ETV Bharat / bharat

370 প্রত্যাহার মামলায় কেন্দ্র ও রাজ্যকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের - Ranjan Gogoi

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ "জাতীয় সুরক্ষা ও নিরাপত্তার" কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্র ও রাজ্যকে বলেছে ।

370 প্রত্যাহার মামলায় কেন্দ্র ও রাজ্যকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের
author img

By

Published : Sep 16, 2019, 1:12 PM IST

Updated : Sep 16, 2019, 1:24 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : 370 ধারা প্রত্যাহার সংক্রান্ত মামলায় আজ সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে । পাশাপাশি ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ "জাতীয় সুরক্ষা ও নিরাপত্তার" কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্র ও রাজ্যকে বলেছে ।

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর তার বিরোধিতা করে ও রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে শীর্ষ আদালতে একাধিক মামলা হয়েছে । আজ সেই মামলাগুলির শুনানি চলাকালীন এই নির্দেশ দেয় শীর্ষ আদালত । 30 সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে সরকারকে । হলফনামা জমা পরার পর মামলাগুলির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ।

370 ধারা প্রত্যাহার সংক্রান্ত যে মামলাগুলির শুনানি চলছে তার মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীর টাইমস-এর এগজ়িকিউটিভ এডিটর অনুরাধা ভাসিনের মামলাটি । অনুরাধার অভিযোগ, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে সরকার । এর জেরে সংবাদপত্রের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে । অনুরাধার হয়ে সওয়াল করতে গিয়ে আজ তাঁর আইনজীবী ব্রিন্দা গ্রোভার বলেন, "উপত্যকায় (জম্মু ও কাশ্মীরে) একটি মিডিয়া কেন্দ্র তৈরি করা হয়েছে । সেখানে সাংবাদিকদের মোবাইল ও ইন্টারনেট পরিষেবা দেওয়া হচ্ছে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত । এর সাহায্যে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন TV চ্যানেল ও সংবাদপত্রের কাজ চলছে । তবে আমার মক্কেলের সংবাদপত্রটি বন্ধ রয়েছে ।"

শুনানিতে সরকার পক্ষের হয়ে সওয়াল করার সময় অ্যাটর্নি জেনেরাল কে কে বেণুগোপাল আদালতকে জানান, মিডিয়ার কাজ করার জন্য জম্মু ও কাশ্মীরে সমস্ত বন্দোবস্ত করেছে সরকার ।

দিল্লি, 16 সেপ্টেম্বর : 370 ধারা প্রত্যাহার সংক্রান্ত মামলায় আজ সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে । পাশাপাশি ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ "জাতীয় সুরক্ষা ও নিরাপত্তার" কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্র ও রাজ্যকে বলেছে ।

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর তার বিরোধিতা করে ও রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে শীর্ষ আদালতে একাধিক মামলা হয়েছে । আজ সেই মামলাগুলির শুনানি চলাকালীন এই নির্দেশ দেয় শীর্ষ আদালত । 30 সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে সরকারকে । হলফনামা জমা পরার পর মামলাগুলির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ।

370 ধারা প্রত্যাহার সংক্রান্ত যে মামলাগুলির শুনানি চলছে তার মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীর টাইমস-এর এগজ়িকিউটিভ এডিটর অনুরাধা ভাসিনের মামলাটি । অনুরাধার অভিযোগ, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে সরকার । এর জেরে সংবাদপত্রের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে । অনুরাধার হয়ে সওয়াল করতে গিয়ে আজ তাঁর আইনজীবী ব্রিন্দা গ্রোভার বলেন, "উপত্যকায় (জম্মু ও কাশ্মীরে) একটি মিডিয়া কেন্দ্র তৈরি করা হয়েছে । সেখানে সাংবাদিকদের মোবাইল ও ইন্টারনেট পরিষেবা দেওয়া হচ্ছে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত । এর সাহায্যে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন TV চ্যানেল ও সংবাদপত্রের কাজ চলছে । তবে আমার মক্কেলের সংবাদপত্রটি বন্ধ রয়েছে ।"

শুনানিতে সরকার পক্ষের হয়ে সওয়াল করার সময় অ্যাটর্নি জেনেরাল কে কে বেণুগোপাল আদালতকে জানান, মিডিয়ার কাজ করার জন্য জম্মু ও কাশ্মীরে সমস্ত বন্দোবস্ত করেছে সরকার ।

Imphal (Manipur), Sep 16 (ANI): The 6th edition of 'Where Have All The Flowers Gone?' was celebrated at Imphal's Konsang Lampak, Phayeng. 'Where Have All The Flowers Gone?' is an annual festival of music and art on environment. This festival is one of its kind in the state as it is funded by the crowed. Apart from spreading environmental awareness among people, 'Where Have All The Flowers Gone?' Festival also focuses on bridging the gap between rural and urban life. It also provided platform to youths. Painting competition for children, bicycle rally, tree plantation, are also the major attractions of this festival apart from music performances and art by various performers. Amongst 10 bands, Indus Creed from Mumbai, Ambush from Assam, Ditty from Goa and Hanuba from Sylhet, Bangladesh among other local artists and musicians performed during the festival.

Last Updated : Sep 16, 2019, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.