ETV Bharat / bharat

CBI হেপাজতেই চিদম্বরম, সোমবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না ED - সোমবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না ED

সুপ্রিম কোর্ট জানিয়েছে, INX দুর্নীতি মামলায় চিদম্বরমকে সোমবার (26 অগাস্ট) পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না ED ৷ তবে, এখনই CBI হেপাজত থেকে ছাড়া পাচ্ছেন না প্রাক্তন অর্থমন্ত্রী । আজ এই সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট । জানিয়ে দেওয়া হয়, সোমবার এই মামলার শুনানি হবে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 23, 2019, 1:25 PM IST

Updated : Aug 23, 2019, 2:48 PM IST

দিল্লি, 23 অগাস্ট : INX দুর্নীতি মামলায় চিদম্বরমকে সোমবার (26 অগাস্ট) পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না ED ৷ আজ একথা জানিয়ে দিল শীর্ষ আদালত ৷

তবে, এখনই CBI হেপাজত থেকে ছাড়া পাচ্ছেন না প্রাক্তন অর্থমন্ত্রী । আজ এই সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট । জানিয়ে দেওয়া হয়, সোমবার এই মামলার শুনানি হবে ।

প্রতিদিন 30 মিনিটের জন্য চিদম্বরমের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর আইনজীবী ও পরিবারের সদস্যরা ৷ সোমবার ফের তাঁকে আদালতে পেশ করবে CBI ৷ পরশু গ্রেপ্তারের পর গতকাল প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ CBI আদালতে তোলা হয় । CBI-র হয়ে লড়ছেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । চিদম্বরমের হয়ে লড়েন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি ।

আগামী সোমবার পর্যন্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিজেদের হেপাজতে পেয়েছে CBI ৷ গতকাল তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় পি চিদম্বরমকে । তার পরই তাঁকে CBI আদালতে তোলে । তার আগেই অবশ্য স্ত্রী নলিনী ও ছেলে পৌঁছে যান CBI আদালতে । উপস্থিত ছিলেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি ।

INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেপ্তার করেছিল CBI । INX মিডিয়া দুর্নীতি মামলায় খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷

দিল্লি, 23 অগাস্ট : INX দুর্নীতি মামলায় চিদম্বরমকে সোমবার (26 অগাস্ট) পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না ED ৷ আজ একথা জানিয়ে দিল শীর্ষ আদালত ৷

তবে, এখনই CBI হেপাজত থেকে ছাড়া পাচ্ছেন না প্রাক্তন অর্থমন্ত্রী । আজ এই সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট । জানিয়ে দেওয়া হয়, সোমবার এই মামলার শুনানি হবে ।

প্রতিদিন 30 মিনিটের জন্য চিদম্বরমের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর আইনজীবী ও পরিবারের সদস্যরা ৷ সোমবার ফের তাঁকে আদালতে পেশ করবে CBI ৷ পরশু গ্রেপ্তারের পর গতকাল প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ CBI আদালতে তোলা হয় । CBI-র হয়ে লড়ছেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । চিদম্বরমের হয়ে লড়েন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি ।

আগামী সোমবার পর্যন্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিজেদের হেপাজতে পেয়েছে CBI ৷ গতকাল তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় পি চিদম্বরমকে । তার পরই তাঁকে CBI আদালতে তোলে । তার আগেই অবশ্য স্ত্রী নলিনী ও ছেলে পৌঁছে যান CBI আদালতে । উপস্থিত ছিলেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি ।

INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেপ্তার করেছিল CBI । INX মিডিয়া দুর্নীতি মামলায় খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷

Panipat (Haryana), Aug 23 (ANI): Chief Minister of Haryana Manohar Lal Khattar held a roadshow in Haryana's Panipat on August 23. Ahead of Haryana Assembly polls 2019, Khattar kicked off his 'Jan Ashirwad Yatra' from Panchkula's Kalka on August 18. Haryana Assembly polls will be held in November 2019. He is targeting to cover 90 assemblies of the state during his 22-day journey till September 8 to seek blessings from the people.

Last Updated : Aug 23, 2019, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.