ETV Bharat / bharat

মহারাষ্ট্রে সরকার গঠনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে 3 দল, আজ শুনানি - সুপ্রিমকোর্টে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে মামলা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য গতকাল দেবেন্দ্র ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গতকাল সন্ধেয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা, NCP ও কংগ্রেস । সেই মামলারই শুনানি হবে আজ ।

ফাইল ফোটো
author img

By

Published : Nov 24, 2019, 7:28 AM IST

Updated : Nov 24, 2019, 7:34 AM IST

দিল্লি, 24 নভেম্বর : মহারাষ্টের সরকার গঠন নিয়ে নাটক অব্যাহত । শনিবার ভোর রাতে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের পর এক নাটকের যবনিকা পতন হয় । আর তারপর শুরু হয় দ্বিতীয় নাটক । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে দ্বিতীয়বারের জন্য দেবেন্দ্র ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গতকাল সন্ধেয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা, NCP ও কংগ্রেস । সেই মামলারই শুনানি হবে আজ ।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সাংবাদিকদের বলেন, "মহারাষ্ট্রে সরকার গঠন প্রক্রিয়ার শীঘ্র তদন্তের আবেদন জানিয়ে তিন রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে মামলা করে । রেজিস্ট্রি আমাদের জানিয়েছে রবিবার সকাল 11 টা 30 মিনিটে তিন রাজনৈতিক দলের সেই আবেদনের শুনানি হবে । আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, আইন ও সংবিধানের মর্যাদা বজায়ের মাধ্যমে BJP তার জবাব পাবে । "

শুক্রবার রাত থেকে পরিস্থিতি যে নাটকীয় মোড় নিয়েছে তার পেছনে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর মস্তিষ্ক রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে । এখন BJP শিবিরের কোনও সমস্যায় চাণক্যের ভূমিকায় দেখা যাচ্ছে অমিত শাহকে । কর্নাটকের পর মহারাষ্ট্রেও শাহর মস্তিষ্ক যে কাজ করছে তা নিয়ে সন্দেহ নেই রাজনৈতিক ওয়াকিবহাল মহলের । আপাতত মহারাষ্ট্র তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে । বিচারপতি এন ভি রামন, অশোক ভূষণ ও সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আজ মামলাটির শুনানি হবে । এই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যদি কোনও পদক্ষেপ করে তাহলে ফের একবার মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড় আসতে পারে ।

দিল্লি, 24 নভেম্বর : মহারাষ্টের সরকার গঠন নিয়ে নাটক অব্যাহত । শনিবার ভোর রাতে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের পর এক নাটকের যবনিকা পতন হয় । আর তারপর শুরু হয় দ্বিতীয় নাটক । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে দ্বিতীয়বারের জন্য দেবেন্দ্র ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গতকাল সন্ধেয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা, NCP ও কংগ্রেস । সেই মামলারই শুনানি হবে আজ ।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সাংবাদিকদের বলেন, "মহারাষ্ট্রে সরকার গঠন প্রক্রিয়ার শীঘ্র তদন্তের আবেদন জানিয়ে তিন রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে মামলা করে । রেজিস্ট্রি আমাদের জানিয়েছে রবিবার সকাল 11 টা 30 মিনিটে তিন রাজনৈতিক দলের সেই আবেদনের শুনানি হবে । আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, আইন ও সংবিধানের মর্যাদা বজায়ের মাধ্যমে BJP তার জবাব পাবে । "

শুক্রবার রাত থেকে পরিস্থিতি যে নাটকীয় মোড় নিয়েছে তার পেছনে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর মস্তিষ্ক রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে । এখন BJP শিবিরের কোনও সমস্যায় চাণক্যের ভূমিকায় দেখা যাচ্ছে অমিত শাহকে । কর্নাটকের পর মহারাষ্ট্রেও শাহর মস্তিষ্ক যে কাজ করছে তা নিয়ে সন্দেহ নেই রাজনৈতিক ওয়াকিবহাল মহলের । আপাতত মহারাষ্ট্র তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে । বিচারপতি এন ভি রামন, অশোক ভূষণ ও সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আজ মামলাটির শুনানি হবে । এই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যদি কোনও পদক্ষেপ করে তাহলে ফের একবার মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড় আসতে পারে ।

Mumbai, Nov 23 (ANI): MLA Dhananjay Munde arrived at YB Chavan Center to meet National Congress Party (NCP) leader Sharad Pawar in Mumbai. Several other MLAs also arrived at YB Chavan Center for meeting. MLA Atul Benke said, "I am with Sharad Pawar. We all are together." MLA Hasan Mushrif, who earlier met Maharashtra Deputy CM Ajit Pawar, also arrived for the meeting.

Last Updated : Nov 24, 2019, 7:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.