দিল্লি, 14 জানুয়ারি : CAA নিয়ে যা ঘটছে, তা দুঃখজনক ও খারাপ । অ্যামেরিকার এক ডিজিটাল সংবাদমাধ্যমের এডিটরের প্রশ্নের জবাবে একথা বললেন মাইক্রোসফটের CEO সত্য নাদেলা ।
ভারতে CAA বিতর্ক নিয়ে সত্য নাদেলার মন্তব্য জানতে চান ওই ডিজিটাল সংবাদমাধ্যমের এডিটর বেন স্মিথ । পরে এই নিয়ে টুইটে বেন লেখেন, তাঁর প্রশ্নের উত্তরে নাদেলা বলেন, যা ঘটছে তা দুঃখজনক । এটা খুবই খারাপ । তিনি দেখতে চান ভারতে আসা কোনও বাংলাদেশি অভিবাসী নতুন ইউনিকর্ন খুলেছে । কিংবা ইনফোসিসের পরবর্তী CEO হচ্ছেন ।
তবে এই টুইটে এটা স্পষ্ট নয় যে নাদেলা CAA-কে খারাপ বলছেন, নাকি CAA নিয়ে যা চলছে, তাকে খারাপ বলছেন । তবে তিনি বোঝাতে চেয়েছেন, যেকোনও দেশের জন্য অভিবাসন ইতিবাচক ।
বেনের টুইটের কয়েকঘণ্টা পর মাইক্রোসফট ইন্ডিয়া নাদেলার একটি বিবৃতি প্রকাশ করে । ওই বিবৃতিতে অ্যামেরিকার ওই মিডিয়াকে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ নেই । কিন্তু, ওই বিবৃতিতে নাদেলা বলেন, তিনি দেখতে চান ভারতে কোনও অভিবাসী নতুন সংস্থার শুরু করছেন ।
মাইক্রোসফদের CEO আরও বলেন, "প্রত্যেক দেশ তার সীমানা সুনিশ্চিত করবে । জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে । সেইমতো নির্ধারণ করবে অভিবাসন নীতি । গণতন্ত্রে জনগণ এবং সরকার এই সীমা নিয়ে বিতর্ক করবে এবং তার সংজ্ঞা ঠিক করবে ।"
নিজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "ভারতের সংস্কৃতি ও অভিবাসী হিসেবে অ্যামেরিকায় থাকার অভিজ্ঞতায় সমৃদ্ধ আমি । আমার প্রত্যাশা এমন এক ভারতের, যেখানে অভিবাসীরা এই দেশের উন্নয়নে একটি সমৃদ্ধ সূচনার সন্ধান করতে পারে । অথবা একটি বহুজাতিক কর্পোরেশনকে নেতৃত্ব দিতে পারে যা ভারতীয় সমাজ ও অর্থনীতিকে উপকৃত করতে পারে । "
নাদেলার এই বক্তব্যকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ ।