ETV Bharat / bharat

প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ নির্ভয়া অপরাধীর, নাকচ সুপ্রিম কোর্টে - Supreme Court

1 ফেব্রুয়ারি নির্ভয়ার দোষীদের ফাঁসির দিন ধার্য হয়েছে ৷ রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷ আজ সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করল ৷

Nirbhaya
ফাইল ছবি
author img

By

Published : Jan 29, 2020, 10:51 AM IST

দিল্লি, 29 জানুয়ারি : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷ সুপ্রিম কোর্ট আজ খারিজ করল সেই আবেদন ৷

বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে গতকালই শুনানি হয় এই মামলার ৷ আজ বেলা সাড়ে 10 টায় এই মামলার রায় জানাল সুপ্রিম কোর্ট ৷

25 জানুয়ারি প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল মুকেশ ৷ 27 জানুয়ারি প্রধান বিচারপতি এস এ বোবদে সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতে বলেছিলেন, "যদি 1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হয়, তবে তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷"

আরও পড়ুন : ''অপরাধীদের ক্ষমা করুন,'' আইনজীবীর এই আবেদনের তীব্র নিন্দা নির্ভয়ার মায়ের

এর আগে দুই অপরাধীর কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করা হয়েছিল ৷ 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷

এদিকে নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড বার বার পিছিয়ে যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নির্ভয়ার মা । 1 ফেব্রুয়ারি ফাঁসির কথা শুনে তিনি সরব হয়েছেন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে । আঙুল তুলেছেন সরকার ও সংশোধনাগার কর্তৃপক্ষের উদাসীনতার প্রতি ।

দিল্লি, 29 জানুয়ারি : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷ সুপ্রিম কোর্ট আজ খারিজ করল সেই আবেদন ৷

বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে গতকালই শুনানি হয় এই মামলার ৷ আজ বেলা সাড়ে 10 টায় এই মামলার রায় জানাল সুপ্রিম কোর্ট ৷

25 জানুয়ারি প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল মুকেশ ৷ 27 জানুয়ারি প্রধান বিচারপতি এস এ বোবদে সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতে বলেছিলেন, "যদি 1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হয়, তবে তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷"

আরও পড়ুন : ''অপরাধীদের ক্ষমা করুন,'' আইনজীবীর এই আবেদনের তীব্র নিন্দা নির্ভয়ার মায়ের

এর আগে দুই অপরাধীর কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করা হয়েছিল ৷ 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷

এদিকে নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড বার বার পিছিয়ে যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নির্ভয়ার মা । 1 ফেব্রুয়ারি ফাঁসির কথা শুনে তিনি সরব হয়েছেন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে । আঙুল তুলেছেন সরকার ও সংশোধনাগার কর্তৃপক্ষের উদাসীনতার প্রতি ।

Ujjain (Madhya Pradesh), Jan 29 (ANI): One person is suspected with coronavirus in Madhya Pradesh's Ujjain. He got immediately admitted to a hospital. The suspected person has recently returned from China. Speaking on the matter, District Magistrate of Ujjain, Shashank Mishra said, "The patient returned from China few days back. He is kept in isolation and his blood samples have been sent to Pune for tests."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.