দিল্লি, 23 অগাস্ট : INX দুর্নীতি মামলায় চিদম্বরমকে সোমবার (26 অগাস্ট) পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না ED ৷ আজ একথা জানিয়ে দিল শীর্ষ আদালত ৷
তবে, এখনই CBI হেপাজত থেকে ছাড়া পাচ্ছেন না প্রাক্তন অর্থমন্ত্রী । আজ এই সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট । জানিয়ে দেওয়া হয়, সোমবার এই মামলার শুনানি হবে ।
প্রতিদিন 30 মিনিটের জন্য চিদম্বরমের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর আইনজীবী ও পরিবারের সদস্যরা ৷ সোমবার ফের তাঁকে আদালতে পেশ করবে CBI ৷ পরশু গ্রেপ্তারের পর গতকাল প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ CBI আদালতে তোলা হয় । CBI-র হয়ে লড়ছেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । চিদম্বরমের হয়ে লড়েন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি ।
আগামী সোমবার পর্যন্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিজেদের হেপাজতে পেয়েছে CBI ৷ গতকাল তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় পি চিদম্বরমকে । তার পরই তাঁকে CBI আদালতে তোলে । তার আগেই অবশ্য স্ত্রী নলিনী ও ছেলে পৌঁছে যান CBI আদালতে । উপস্থিত ছিলেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি ।
INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেপ্তার করেছিল CBI । INX মিডিয়া দুর্নীতি মামলায় খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷