ETV Bharat / bharat

"যা ঘটছে, তা দুঃখজনক-খারাপ", CAA নিয়ে সত্য নাদেলা - CAA-এর বিরুদ্ধে সোচ্চার সত্য নাদেলা

ভারতে আসা কোনও বাংলাদেশি অভিবাসী নতুন ইউনিকর্ন খুলেছে । কিংবা ইনফোসিসের পরবর্তী CEO হচ্ছেন । এমনই দেখতে চান সত্য নাদেলা ।

Satya Nadella
সত্য নাদেলা
author img

By

Published : Jan 14, 2020, 3:20 PM IST

Updated : Jan 14, 2020, 4:35 PM IST

দিল্লি, 14 জানুয়ারি : CAA নিয়ে যা ঘটছে, তা দুঃখজনক ও খারাপ । অ্যামেরিকার এক ডিজিটাল সংবাদমাধ্যমের এডিটরের প্রশ্নের জবাবে একথা বললেন মাইক্রোসফটের CEO সত্য নাদেলা ।

ভারতে CAA বিতর্ক নিয়ে সত্য নাদেলার মন্তব্য জানতে চান ওই ডিজিটাল সংবাদমাধ্যমের এডিটর বেন স্মিথ । পরে এই নিয়ে টুইটে বেন লেখেন, তাঁর প্রশ্নের উত্তরে নাদেলা বলেন, যা ঘটছে তা দুঃখজনক । এটা খুবই খারাপ । তিনি দেখতে চান ভারতে আসা কোনও বাংলাদেশি অভিবাসী নতুন ইউনিকর্ন খুলেছে । কিংবা ইনফোসিসের পরবর্তী CEO হচ্ছেন ।

তবে এই টুইটে এটা স্পষ্ট নয় যে নাদেলা CAA-কে খারাপ বলছেন, নাকি CAA নিয়ে যা চলছে, তাকে খারাপ বলছেন । তবে তিনি বোঝাতে চেয়েছেন, যেকোনও দেশের জন্য অভিবাসন ইতিবাচক ।


বেনের টুইটের কয়েকঘণ্টা পর মাইক্রোসফট ইন্ডিয়া নাদেলার একটি বিবৃতি প্রকাশ করে । ওই বিবৃতিতে অ্যামেরিকার ওই মিডিয়াকে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ নেই । কিন্তু, ওই বিবৃতিতে নাদেলা বলেন, তিনি দেখতে চান ভারতে কোনও অভিবাসী নতুন সংস্থার শুরু করছেন ।

মাইক্রোসফদের CEO আরও বলেন, "প্রত্যেক দেশ তার সীমানা সুনিশ্চিত করবে । জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে । সেইমতো নির্ধারণ করবে অভিবাসন নীতি । গণতন্ত্রে জনগণ এবং সরকার এই সীমা নিয়ে বিতর্ক করবে এবং তার সংজ্ঞা ঠিক করবে ।"

নিজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "ভারতের সংস্কৃতি ও অভিবাসী হিসেবে অ্যামেরিকায় থাকার অভিজ্ঞতায় সমৃদ্ধ আমি । আমার প্রত্যাশা এমন এক ভারতের, যেখানে অভিবাসীরা এই দেশের উন্নয়নে একটি সমৃদ্ধ সূচনার সন্ধান করতে পারে । অথবা একটি বহুজাতিক কর্পোরেশনকে নেতৃত্ব দিতে পারে যা ভারতীয় সমাজ ও অর্থনীতিকে উপকৃত করতে পারে । "

নাদেলার এই বক্তব্যকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ ।

দিল্লি, 14 জানুয়ারি : CAA নিয়ে যা ঘটছে, তা দুঃখজনক ও খারাপ । অ্যামেরিকার এক ডিজিটাল সংবাদমাধ্যমের এডিটরের প্রশ্নের জবাবে একথা বললেন মাইক্রোসফটের CEO সত্য নাদেলা ।

ভারতে CAA বিতর্ক নিয়ে সত্য নাদেলার মন্তব্য জানতে চান ওই ডিজিটাল সংবাদমাধ্যমের এডিটর বেন স্মিথ । পরে এই নিয়ে টুইটে বেন লেখেন, তাঁর প্রশ্নের উত্তরে নাদেলা বলেন, যা ঘটছে তা দুঃখজনক । এটা খুবই খারাপ । তিনি দেখতে চান ভারতে আসা কোনও বাংলাদেশি অভিবাসী নতুন ইউনিকর্ন খুলেছে । কিংবা ইনফোসিসের পরবর্তী CEO হচ্ছেন ।

তবে এই টুইটে এটা স্পষ্ট নয় যে নাদেলা CAA-কে খারাপ বলছেন, নাকি CAA নিয়ে যা চলছে, তাকে খারাপ বলছেন । তবে তিনি বোঝাতে চেয়েছেন, যেকোনও দেশের জন্য অভিবাসন ইতিবাচক ।


বেনের টুইটের কয়েকঘণ্টা পর মাইক্রোসফট ইন্ডিয়া নাদেলার একটি বিবৃতি প্রকাশ করে । ওই বিবৃতিতে অ্যামেরিকার ওই মিডিয়াকে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ নেই । কিন্তু, ওই বিবৃতিতে নাদেলা বলেন, তিনি দেখতে চান ভারতে কোনও অভিবাসী নতুন সংস্থার শুরু করছেন ।

মাইক্রোসফদের CEO আরও বলেন, "প্রত্যেক দেশ তার সীমানা সুনিশ্চিত করবে । জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে । সেইমতো নির্ধারণ করবে অভিবাসন নীতি । গণতন্ত্রে জনগণ এবং সরকার এই সীমা নিয়ে বিতর্ক করবে এবং তার সংজ্ঞা ঠিক করবে ।"

নিজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "ভারতের সংস্কৃতি ও অভিবাসী হিসেবে অ্যামেরিকায় থাকার অভিজ্ঞতায় সমৃদ্ধ আমি । আমার প্রত্যাশা এমন এক ভারতের, যেখানে অভিবাসীরা এই দেশের উন্নয়নে একটি সমৃদ্ধ সূচনার সন্ধান করতে পারে । অথবা একটি বহুজাতিক কর্পোরেশনকে নেতৃত্ব দিতে পারে যা ভারতীয় সমাজ ও অর্থনীতিকে উপকৃত করতে পারে । "

নাদেলার এই বক্তব্যকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ ।

New Delhi, Jan 14 (ANI): Union Information and Broadcast Minister Prakash Javadekar reacted on the controversial book 'Aaj ke Shivaji: Narendra Modi'. He said that Chhatrapati Shivaji Maharaj was a great warrior and can't be compared with anyone. "Bharatiya Janata Party (BJP) has nothing to do with the book written by Jai Bhagwan Goyal as we never knew what he has written," said Javadekar. He further added, "Jai Bhagwan Goyal has also apologised to the people of Maharashtra and world. He has withdrawn the book. I think we should put the controversy to rest".
Last Updated : Jan 14, 2020, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.