ETV Bharat / bharat

রেলের নির্দেশিকা, উত্তরাখণ্ডের সব স্টেশনে উর্দুর পরিবর্তে সংস্কৃতে লেখা হবে নাম

উত্তরাখণ্ডের সবকটি রেলস্টেশনে এবারে ইংরেজি, হিন্দির পর উর্দুর বদলে সংস্কৃতে লেখা থাকবে জায়গার নাম ৷ ভারতীয় রেল বিভাগের নয়া নির্দেশিকায় এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

author img

By

Published : Jan 20, 2020, 12:59 PM IST

Sanskrit to replace Urdu at Uttarakhand stations
উর্দুর পরিবর্তে সংস্কৃতে উত্তরাখণ্ডের সমস্ত স্টেশনের নাম

দেরাদুন, 20 জানুয়ারি : উত্তরাখণ্ডের প্রতিটি রেল স্টেশনে উর্দুর বদলে সংস্কৃতে লেখা থাকবে জায়গার নাম ৷ ইংরেজি ও হিন্দি ভাষার সঙ্গে আগে উর্দু ভাষায় স্টেশনের নাম লেখা থাকত ৷ তবে এবার সরছে উর্দু, বদলে আসছে সংস্কৃত ৷ ভারতীয় রেল বিভাগের নয়া নির্দেশিকায় এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এই নয়া নির্দেশিকা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তের রেল স্টেশনে জায়গার নাম প্রথমে হিন্দি, পরে ইংরেজি ও শেষে ওই রাজ্যের `দ্বিতীয় প্রচলিত ভাষায় লিখতে হবে ৷

2010 সাল থেকে উত্তরাখণ্ড সরকারিভাবে সংস্কৃত ভাষাকেই দ্বিতীয় ভাষার মর্যাদা দেয় ৷ তৎকালীন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক সংস্কৃত ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দেন ৷ সেই অনুযায়ী উর্দুর বদলে আসছে সংস্কৃত ৷

সেইমতোই এবার থেকে উত্তরাখণ্ডের সমস্ত রেলস্টেশনের নাম হিন্দি, ইংরেজির পর সংস্কৃতে লেখা হবে ৷ রেলের তরফেও এবিষয়ে বিবৃতি দেওয়া হয় ৷ উত্তরাঞ্চল রেলওয়ের আধিকারিক দীপক কুমার জানান, " উত্তরাখণ্ডের দ্বিতীয় ভাষা সংস্কৃত ৷ তাই এবার থেকে হিন্দি, ইংরেজি ও উর্দুর পরিবর্তে উত্তরাখণ্ডের রেল স্টেশনগুলির নাম হিন্দি, ইংরেজি ও সংস্কৃতে লেখা হবে ৷"

দেরাদুন, 20 জানুয়ারি : উত্তরাখণ্ডের প্রতিটি রেল স্টেশনে উর্দুর বদলে সংস্কৃতে লেখা থাকবে জায়গার নাম ৷ ইংরেজি ও হিন্দি ভাষার সঙ্গে আগে উর্দু ভাষায় স্টেশনের নাম লেখা থাকত ৷ তবে এবার সরছে উর্দু, বদলে আসছে সংস্কৃত ৷ ভারতীয় রেল বিভাগের নয়া নির্দেশিকায় এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এই নয়া নির্দেশিকা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তের রেল স্টেশনে জায়গার নাম প্রথমে হিন্দি, পরে ইংরেজি ও শেষে ওই রাজ্যের `দ্বিতীয় প্রচলিত ভাষায় লিখতে হবে ৷

2010 সাল থেকে উত্তরাখণ্ড সরকারিভাবে সংস্কৃত ভাষাকেই দ্বিতীয় ভাষার মর্যাদা দেয় ৷ তৎকালীন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক সংস্কৃত ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দেন ৷ সেই অনুযায়ী উর্দুর বদলে আসছে সংস্কৃত ৷

সেইমতোই এবার থেকে উত্তরাখণ্ডের সমস্ত রেলস্টেশনের নাম হিন্দি, ইংরেজির পর সংস্কৃতে লেখা হবে ৷ রেলের তরফেও এবিষয়ে বিবৃতি দেওয়া হয় ৷ উত্তরাঞ্চল রেলওয়ের আধিকারিক দীপক কুমার জানান, " উত্তরাখণ্ডের দ্বিতীয় ভাষা সংস্কৃত ৷ তাই এবার থেকে হিন্দি, ইংরেজি ও উর্দুর পরিবর্তে উত্তরাখণ্ডের রেল স্টেশনগুলির নাম হিন্দি, ইংরেজি ও সংস্কৃতে লেখা হবে ৷"

New Delhi, Jan 20 (ANI): Congress leader and former Haryana CM, Bhupinder Singh Hooda, on Citizenship (Amendment) Act asserted that no state can deny to any law or act if passed by Parliament. "Once a law or act is passed by the Parliament, I think that the constitutional view is that, any state can't and should not say no but this has to be legally examined," said Bhupinder Singh.
Nation-wide protests have strengthened since implementation of CAA in December 2019. According to the present government, the amended act promises to provide Indian citizenship to non-Muslim immigrants from three neighbouring countries i.e., Pakistan, Afghanistan and Bangladesh.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.