ETV Bharat / bharat

লকডাউন না মানলে আইনি ব্যবস্থা : কেন্দ্র

author img

By

Published : Mar 23, 2020, 11:34 AM IST

ভারতে কোরোনা ভাইরাস নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে বৃহস্পতিবার রাত 8 টায় দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ডাক দেন জনতা কারফিউয়ের ৷ কোরোনা সংক্রমণ রুখতে আগামীকাল সকাল সাতটা থেকে রাত ন'টা অবধি সকল দেশবাসীকে বাড়িতে থাকতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

NARENDRA MODI TWEET
লকডাউনের নির্দেশ না মানলে আইনী ব্যবস্থা, জানাল কেন্দ্র

দিল্লি, 23 মার্চ : দয়া করে নিজেকে বাঁচান ৷ আপনার পরিবারকে বাঁচানকে ৷ নির্দেশগুলি সিরিয়াসলি অনুসরণ করুন ৷ আজ জনতার উদ্দেশে টুইটে এই সচেতন বার্তা লিখলেন প্রধানমন্ত্রী ৷ এদিকে আজই কেন্দ্রের তরফে রাজ্য সরকারগুলিকে লকডাউনের নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে বলা হয়েছে ৷ নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷

প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "এখনও অনেকে এই লকডাউনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না ৷ দয়া করে লকডাউনের নির্দেশ অনুসরণ করুন ৷ নিজেকে ও নিজের পরিবারকে বাঁচান ৷ আমি রাজ্য সরকারগুলিকে অনুরোধ করছি, আইন অনুসরণ করার জন্য ৷ "

  • लॉकडाउन को अभी भी कई लोग गंभीरता से नहीं ले रहे हैं। कृपया करके अपने आप को बचाएं, अपने परिवार को बचाएं, निर्देशों का गंभीरता से पालन करें। राज्य सरकारों से मेरा अनुरोध है कि वो नियमों और कानूनों का पालन करवाएं।

    — Narendra Modi (@narendramodi) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় স্তরের শুরুতে পা দিতে চলেছে ভারত ৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আক্রান্ত হয়েছেন 415 জন ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের ৷ ভারতে কোরোনা ভাইরাস নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে বৃহস্পতিবার রাত 8টায় দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ডাক দেন জনতা কারফিউয়ের ৷ কোরোনা সংক্রমণ রুখতে সকাল সাতটা থেকে রাত ন'টা অবধি সকল দেশবাসীকে বাড়িতে থাকতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী ৷ চিন, ইট্যালির মতো ভারতেও যদি কোরোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, তার হাত থেকে বাঁচাতে গোটা দেশকে ‘লকডাউন’ করতে হতে পারে ৷ তাই জনগণকে সামাজিক দূরত্বের অভ্যাস করাতে, ভিড় থেকে দূরে রাখতে ডাক দেওয়া হয়েছিল জনতা কারফিউয়ের ৷

save-yourself-save-your-family-follow-the-instructions-seriously-narendra-modi-tweeted
লকডাউনের নির্দেশ না মানলে আইনী ব্যবস্থা, জানাল কেন্দ্র

ভারতবাসীকে সুরক্ষিত রাখতে যাঁরা প্রতিদিন কাজ করছেন, তাঁদের ধন্যবাদ জানাতে সকলকে অনুরোধ করেন বিকেল 5টার সময় বারান্দায় বা বাড়ির বাইরে এসে কাঁসর-ঘণ্টা বাজিয়ে বা হাততালি দিয়ে উৎসাহিত করতে বলেছিলেন মোদি ৷ তবে কয়েকটি ক্ষেত্রে মানুষের উচ্ছ্বাস বাঁধ ভাঙে ৷ কাঁসর-ঘণ্টা, থালা বা হাততালি দিতে দিতে মানুষদের জমায়েত হতে দেখা যায় ৷ মূলত মানুষের জমায়েত রুখতেই এই কারফিউ ৷

দিল্লি, 23 মার্চ : দয়া করে নিজেকে বাঁচান ৷ আপনার পরিবারকে বাঁচানকে ৷ নির্দেশগুলি সিরিয়াসলি অনুসরণ করুন ৷ আজ জনতার উদ্দেশে টুইটে এই সচেতন বার্তা লিখলেন প্রধানমন্ত্রী ৷ এদিকে আজই কেন্দ্রের তরফে রাজ্য সরকারগুলিকে লকডাউনের নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে বলা হয়েছে ৷ নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷

প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "এখনও অনেকে এই লকডাউনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না ৷ দয়া করে লকডাউনের নির্দেশ অনুসরণ করুন ৷ নিজেকে ও নিজের পরিবারকে বাঁচান ৷ আমি রাজ্য সরকারগুলিকে অনুরোধ করছি, আইন অনুসরণ করার জন্য ৷ "

  • लॉकडाउन को अभी भी कई लोग गंभीरता से नहीं ले रहे हैं। कृपया करके अपने आप को बचाएं, अपने परिवार को बचाएं, निर्देशों का गंभीरता से पालन करें। राज्य सरकारों से मेरा अनुरोध है कि वो नियमों और कानूनों का पालन करवाएं।

    — Narendra Modi (@narendramodi) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় স্তরের শুরুতে পা দিতে চলেছে ভারত ৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আক্রান্ত হয়েছেন 415 জন ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের ৷ ভারতে কোরোনা ভাইরাস নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে বৃহস্পতিবার রাত 8টায় দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ডাক দেন জনতা কারফিউয়ের ৷ কোরোনা সংক্রমণ রুখতে সকাল সাতটা থেকে রাত ন'টা অবধি সকল দেশবাসীকে বাড়িতে থাকতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী ৷ চিন, ইট্যালির মতো ভারতেও যদি কোরোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, তার হাত থেকে বাঁচাতে গোটা দেশকে ‘লকডাউন’ করতে হতে পারে ৷ তাই জনগণকে সামাজিক দূরত্বের অভ্যাস করাতে, ভিড় থেকে দূরে রাখতে ডাক দেওয়া হয়েছিল জনতা কারফিউয়ের ৷

save-yourself-save-your-family-follow-the-instructions-seriously-narendra-modi-tweeted
লকডাউনের নির্দেশ না মানলে আইনী ব্যবস্থা, জানাল কেন্দ্র

ভারতবাসীকে সুরক্ষিত রাখতে যাঁরা প্রতিদিন কাজ করছেন, তাঁদের ধন্যবাদ জানাতে সকলকে অনুরোধ করেন বিকেল 5টার সময় বারান্দায় বা বাড়ির বাইরে এসে কাঁসর-ঘণ্টা বাজিয়ে বা হাততালি দিয়ে উৎসাহিত করতে বলেছিলেন মোদি ৷ তবে কয়েকটি ক্ষেত্রে মানুষের উচ্ছ্বাস বাঁধ ভাঙে ৷ কাঁসর-ঘণ্টা, থালা বা হাততালি দিতে দিতে মানুষদের জমায়েত হতে দেখা যায় ৷ মূলত মানুষের জমায়েত রুখতেই এই কারফিউ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.