দিল্লি, 23 নভেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি হত্য়ায় অন্য়তম দোষী এ জি পেরারিভালানের প্যারোল আরো এক সপ্তাহ বাড়াল সুপ্রিম কোর্ট ৷ তাঁর শারীরিক পরীক্ষার কারণে এক সপ্তাহের জন্য় প্যারোলের সময় বাড়ানো হয়েছে ৷ শীর্ষ আদালত হাসপাতালে ভর্তি থাকাকালীন এ জি পেরারিভালানকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ এদিন পেরারিভালানের হয়ে আদালতে আবেদন জানান তাঁর আইনজীবী গোপাল শংকর নারায়ণন ৷ বিচারপতি এল নাগেশ্বর রাও-এর নেতৃত্বাধীন এই বেঞ্চই 9 নভেম্বর পর্যন্ত পেরারিভালানের প্যারোল মঞ্জুর করেছিল ৷ পরে মাদ্রাজ় হাইকোর্ট 23 নভেম্বর পর্যন্ত তাঁর প্যারোলের সময় বাড়ায় ৷
এদিন সুপ্রিম কোর্টে পেরারিভালানের হয়ে প্যারোলের সময় বাড়ানোর আবেদনে তাঁর আইনজীবী জানান, হাসপাতালে পেরারিভালানকে পুলিশি নিরাপত্তা দেওয়া হোক ৷ অন্য়দিকে, 3 নভেম্বর সুপ্রিম কোর্ট পেরারিভালানের একাধিক আবেদন তামিলনাড়ুর রাজ্য়পালের কাছে আটকে থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ৷ কেন রাজ্য়পাল পেরারিভালানের আবেদনগুলি আটকে রেখেছেন? তা নিয়ে শীর্ষ আদালত তামিলনাড়ুর অ্য়াডিশনাল অ্য়াডভোকেট জেনেরালকে প্রশ্নও করেছিলেন ৷
প্রসঙ্গত, 49 বছরের পেরারিভালান রাজ্য়পালের কাছে আবেদন জানিয়েছিলেন, যে CBI-র নেতৃত্বাধীন মাল্টি-ডিসিপ্লিনারি মনিটরিং এজেন্সির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজায় স্থগিতাদেশ দেওয়া হোক ৷ সেই আবেদন প্রায় দু’বছর ধরে তামিলনাড়ুর রাজ্য়পালের কাছে জমা পড়ে রয়েছে ৷