আবহাওয়া অফিসের তরফে আগামী দুই দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । মুম্বই ছাড়া পালঘর ও থানেতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির জেরে মুম্বইতে বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা । মুম্বইয়ের রাস্তাতেও ট্র্যাফিক জ্যামের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ । মুম্বই ছাড়া রায়গড়েও রেড অ্যালার্ট জারি করা হয়েছে । আগামী 24 ঘণ্টায় 204 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে । জানা গেছে, মুম্বইয়ের থেকে রায়গড়ের অবস্থা আরও ভয়াবহ । মুম্বই ও পার্শ্ববর্তী এলাকার বেশকিছু বাড়ির ভেতর জল ঢুকে গেছে ।

বৃষ্টির জেরে মুম্বইতে বিপর্যস্ত রেল পরিষেবা
বৃষ্টির জেরে মুম্বইতে বিপর্যস্ত রেল পরিষেবা

এদিকে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকে তৈরি থাকতে বলা হয়েছে । BMC-র (বৃহন্মুম্বই পৌরনিগম) পক্ষ থেকে টুইট করে মুম্বইবাসীকে সাবধানে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে । বিপর্যয়ের পরিস্থিতি জানাতে টোল ফ্রি নম্বরও চালু করেছে BMC । BMC-র তরফে একটি টুইট করে জানানো হয়, মুম্বই ও পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সমুদ্রতট ও জল জমে আছে এরকম এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে । কোনও বিপর্যয়ের ক্ষেত্রে 1916 নম্বরে ফোন করে যোগাযোগ করুন ।

মুম্বইয়ের রাস্তাতেও ট্র্যাফিক জ্যামের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ
মুম্বইয়ের রাস্তাতে ট্র্যাফিক জ্যামের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ

জুন থেকে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত বর্ষা থাকে মুম্বইয়ে । বর্ষার সময় প্রায় প্রতিবছরই ভেসে যায় মুম্বইয়ের অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি । 1 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 984.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বইয়ে । ইতিমধ্যেই এবছরের বৃষ্টি গত 65 বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ।

মুম্বই, 19 সেপ্টেম্বর : মুম্বইয়ে ফের শুরু হল ভারী বৃষ্টি । শহরজুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট । সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার । মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী আশিস শেলার টুইট করে স্কুল ও কলেজ বন্ধের কথা জানান । টুইটে তিনি লেখেন, "ভারী বৃষ্টির পূর্বাভাসকে নজরে রেখে সতর্কতামূলক কারণে মুম্বই-থানে এলাকার সমস্ত স্কুল ও জুনিয়র কলেজ আজকের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।"

গতরাত থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই । এদিকে আবহাওয়া অফিসের তরফে আগামী দুই দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । মুম্বই ছাড়া পালঘর ও থানেতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির জেরে মুম্বইতে বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা । মুম্বইয়ের রাস্তাতেও ট্র্যাফিক জ্যামের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ । মুম্বই ছাড়া রায়গড়েও রেড অ্যালার্ট জারি করা হয়েছে । আগামী 24 ঘণ্টায় 204 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে । জানা গেছে, মুম্বইয়ের থেকে রায়গড়ের অবস্থা আরও ভয়াবহ । মুম্বই ও পার্শ্ববর্তী এলাকার বেশকিছু বাড়ির ভেতর জল ঢুকে গেছে ।

বৃষ্টির জেরে মুম্বইতে বিপর্যস্ত রেল পরিষেবা
বৃষ্টির জেরে মুম্বইতে বিপর্যস্ত রেল পরিষেবা

এদিকে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকে তৈরি থাকতে বলা হয়েছে । BMC-র (বৃহন্মুম্বই পৌরনিগম) পক্ষ থেকে টুইট করে মুম্বইবাসীকে সাবধানে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে । বিপর্যয়ের পরিস্থিতি জানাতে টোল ফ্রি নম্বরও চালু করেছে BMC । BMC-র তরফে একটি টুইট করে জানানো হয়, মুম্বই ও পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সমুদ্রতট ও জল জমে আছে এরকম এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে । কোনও বিপর্যয়ের ক্ষেত্রে 1916 নম্বরে ফোন করে যোগাযোগ করুন ।

মুম্বইয়ের রাস্তাতেও ট্র্যাফিক জ্যামের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ
মুম্বইয়ের রাস্তাতে ট্র্যাফিক জ্যামের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ

জুন থেকে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত বর্ষা থাকে মুম্বইয়ে । বর্ষার সময় প্রায় প্রতিবছরই ভেসে যায় মুম্বইয়ের অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি । 1 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 984.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বইয়ে । ইতিমধ্যেই এবছরের বৃষ্টি গত 65 বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ।

Joint Base Lewis McChord (USA): American Army band playing Indian National Anthem during the Exercise 'Yudh Abhyas 2019' at Joint Base Lewis, McChord. A joint military exercise, 'Yudh Abhyas 2019' between India and the US is hosted alternatively between two countries. This is the 15th edition of 'Yudh Abhyas'.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.