দেরাদুন, 20 জানুয়ারি : উত্তরাখণ্ডের প্রতিটি রেল স্টেশনে উর্দুর বদলে সংস্কৃতে লেখা থাকবে জায়গার নাম ৷ ইংরেজি ও হিন্দি ভাষার সঙ্গে আগে উর্দু ভাষায় স্টেশনের নাম লেখা থাকত ৷ তবে এবার সরছে উর্দু, বদলে আসছে সংস্কৃত ৷ ভারতীয় রেল বিভাগের নয়া নির্দেশিকায় এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এই নয়া নির্দেশিকা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তের রেল স্টেশনে জায়গার নাম প্রথমে হিন্দি, পরে ইংরেজি ও শেষে ওই রাজ্যের `দ্বিতীয় প্রচলিত ভাষায় লিখতে হবে ৷
2010 সাল থেকে উত্তরাখণ্ড সরকারিভাবে সংস্কৃত ভাষাকেই দ্বিতীয় ভাষার মর্যাদা দেয় ৷ তৎকালীন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক সংস্কৃত ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দেন ৷ সেই অনুযায়ী উর্দুর বদলে আসছে সংস্কৃত ৷
সেইমতোই এবার থেকে উত্তরাখণ্ডের সমস্ত রেলস্টেশনের নাম হিন্দি, ইংরেজির পর সংস্কৃতে লেখা হবে ৷ রেলের তরফেও এবিষয়ে বিবৃতি দেওয়া হয় ৷ উত্তরাঞ্চল রেলওয়ের আধিকারিক দীপক কুমার জানান, " উত্তরাখণ্ডের দ্বিতীয় ভাষা সংস্কৃত ৷ তাই এবার থেকে হিন্দি, ইংরেজি ও উর্দুর পরিবর্তে উত্তরাখণ্ডের রেল স্টেশনগুলির নাম হিন্দি, ইংরেজি ও সংস্কৃতে লেখা হবে ৷"