এতাওয়াহ (উত্তরপ্রদেশ), 31 জানুয়ারি : হোয়াটঅ্যাপে উত্তরপ্রদেশের এতাওয়াহ-র বিজেপি বিধায়ক সরিতা ভাদোরিয়াকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ৷ বিজেপির ওই বিধায়ক এও অভিযোগ করেছেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এই হুমকির পিছনে রয়েছে ৷ এ নিয়ে সরিতা ভাদোরিয়া এসএসপি আকাশ তোমারের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ৷
আরও পড়ুন : দ্বিতীয় এয়ারস্ট্রিপ তৈরির কাজ শেষ যোগীর
সরিতা ভাদোরিয়া শুধুই এতাওয়াহ-র বিধায়ক নন ৷ তিনি উত্তরপ্রদেশের মহিলা ও শিশু উন্নয়ন কমিটির চেয়ারপার্সনও বটে ৷ তিনি অভিযোগে জানিয়েছেন, ‘‘এই হুমকির মেসেজ আরএসএস ও বিজেপির নেতাদের খুন করতে পাকিস্তানের আইএসআই-র একটি জঙ্গি কার্যকলাপের অংশ ৷ এমনকী ওই ম্যাসেঞ্জার প্রোফাইলে আইএসআই-র লোগো দেওয়া রয়েছে ৷’’ এতাওয়াহ-র পুলিশ সুপার আকাশ তোমার জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সরিতা ভাদোরিয়ার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ তিনি এও জানিয়েছেন যে, সেই মোবাইল নম্বরটি পাকিস্তানে ট্রেস হয়েছে ৷