দিল্লি, 4 নভেম্বর : MP ও MLA দের দ্রুত বিচারের আবেদনের বিষয়ে দু'সপ্তাহের মধ্যে একটি হলফনামা দাখিল করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । এই বিষয়ে এর থেকে অতিরিক্ত সময় আর দেওয়া হবেনা বলেও বুধবার জানিয়েছে শীর্ষ আদালত ।
বিচারপতি এনভি রমনের নেতৃত্বাধীন বেঞ্চ অ্যাডভোকেট ও BJP সদস্য অশ্বিনী উপাধ্যায়ের করা পিটিশনের শুনানি মামলায় আজ এই নির্দেশ দেন । অশ্বিনী উপাধ্যায় সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত গঠনের জন্য অনুরোধ করেছিলেন । শীর্ষ আদালত হাইকোর্টকে বর্তমান ও প্রাক্তন বিধায়কদের বিরুদ্ধে বিচারাধীন ফৌজদারি মামলা সম্পর্কিত সমস্ত বিবরণ দিতে বলে। আদালত বান্ধব বিজয় হানসারিয়া পূর্ববর্তী শুনানিতে সমস্ত বিবরণে দুটি প্রতিবেদন জমা দেন।
বিচারের জন্য মনোনীত জুডিশিয়াল অফিসারদের বিচার কমপক্ষে 2 বছরের জন্য বজায় রাখতে হবে, কারণ প্রসিকিউশনের অনুপস্থিতির কারণে বিলম্ব হয়। আজ আদালতে এই সিদ্ধান্তের আগে আদালত বান্ধব বিজয় হানসারিয়া দুটি রিপোর্ট আদালতে জমা দেন । হানসারিয়া আরও বলেন, যে রাজ্য সরকার নোডাল প্রসিকিউশন অফিসার নিয়োগ করতে পারে যার জন্য উচ্চ আদালতগুলির কোনও সমস্যা নেই। মাত্র একমাস আগে এই বিষয়ে সুপ্রিম কোর্ট বলে, বর্তমান এবং প্রাক্তন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জমে থাকা বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের উচিত বিশেষ আদালতের সংখ্যা বৃদ্ধি করা । ২০১৭ সালে ১৪ ডিসেম্বর দেশে ১২টি বিশেষ আদালত গঠন করে কেন্দ্রীয় সরকার । সেই মতো সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে জমে থাকা মামলাগুলি বিশেষ আদালতে পাঠাতে হাইকোর্টগুলিকে নির্দেশ দেওয়া হয় ।
বিভিন্ন আদালতে 65 বা তার বেশি মামলা জমে গেলে সেগুলি বিশেষ আদালতে পাঠাবার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার । এই বিষয়েও কিছুদিন আগে আদালত বান্ধব আইনজীবী বিজয় হানসারিয়া বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত বিশেষ আদালতের সংখ্যা বৃদ্ধি করা ।
আজ শীর্ষ আদালত বলে যে তারা মামলার দ্রুত বিচারের আদেশ দেবে। হানসারিয়া বলেন, ভিডিয়ো কনফারেন্সিং কক্ষ এবং সাক্ষী পরীক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রথমে নজর দেওয়া দরকার । আদালত কেন্দ্রকে দুই সপ্তাহের মধ্যে যুক্তিযুক্ত সমস্ত দিক নিয়ে জানাতে বলে । আজ সলিসিটর জেনেরাল তুষার মেহতা অন্য একটি মামলায় ব্যস্ত ছিলেন । তাই কেন্দ্রের পক্ষ থেকে কোনও আবেদন জমা দেওয়া যায়নি।