জয়পুর, 18 জুলাই: রাজস্থানে কংগ্রেস সরকার ভাঙতে বিধায়ক কেনাবেচার যে অডিয়ো রেকর্ডিং ভাইরাল হয়েছিল, তার ভিত্তিতে গতকাল গ্রেপ্তার করা হল সঞ্জয় জৈনকে ৷ রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তাঁকে গ্রেপ্তার করে ৷
অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (ATS ও SOG) অশোক রাঠোর বলেন, ‘‘সোশাল মিডিয়ায় একটি অডিয়ো রেকর্ডিং ভাইরাল হওয়ার ভিত্তিতে FIR দায়ের করা হয় ৷ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ৷’’
বিধায়ক কোনাবেচা ও ভাইরাল অডিয়ো রেকর্ডিংয়ের ভিত্তিতে শুক্রবার SOG 124-A (দেশদ্রোহিতা) ও 120-B (চক্রান্ত) IPC ধারায় অভিযোগ দায়ের করে ৷
সম্প্রতি রাজস্থানের সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা করা নিয়ে তিনটি অডিয়ো রেকডিং ভাইরাল হয় ৷ এর ভিত্তিতেই কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশী কংগ্রেস বিধায়ক বানওয়ারলাল শর্মা, গজেন্দ্র সিং ও সঞ্জয় জৈন সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ অন্যদিকে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা সঞ্জয় জৈনকে BJP নেতাকে কটাক্ষ করেন ৷
FIR দায়েরের পর কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত বলেন,‘‘অডিয়ো ক্লিপের কণ্ঠ আমার নয় ৷ সবরকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত । ’’ অভিযোগ অস্বীকার করেছেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক চেতন দুদিও ।তিনি বলেন, দলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ।
-
Amidst a pandemic when people are suffering, thousands are dying & health infrastructure is crumbling, the BJP Govt at the centre is prioritising toppling democratically elected governments.
— K C Venugopal (@kcvenugopalmp) July 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
The tapes released by media today clearly reveal the disastrous intentions of BJP.
">Amidst a pandemic when people are suffering, thousands are dying & health infrastructure is crumbling, the BJP Govt at the centre is prioritising toppling democratically elected governments.
— K C Venugopal (@kcvenugopalmp) July 17, 2020
The tapes released by media today clearly reveal the disastrous intentions of BJP.Amidst a pandemic when people are suffering, thousands are dying & health infrastructure is crumbling, the BJP Govt at the centre is prioritising toppling democratically elected governments.
— K C Venugopal (@kcvenugopalmp) July 17, 2020
The tapes released by media today clearly reveal the disastrous intentions of BJP.
অন্যদিকে রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রীর পদ এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে বরখাস্তের পর সচিন পাইলট বলেন ‘‘সত্যকে ধামাচামা দেওয়া যায় না ৷’’
ঘটনার সূত্রপাত হয় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে মতান্তর থেকে ৷ বিবাদ চরম পর্যায়ে পৌছালে গত শনিবার নিজের অনুগামী বিধায়কদের নিয়ে দিল্লি উড়ে যান সচিন ৷ এরপরই দল ভাঙা ও দল বদলের জল্পনা শুরু হয় ৷ দল বদল করে BJP-তে না গেলেও কংগ্রেস দল থেকে বহিস্কার করা হয় সচিন পাইলটকে ৷